(রহস্য)
পর্ব-০১
লেখক:-স্বপ্নীল শুভ্র।
আজকে আশিকের কলজে লাইফের প্রথম দিন,
তাই একটু তারাতারি রেডি হয়ে আশিক কলেজের দিকে রওয়ানা দেয়__________
কলেজে পৌছে, আস্তে আস্তে সে তার ক্লাসে গিয়ে, একেবারে লাষ্ট বেঞ্চে বসল।
এখানে যারা আছে তারা সবাই,
তেমন কাউকেই আশিক চিনে না,
এমন সময় ক্লাসে সার আসলো,
সবাই সার কে দাড়িয়ে সালাম দিলো।
সার প্রথমে সবাই কে দাড়িয়ে নিজ নিজ পরিচয় দিতে বললো________
সবাই দাড়িয়ে একে একে পরিচয় টা দিয়েছে।
সার এখন কলেজ সমন্ধে বলছে,
যে এখানে প্রতি সপ্তাহে ক্লাস টেষ্ট,প্রতি মাসে টিউটিরিয়াল পরিক্ষা হবে,বিভিন্ন ধরনের অনষ্ঠান হবে,,,,,,,,
আমি চাই তোমরা এখন থেকে এগুলোর প্রস্তুতি নিবে।
আশিকের সাথে একই ক্লাসে ভর্তি হয়েছে মিম।
মিম তার বাবার একমাত্র আদরের মেয়ে,
মিম দেখতেও খুব সুন্দরি,
পড়াশোনায় ও খুব ভালো,এসএসসি তে সে সাইন্স থেকে গোল্ডেন পেয়েছে।
আর বাবার টাকা থাকার কারনে সে গাড়ি নিয়েই কলেজে এসেছে,,,,,,
সার এক সময় মিম কে দাড় করিয়ে,
সবাইকে বলল,ও হচ্ছে আমাদের কলেজের ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান এর মেয়ে আর ওর রেজাল্টও খুব ভালো।
তাই ও আজকে থেকে তোমাদের ক্লাস ক্যাপ্টেন।
কিছুক্ষন পর সার চলে গেল,
সবাই আস্তে আস্তে মিমের সাথে পরিচিত হচ্ছে,একে একে সবাই পরিচিত হলো শুধু একটা ছেলে বাদে।
মিম খুব ভালো করেই খেয়াল করলো,
যে ছেলেটা একদম নিচের দিকে চোখ দিয়ে তাকিয়ে রয়েছে।
ক্লাসে এতো আওয়াজ হচ্ছে যেন তার কানেই যাচ্ছে না,
এটা দেখে মিম খুব অবাক হলো,,,,,,,,
মিম ভালোবাবে চেয়ে দেখলো,
ছেলেটা একদম ক্ষেত,মাথায় চুল গুলো সরিষার তেলে চুবানো,হাতে একটা পুরানো দিনের ঘড়ি,
পরনে পুরানো একটা শার্ট,আর অনেক ঢিলা একটা প্যান্ট।
এরপর মিম সবাইকে বললো,আমরা আজকে আর ক্লাস করবো না।
এটা শুনে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে ক্লাস থেকে
মিম ও চলে যায়।
এদিকে আশিক ক্লাস থেকে বের হয়ে,
অফিস রুমের দিকে যায়,
অফিস রুমে গিয়ে সে একটা সারের সাথে কথা বলে,
কলেজে হোষ্টেলের রুমে একটা সিট এর ব্যাবস্থা করে চলে যায় বাসায়।
পরের দিন আশিক তার বাসা থেকে সবকিছু গুছিয়ে নিয়ে,কলেজের হোষ্টেলে চলে আসে।
পরের দিন আশিক কলেজে যায়,কোনো কারনে একটু দেরি হয়ে যায়।
আশিক বলল সার আসতে পারি?
সার বললো তুমি?
তুমি তো আজকে কলেজের হোষ্টেলল থেকে আছসো,,,,
তার পরও লেট!!!
সার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছো,
হোষ্টেলে থেকেও ক্লাস মিস করো,
সার বললো,পুরো ক্লাস এ দাড়িয়ে থাকবা!
আশিক ক্লাসের পেছনের বেঞ্চে গিয়ে দাড়িয়ে রইলো।
এমন সময় সার আশিক কে একটা প্রশ্ন করলো,
বলোতো আমি কি বুঝালাম,
আশিক চুপ করে আছে।
ক্লাস থাকলে মনেযোগ দিয়ে ক্লাস করতে হবে।
নইলে কলেজে আসার কোন দরকার নাই!
আশিক চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে,
সার যে তাকে এতো কথা বলছে,
এতে তার কোনো প্রতিকিয়াই নাই!!!
মিম খেয়াল করলো ছেলেটা আসলেই অন্যরকম।
কিছুক্ষন পর মিমকে একটা ছেলে কাগজ দিয়ে পেছন থেকে ঢিল মারে,
মিম পেছনে চেয়ে দেখে,
আশিক নিচের দিকে তাকিয়ে আছে।
মিম মনে করলো,
আশিক ওকে ঢিল মারছে!!!
মিম ছিট থেকে উঠে গিয়ে আশিক কে,
ঠাসসসসসস!!!!
ঠাসসসসসসসসসস!!!!!!
এই তোর সাহস হলো কি করে আমায় টিজ করার!
তুই আমায় চিনিস!!!!
আর কোন দিন যদি এরোকম কোনো আচরন করিস তাহলে তোকে এই কলেজ থেকে বের করে দেব!!!!!!
মনে রাখিস কথাটা,
মাইন্ড ইট!!!!!!
আজকের মতো শেষ___
Friday, October 19, 2018
ভালোবাসার গল্প - রহস্য পর্ব 1
Subscribe to:
Post Comments
(
Atom
)


No comments :
Post a Comment