Friday, October 19, 2018

ভালোবাসার গল্প - অদ্ভূত ভালোবাসা পর্ব 19 এবং 20

1 comment

গল্প:- #অদ্ভুত_ভালোবাসা
পর্ব:-১৯+20
----অন্না
,
নীরা:::: খচ্চর পোলা,, আমারে পানিসমেন্ট দেখাও তুমি??? দেখে নিবো আমি তোমারে,,,,
,
তিশা::;: ভাবি,,,,,ভাবি কই তুমি,,,,,,,, আমাকে ডেকে নিজেই হাওয়া হয়ে গেলে,,,
,
নীরা ::: না গো ননদিনী হাওয়া হবো কেনো,,,, লুকোচুরি খেলছি তো,, তাই,,,, তো দয়া করে দরজা টা একটু খুলে দাও আমি বের হই,,,,
,
তিশা::;; তুমি বাহিরে থেকে দরজা আটকিয়ে কি করছো?
,
নীরা:::: ও মা জানোনা আমি তোমাকে দিয়ে দরজা খোলাবো বলে বাহিরে থেকে দরজা আটকিয়ে আবার ভ্যানিস হয়ে ভেতরে বসে আছি,,,
,
তিশা::;; এমা এটা কখনও হয় নাকি???
,
নীরা:::: হয়না জানোই তো গাধার মতো প্রশ্ন করছো কেনো??? বজ্জাতের হাড্ডি দু ভাই বোন,,,,ভাই দরজা লক করে চলে গেলো আর বোন এসে দরজা খুলে দেওয়া বাদ দিয়ে গাধার মতে প্রশ্ন করছে,,,,
,
তিশা:::: কি ভাই তোমাকে আটকে গেছে,,,,
,
নীরা ::;; কই না তো তোমার ভাই তাই আমায় আটকাতে পারে বলো,,,,
,
তিশা:::: হ্যা সেটাই তো,,,,
,
নীরা:;;; আমার একটা কাজ করে দিবা ননদিনী???
,
তিশা::;; হ্যা বলো না ভাবি,,,,
,
নীরা:::; জিগা গাছ চিনো???
,
তিশা;;;;; হ্যা চিনি তো কি করবা???
,
নীরা:::: ওই গাছের একটা ডাল এতে দিতে পারবে???
,
তিশা:::: হ্যা কেনো পারবোনা,,, কিন্তুু কি করবা???
,
নীরা:::: জিগা গাছের ডাল দিয়ে তোমাদের দু ভাই বোনকে ইচ্ছামতো পিটাবো,,,, আমায় এখানে আটকে রেখে উনি চলে গেলো, আর তুমি এসে মজা শুরু করছো??? জলদি দরজা খোলো,, নয়তো সত্তি তোমাদের কপালে দুঃখ আছে,,,,,
,
তিশা:::::: আরে না ভাবি wait,,,wait
,নাও এবার এসো আমি গেলাম,,,,
,
তিশা বলেই দৌড়,,,,
,
নিলয়ের মা:::: কিরে দৌড়াচ্ছিস কেনে???
,
তিশা:::: কই দৌড়াচ্ছি,, আমি তো কলেজে যাচ্ছি
,
নিলয়ের মা;:: তাই তাহলে বই,ব্যাগ ছাড়াই,,,,
,
তিশা:::: ওহ্ মামুনি তুমিও না,,, এইযে সব নিলাম,,, আর আমি গেলাম,,,,বাই ভাই,,,বাই মামুনি,, বাই ভাবি,,,
,
বলেই দৌড়,,,, নীরার কথা শুনেই নিলয় পিছে ঘুরে নীরাকে দেখে হা হয়ে যায়,,,,
,
নিলয়:::( বাহ্ আমার নীর পাখিটাকে আজ মিষ্টি পাখি লাগছর,,, কিন্তুু এই মেয়েটা আবার কেনো সাজছে হ্যা,,, আমায় দেখছি পাগল না করে ছারবে না,,,, ও এমনিতেই ছোট্টপাখি তার ওপর এমন সাজলে সবাই নজর দিবে না,,,, আবার চুল টাও ছেরে দিছে ,, কেনো সুনি?? কাকে দেখাতে হবে,,, দারাও দেখছি,,)
,
নিলয়ের মা::; কিরে মা কোথাও যাবি??
,
নীরা:;; হ্যা মামুনি কলেজে যাবো,,,
,
নিলয়ের মা:::: খেয়ে নে,আর নিলয় যাবার সময় বৌমাকে কলেজে নামিয়ে দিয়ে যাস্,,,
,
নীরা::::: নাহ্ আমি একাই যেতে পারবো,,,,
,
,
নিলয়:::: আমি জানি পারবেন, বেশি কথা না বলে খেয়ে আসেন, আমি গাড়িতে অপেক্ষা করছি,,,
,
,
বলেই নিলয় বের হয়ে গেলো,,,
,
নীরা :;:( বজ্জাত পোলা,, গুন্ডা একটা,উনি যা বলবে আমার তা শুনতে হবে,, কেনো রে কে তুই,,,, আমার বর??? নাহ্ কি বলছি আমি এসব ম ও তো আমার বর ই,,,, নাহ্ নীরা তুই পাবনার টিকিট কাট,অল্প কিছুদিন এর মধ্যে তোরে পাবনা যাইতে হবে,,,,))
,
নিলয়ের মা::: কি রে মা কি ভাবছিস এতো,,,,,
,
নীরা::: নাহ্ কিছুনা,,, মুনিরা আপুকে দেখছিনা???
,
নিলয়ের মা:;;; সকালে উঠে ব্যাগ পত্র নিয়ে চলে গেলো,, তোরা ঘুমিয়ে ছিলি তাই কিছু বলেনি,,, পরে ফোন করবে,,,
,
নীরা:;;:; বাহ্ তাই নাকি? হঠাৎ চলে গেলো,,,,,
,
নিলয়ের মা::: আপদ বিদায় হইছে,,, ওর কথা আর ভাবতে হবে না,,
,
নীরা:::( মামুনি তুমি বুজছো না,,, ওযে কি তা আমি ভালোভাবেই বুজেছি,,, কিজে করবে ও) আচ্ছা আমি আসছি,,
,
নিলয়ের মা::;; দেখে শুনে যাস মা,,,,
,
নীরা :::; হুম মামুনি বাই,,,
,
নীরা বের হয়ে দেখে নিলয় গাড়ির সাথে হেলান দিয়ে দাড়িয়ে থেকে ফোনে গেমস্ খেলছে,,,,
,
নীরা:::( নাহ্ আমার গুন্ডা টাকে তো আজ হেব্বি লাগছে দেখতে,,, একদম চাকাচাক, আবার ক্রাস খাইলাম,,, কিন্তুু এভাবে আমি যেমন তাকিয়ে আছি তাইলে বাহিরের সব মেয়েও তাকিয়ে থাকবে,,,, নাহ্ এটা হতে দেওয়া যাবে না, কিছু একটা করতে হবে,,, ভাব নীরা ভাব,,,,) আহ্ কে আছো আমায় বাচাও পরে গেলাম গো,,,,,
,
নীরার কথা শুনে নিলয় তাকিয়ে দেখে নীরা মাটিতে পরে আছে নিলয় ধরফর করে নীরাকে তুলতে গেলো আর নীরা দুহাত ভর্তি মাটি নিয়ে নিলয়ের শার্টে মাখিয়ে দিলো,
,
নিলয়:::; নীর পাখি এটা কি করলে???
,
নীরা:::: বাজে দেখাচ্ছিলো,,, যান চেন্জ করে আসেন।,
,
নিলয়::;; কিন্তুু তুমি তো,,
,
নীরা::;; আমার হাত পা আছে পড়ে গেলে উঠতে পারি,,, আপনি জলদি যান আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে,,,
,
নিলয় কিছুই বুঝলনা ওর সাথে কি ঘটে গেলো,,, ও বাড়ির মধ্যে ঢুকে গেলো চেন্জ করার জন্য,,,,
,
নীরা :::; কি বাবাজি আমায় আটকে রেখে আসছিলে না এটা তার শাস্তি,,, হ্ চিনো আমায় ব্যাটা বজ্জাত,,,,
,
একটু পর নিলয় বের হয় চেন্জ করে,,, নিলয়কে দেখে নীরা হা হয়ে যায়,,, কারন ওর এবারের ড্রেসাপ আগের চেয়ে আরো জটিল,,, হোয়াইট টি-শার্ট বুক বরাবর কাটা, বুকের লোম গুলো হালকা দেখা যাচ্ছে,,,, হোয়াইট প্যান্ট, চোখে সানগ্লাস,,,
,
নীরা:::( এটা কি হলো,,, নিজরর কপাল নিজেই চাপরাচ্ছে,,, এটা কি করলাম,,, এর থেকে আগে একটু কম সুন্দর দেখাচ্ছিলো,,,)
,
নিলয়:::: জান পাখি এখন কেমন লাগছে???
,
নীরা::; খুবই বাজে,,,,
,
নিলয়':::: নীর মিথ্যা কথা একদম বলবানা, আমি জানি আমায় খুব সুন্দর দেখাচ্ছে,,,,না হলে তুমি এমন করে তাকিয়ে থাকতে না,,,
,
নিলয়ের কথা শুনেই নীরা অন্য দিকে তাকালো,,,
,
নীরা ::: ( কি যে করিস না তুই নীরা , এভাবে তাকিয়ে থাকার কি আছে? কি ভাবলো ও,,,)
,
নিলয়:::: জান পাখিটা আমি কিচ্ছু মনে করিনি,,,, জানো,,,
,
বলেই নিলয় নীরার সামনে এসে দাড়ায়,,
,
নিলয়'::: এটা দিয়ে চুল গুলো বেধে নাও,,,
,
নীরা:::: চুলের কাটা আবার আনলেন কেনো? দেখছেন না আমার চুল ভেজা,,, পানি পরছে চুল থেকে?
,
নিলয়' ;;: এ জন্যই চুল বাধতে বলছি,,, কারন এ সৌন্দর্য দেখার অধিকার শুধু আমার বাহিরের কারো না,,,, তারাতারি চুল বেধে গাড়িতে ওঠো,,,,
,
নীরা:::( আজব তো চুল থেকে পানি পরার মধ্যে আবার কিসের সৌন্দর্য লুকিয়ে আছে)
,
নীরা চুল বাধছে আর নিলয় এক পা দু পা করে একদম নীরার গা ঘেসে দাড়ালো,,, তারপর নীরা গালো দুহাত রেখে নীরার মুখ উচু করে কিস করতে যাবে ঠিক তখনই নীরা নিলয়ের পায়ে জোরে পা দিয়ে গুতা মারে,,,
,
নিলয়';::;;; আল্লাহ্ গো,,,,,,, এটা কি করলে নীর,,, আহ্
,
নীরা :::: কেনো বাধা দিলাম,,,, আপনি তো একটু,আগে বললেন আপনি যখন আমার কাছে আসবেন তখন যেনো আপনাকে বাধা দেই, তাই আর কি,,,, চলেন চলেন,,,
,
বলেই নীরা গাড়িতে উঠে গেলো,,,,
,
নিলয়'::;; এ কেমন মেয়ে রে বাবা,,, আমার কথায় আমাকেই ফাসালো,,,,
,বলেই নিলয় গাড়িতে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পরে,,, নীরাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়, আর বলে যায় অফিস থেকে ফেরার পথে নীরাকে নিয়ে যাবে,,,
,
নীরার অনেকদিন পরে আজ কলেজে এসে খুব ভালো লাগলো,,, কিন্তুু ওর খারাপ একটাতেই লাগলো আশিক ওর সাথে কথা বলছে না,,, অনেক চেষ্টা করলো আশিকের সাথে কথা বলার কিন্তুু আশিক কথাই বলো না,,, কলেজ শেষ হবার পর নীরা আশিক এর হাত ধরে টানতে টানতে ক্যাম্পাসে নিয়ে গেলো,,,, ওখানে গিয়ে নীরার চোখ চরকগাছ,কারন ওখানে গিয়ে দেখে নিলয় ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে,,,, আর নিলয়কে ঘিরে কিছু মেয়েও বসে আছে,,, একটা মেয়ে আবার নিলয়ের গা ঘেসে বসে আছে,,,, আর নিলয়ের সাথে সবাই খুব হাসি তামাসা করছে,,,, নীরার এসব কান্ড দেখে মনেই নাই ও আশিকের হাত ধরে আছে,,,,
,
আশিক:::: আহ্ নীরা কি করছিস আমার হাতে লাগছে তো,,,,
,
নীরা আশিকের হাত ছেরে দিয়ে কলেজ থেকে বেরিয়ে আসে,,, নিলয়কে কিছু না বলে,,,,
,
continue,,,,
,,
,
♥♥অদ্ভুত_ভালোবাসা♥♥
পর্ব:-২০
----অন্না
,
নীরা আশিকের হাত ছেরে দিয়ে কলেজ থেকে বেরিয়ে আসে,,, নিলয়কে কিছু না বলে,,,,নীরার এ রকম ব্যবহারে আশিক তো আরো রেগে যায়,,,, সেও কলেজ থেকে বেরিয়ে আসে,,, আশিক বাহিরে এসে দেখে নীরা কারো বাইক এ উঠে বসে নখ কামরাচ্ছে,,,,
,
আশিক::::: কার বাইক এটা???
,
নীরা:::: জানিনা,,,,,,
,
আশিক:::: জানিস না মানে? তো এভাবে বসে আছিস কেনো???
,
নীরা:::: আমার মন চাইছে তাই,,,,
,
আশিক:::: নিজেকে কি ভাবিস হ্যা সব তোর কথা মতো চলবে? সেদিনের পর থেকে নো কল, নো খবর,, আমার কল টাও তুই রিসিভ করিস না,,, কেনো? ওই নিলয়ের ভয়ে??? তোকে আমি আগেও বলছি আর এখনও বলছি,, আমি মরতে ভয় পাই না, কিন্তুু তোকে ছারতে পারবো না, কিন্তুু তুই কি করলি,,,,, তোর সাথে আমার কোনো কথা নাই,,,,,
,
নীরার কানে কেনো কথাই যাচ্ছে না,,,, ওর চোখে নিলয়ের ওই বন্ধুদের সাথে গল্প বলার দৃশ্য ঘুরপাক খাচ্ছে,,,,
,
আশিক;;;:; কি রে কথা কানে যাচ্ছে না ,,,
,
এর মধ্য নিলয় ওর বন্ধুদের সাথে বের হয়ে আসে,,,, আর আশিক নীরার ওপর রাগ করে চলে যাবার জন্য বাইক স্টার্ট দিতে থাকে,,, আর নীরা নিলয়কে দেখে তারাতারি বাইক থেকে নেমে আশিকের বাইকে উঠে পরে,,,, এটা দেখে তো নিলয় পুরাই আগুন হয়ে যায় নীরা আর নিলয়ের চোখাচোখি হতেই নীরা নিলয়কে মুখ ভেঙ্চি দেখায়, তারপর আশিকের কাধে হাত দিয়ে চলে যায় ,,,,
,
নিলয়::::( আজ আসো বাসায় তোমার বাইকে উঠার সখ আমি বের করছি,,,)
,
নীরা:::: আশিক আমায় এখানে নামিয়ে দে,,,
,
আশিক::: এটা কার বাসা, এটা তো তোর বাসা না,,,
,
নীরা:::: কাজিন এর,,, তুই বেশি কথা না বলে আমাকে নামিয়ে দে তো,,,
,
আশিক নীরাকে নামিয়ে দিয়ে চলে গেলো,,,
,
আর এদিকে নীরা বাসার সামনে এসে ভাবছে বাসার মধে ঢুকবে কি ঢুকবেনা,,, কারন নিলয়তো আজ ওরে চিবিয়েই খেয়ে নিবে,,, আর নিলয় ঘরে বসে থেকে নীরার জন্য অপেক্ষা করছে,,,,
,
নিলয়'::::: এত্ত বড় সাহস তোমার আমার কথার অমান্য করো ,,, এতো সাহস পাও কই,, আজ আসো বাসায় দেখাচ্ছি তোমার,,,
,
নীরা কি করবে বুঝতেই পারছে না,,,
,
নীরা:::: আল্লাহ্ বাচাও আমায়,কেনো যে তখন রাগের মাথায় আশিক এর বাইকে উঠতে গেলাম,, আমার তো মনেই ছিলো না ঘুরে তো ওর কাছেই আসতে হবে,,,,, কি করি,,,,, নীরা তুই এতো ভয় পাচ্ছিস কেন,,, ওই মুনিরা শাকচুন্নি যখন ওর গায়ের সাথে চিপকে থাকছে তখন তো তুই কিছু বলিস নাই, আর আজ এত্ত মেয়েদের সাথে বসে কিসের এতো কথা হ্যা আমি তো কিছু বলিনা,,, হ্,,,, রাক্ষস আমার বেলায় যত সব নাকি,,,,, কিন্তুু রাক্ষস টা যদি সত্তি সত্তি আমায় খেয়ে ফেলে,,,, না বাবা আমি বাসায় যাবো না তার থেকে বরং,বাগানে দোলনায় গিয়ে বসে থাকি কিছুক্ষণ ,,,
,
নীরা বাগানে দোলনায় গিয়ে বসে পরে,,, আর নিলয় নীরার জন্য ওয়েট করতে করতে হাপিয়ে ওঠে কিন্তুু নীরার দেখা না পেয়ে ওর রাগ বেরে যায়,, ও ভাবে নীরা হয়তো আশিকের সাথেই আছে,,,, নীলয় বাসা থেকে বেরিয়ে গেলো ,,,,, আশিক কে খুজে পেলো বন্ধুদের সাথে আড্ডা দিতে কিন্তুু নীরাকে পেলো না আশিক বিঝলো নীরা আশিকের সাথে নাই,,,,
,নিলয় এবার টেনশনে পরে গেলো,,, কি করবে বুঝতে পারলো না,,, নীরার বাসায় চলে গেলো,,
,
নীরার মা:::: কাকে চাই?
,
নিলয়::::: আন্টি নীরা,,,,,,
,
নীরার মা:::::: ওই মেয়ের কথা একদম আমার সামনে বলবে না,,, আমাদের মেয়ে মরে গেছে,, আর তুমি কোন সাহসে এখানে এসেছো? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে,,,,
,
আর শোনো ওই মেয়েকে বলে দিবে আমরা মরে গেলেও যেনো আমায় দেখতে না আসে,,,,, ওই মেয়ে বেচে থাকার চেয়ে মরে যাওয়া,,,
,
নিলয়::::ব্যস আন্টি অনেক বলছেন আর না,,,,
,
বলেই নিলয় বাসা থেকে বেরিয়ে আসে,,, নিলয় এবার টেনশনে কান্না করে দেয়,,,,,
,
নিলয় বাসায় ফিরে ওর মা এর কবর এর কাছে গিয়ে মাটিতে ধপ করে বসে পরে,,, তারপর দোলনার দিকে তাকাতেই দেখে নীরা দোলনায় গুটিশুটি মেরে ঘুমিয়ে আছে,,,,নীরাকে ওভাবে শুয়ে থাকতে দেখে নিলয়ের রাগ নিমেশেই মাটি হয়ে গেলো,,,,, নীরার কাছে উঠে গিয়ে নীরার কপালে আলতো করে চুমু খেলে নীরাকে আলগোছে কোলে তুলে নিয়ে বুকের সাথে জাপটে ধরে বাসার মধ্যে নিয়ে আসে,,,,,,,,
,
তিশা :;::ভাবির কি হয়েছে???
,
নিলয়:::: চুপ্
,
তিশা :::: ঠিক আছে ( ফিসফিসিয়ে)
,
নিলয় বেডরুমে এসে বিছানায় নীরাকে শুইয়ে দিতে লাগলে নীরা ঘুমের মধ্যে নিলয়কে দুহাতে নিলয়কে জরিয়ে ধরলো,,,,,, নিলয় নীরাকে বুকের মধ্যে জরিয়ে নিয়ে বিছানায় আধোশোয়া হয়ে বসে থাকলো,,,,
,
এদিতে নিলয়ের মা খাবার জন্য ওদের ডাকতে আসলে ওদের ওভাবে ঘুমাতে দেখে মুচকি হেসে চলে গেলো,,,
,
নীরার ঘুম ভাঙতে দেখে সে নিলয়ের বুকে,,, বুঝতে পারলো না সে এখানে কেমন করে,, নীরা উঠতে গিয়েও উঠলো না,,, নিলয়কে আবার জরিয়ে ধরে ওর বুকে মাথা পেতে শুয়ে পরে,,,নীরা চুপচাপ শুয়ে নিলয়ের বুকের হৃদস্পন্দন শুনতে থাকে,,,,,,,
,
,
. নিলয়ের ঘুম ভেঙে দেখে নীরা এখনও ঘুমাচ্ছে ,, নিলয় নীরার চুলের মধ্যে আঙুল দিয়ে বিলি কাটতে থাকে,,,,,
,
নিলয়:::: নীর পাখি তুমি আমার ভালোবাসা টা কেনো বুঝনা বলো তো,তুমি ভালো করেই জানো অন্য কোনো ছেলেকে তোমার সাথে দেখলে আমার সহ্য হয়,না,,, আমার রাগ উঠে যায়,,, তারপরও তুমি সে কাজটাই বেশি করে করো,,,,
,
নীরা চুপচাপ ঘুমের ভান করে নিলয়ের কথা গুলো শুনছে,,,,
,
নিলয়:::: নীরু তুমি আজ আমায় খুব কষ্ট দিছো,,, আমার সামনে তুমি অন্য কারো বাইকে চরে তার কাধে হাত দিয়ে বেরিয়ে এলে,,,, I love you jan pakhi,,, I just love you,,,,, তুমি খুব কষ্ট দিছো আমায় খুব,,,,
,
নীরা এ কথা শোনার সাথে সাথে ধুম করে উঠে নিলয়েরর কোলে বসে পরে,,,,,
,
নীরা:::: তাই না? আপনার খুব কষ্ট হয়? আমি কিছু করলেই দোষ,,, আর আপনি?? আপনি কেনো আজ কলেজে ওই পেত্নীগুলোর সাথে হেসে হেসে কথা বলছিলেন হ্যা???
,
নিলয়'::::: কোন পেত্নী???
,
নীরা:::: কেনো কলেজ ক্যাম্পাসে???
,
নিলয়::: ওরা তো আমার কলেজ লাইফ এর বান্ধবী ছিলো, আজ অনেকদিন পর দেখা তাই,,,,,
,
নীরা::::: তাই কি হ্যা,,, তাই কি??? হেসে হেসে সবাইকে নিজের দাত দেখাতে হবে? অসহ্য লোক একটা,,,,
,
নিলয়:::: এক মিনিট, এক মিনিট তোমার এতো গায়ে বাধছে কেনো তুমি তো আর আমায় ভালোবাসো না,,,,
,
কথাটা বলেই নিলয় নীরাকে কোল থেকে নামিয়ে দাড়িয়ে পরে,,,, নীরা কি বলবে বুঝতে পারছে না, ও যে গায়ে বাধবেই, কারন ও যে নিলয়কে ভালোবাসে,,, কিন্তুু কিছুতেই তা স্বীকার করবে না,,,,, তাই চিৎকার করে উঠে,,,,,
,
নীরা::::: আপনি আমার কোল থেকে নামিয়ে দিলেন কেনো???
,
নিলয়::: মানে আমার কোল আমার ইচ্ছা,,,
,
নীরা::: কিসের ইচ্ছা হ্যা কিসের ইচ্ছা আমায় এক্ষুনি কোলে নিবেন,,, নয়তো,,,,,, নয়তো,,,
,
নিলয়:::: নয়তো কি???
,
নীরা::: নয়তো আমি,,,,, থাক কিছুনা,,, নিতে হবেনা আমায়, আমার ওয়েট অনেক তো,,, আর আপনি আপনার মুনিকে কোলে নিন গিয়ে,,,, আপনার কোলে ওঠার অনেক মেয়ে আছে আমায় নিতে হবে না,,,, আমাকে নিতে আপনার কষ্ট হবে,,,,
,
নিলয় কিছু বলতে যাবে তার আগেই নিলয়ের মা রুমে চলে আসে, ,,
,
নিলয়ের মা:::: কিরে তোরা খাবিনা সন্ধ্যা লাগতে এলো যে ,,,
,
নীরা কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেলো,,,,
,
নিলয়:::::চলো আসছি,,,,
,
খাবার টেবিলের এক পাশে নীরা অন্য পাশে নিলয়,,, নীরা হালকা কিছু খেয়েই চলে এলো,,, নিলয় খাওয়া শেষে রুমে বসে ভাবছে,,,
,
নিলয়:::: এই মেয়ে কিসের মধ্যে কি এনে রাগ করলো,,,, ভেবেছিলাম খুব ঠান্ডা একটা মেয়ে,,, কিন্তুু এ তো দেখছি পুরাই উল্টো,,, কোনো ভাবেই ওকে বুঝে উঠতে পারছি না,,, ও কেনো এই সব নিয়ে উল্টা বুঝছে আমায়,,,, আমি যে ওকে কতো ভালোবাসি সেটা বুঝেনা আর যত সব,,,,,,,, গেলো কই রাত আট টা বাজে,,,
,
নিলয় সারা বাড়ি খুজেও নীরাকে পেলো না,,,, পর। তিশার রুমে গেলো,,,
,
নিলয়:::: কি রে কি করছিস???
,
তিশা::: ভাবি মামুনির সাধে পাশের বাসার আন্টির বাসায় গেছে
,
নিলয়: আমি কি নীরার কথা তোর কাছে শুনতে চাইছি???
,
তিশা:::: তা নয়তো কি? আমি বুঝিনা???
,
নিলয় তিশার মাথায় চাপ্টি মেরে নিজের ঘরে চলে আসলো,,,
,
ও বাহিরে গেলো আমায় বলে গেলো না কেনো??? এত্ত রাগ কিসের হয় ওর আমার ওপর,,, ইসসসস্ তখন যে কেনো আমি ওকে কোল থেকে নামালাম।।।না হলে তো আমার নীর পাখি এত্ত রাগ করতো না,,, এখন কি করি,,, পাখিটার রাগ বেরে যাবে,,, কিন্তুু ও এখনো আসছে না কেনো?...
,
নিলয় ওয়েট করতে করতে ঘুমিয়ে পরলো,, তিশা খাবার জন্য ডাকলে ও খাবে না বলে দিলো,,,, মাঝ রাত। ঘুম ভেঙে দেখে নীরা এখনও আসেনি,,, আবার উঠে নীরাকে খুজতে লাগলো,,, ড্রয়িং রুমে গিয়ে দেখে নীরা সোফায় ঘুমুচ্ছে,,,
,
নিলয় নীরাকে হালকা ডাক দিলো,,, নীরার কোনো সারা না পেয়ে আবার কোলে তুলে নিলো,,, রুমে এসে বিছানায় শুইয়ে দিলো,,, নিলয় লক্ষ করলো নীরার হাতের আঙুলের নখ এর কাছে রক্ত জমাট বেধে আছে,,,, নীরা নখ কামড়িয়ে এ অবস্থা করছে,,,, নিলয়এটা দেখে খুব রেগে গেলো,,,, মেডিসিন এনে লাগিয়ে দিলো আঙুলে,,,,,
,
নিলয়:::: এই মেয়েটা আমায় এত কষ্ট দেয় কেনো??? নখ কি খাবার জিনিস নাকি বুঝি না,,, মনে হচ্ছে থাপ্পরিয়ে দাত গুলো ফেলে দেই,,,,
,
নীরা:::::(ঘুমের ঘোরে) তুমি আমায় ভালোই বাসোনা,,,,,, তাই তো কোলে নিলে না,,,
,
নিলয় নীরার কথা কথা শুনে নীরা,নীরা,বলে ডাক দিলো কিন্তুু নীরা ঘুমে বেঘোর,,
,
নিলয়:::: পাখিটা চুপচাপ ঘুমাতেও পারে না,,, ঘুমের ঘোরেও,,,, আমি তোমায় অনেক ভালোবাসি নীর,,, কবে যে বুঝবা তুমি,,,, আর তুমিও যে আমায় ভালোবাসো আমি ঠিক বুজেছি,,,, দেখি কবে তুমি আমায় আপন করে নাও,,,, তোমাকে আমি আমার বুকের মধ্যে আগলে রাখবো ছোট্ট পাখি,,,
,,
বলেই নিলয় নীরাকে বুকের মধ্যে জরিয়ে ধরে ঘুমিয়ে পরে,,,
,
পরদিন সকালে নিলয় তারাতারি উঠে ফ্রেস হয়ে নাস্তা করে অফিসে চলে যায়,, নীরা উঠে নিজেকে বিছানায় দেখে,ওর বুঝতে কষ্ট হয়না যে নিলয় ওকে নিয়ে এসেছে,,, নীরা উঠে ফ্রেস হয়ে এসে বিছানায় বসে ফোনটা হাতে নিয়ে দেখে নিলয়ের ম্যাসেজ,,,
,
ghum theke uthco? ready hoiye nasta koro, driver k bole rakhci uni college a namiye dibe, abr college ses hole niye asbe, ar moddhe jeno onno kicu na hoy,,,,,
,
ম্যাসেজ টা পরে নীরা নিলয়ের চৌদ্দগুষ্ঠি উদ্ধার করতে লাগে,,,
,
নীরা:::: বজ্জাত ছেলে তোর কি শুনি আমি যাই করি,, শুনবোনা আমি তোর কথা,,,, কি করবি তুই?? গুন্ডা, বনমানুষ,,, আমি সব ছেলের কোলে গিয়ে বসে থাকবো, তোর কি? তুই আমার কোন কথা শুনিস হ্যা,যত্তসব,,, হ্
,
নীরা কলেজে ঢুকতেই আশিকের সাথে দেখা,,,, ,
,
আশিক::::: এতক্ষনে মহারানির আসার সময় হলো,,, আমি সেই কখন থেকে দারিয়ে আছি,
,
নীরা:::: কি হয়েছে?
,
আশিক:;;; তোর সাথে আমার কিছু কথা আছে,,,
,
#continue.........♥♥♥

1 comment :

  1. আরো নতুন নতুন Golpo, কবিতা, জোকস পড়তে ভিজিট করুন
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete