#ভাবনার_গহীনে
writer :Afroja
Part 02 :
ইনিই হলেন মিষ্টার আফরাজ হুসেইন । যেমন হ্যান্ডসাম তেমনি ট্যালেন্টেড তেমনি একজন ভালো মনের মানুষ । স্যার একজন অত্যন্ত ভালো মানের একজন উকিলও বটে । কোথাও যান না , তবে যেইদিকেই যাবেন সেইখানে যদি কোন মেয়ে থাকে মেয়েরা একবার হলেও তার দিকে তাকাবে । তার সেই ভূবন ভুলানো হাসিই যথেষ্ট একটা মেয়েকে কাত করানোর জন্য ।
↓
_not bad , really he is a nice guy , সবাই তাহলে ঠিকই বলে , তার মানে আজকে এনাকে আমায় বেস পরাতে হবে । ততটাও তো বুড়ো নয় শুধু শুধু আজেবাজে বললাম লোক টাকে (রূপ)
_কিরে কি দেখছিস এমন ড্যাব ড্যাব করে (মিরা)
_কই কি দেখলাম আবার , দেখছিলাম উনাকেই , খারাপ না যত টা ভেবেছিলাম , ভালোই মনে হচ্ছে (রূপ)
_ভালোই না খুব ভালো (মিরা)
_হুম (রূপ)
↓
মাইকে এনাউন্স হচ্ছে ,
এখন চিফ গেষ্ট কে বেস পরানোর পালা ।
আমাদের আজকের প্রধান অতিথি কে বেস ও ফুলের মালা দিয়ে বরণ করে নেবে আমাদের কলেজের কৃতি ছাত্রী শাহরীন ফেরদৌস রুপাঞ্জনা ,,,,,,,,
↓
রূপ ধীর পায়ে stage এর সামনে এগিয়ে যাচ্ছে , একটু ভয় ভয় করছিল কিন্ত সে নিজেকে সামলে নিয়েছে , আফরাজ এর বুকে বেস লাগাচ্ছে রূপ । কিন্তু বেচারি যা ভেবেছিল তার উল্টো টা হয়ে গেলো , উনি তো রূপ এর দিকে তাকালেনই না , রূপ বেস পরাচ্ছেন আর উনি অন্য দিকে তাকিয়ে আছেন মোবাইল টিপছেন ,
↓
_আজব লোক তো , এতো সুন্দরী একটা মেয়ে তাকে বেস পরাচ্ছে আর তিনি অন্য দিকে তাকিয়ে আছেন , একবার ও এদিকে তাকালেন না , পারফিউম টা কিন্তু জটিল লাগিয়েছেন , পাগল করার মতন একটা স্মেল । দেখতেও খারাপ না । কিন্তু অনেক মুড দেখাচ্ছে {মনে মনে } (রূপ)
_রূপ তারাতারি করো , স্যার কতক্ষন দাঁড়িয়ে থাকবেন (ম্যাম)
_জ্বি ম্যাম , হয়ে গেছে (রূপ)
↓
তারপর যথারীতি অনুষ্ঠান শুরু হয়ে গেছে , সবাই একে একে ভাষণ দিচ্ছে , তারপর আফরাজ সাহেব কে বলা হলো কিছু বলার জন্য , তখন তিনি stage এ দাঁড়িয়ে তার বক্তব্য রাখাছেন আর চারিদিকের মেয়েরা তাকে গিলে খাচ্ছে মনে হচ্ছে,,,, হা হা হা । আর রূপ রাগে জ্বলছে , তার রাগের কারন হলো এই লোক টা মানে আফরাজ হুসেইন কেন তার দিকে তাকালো না ।
↓
_নিজেকে কি মনে করে উনি , হ্যা , আমি কি দেখতে এতো টাই খারাপ নাকি , যে আমার দিকে তাকানো যায় না , আমার দিকে একবার তাকালে কি হতো (রূপ)
_কিরে কি এতো বক বক করিস (মিরা)
_এই লোকের এতো মুড কেন রে (রূপ)
_কেন কি করেছে (মিরা)
_দেখলি না বেস পরানোর সময় কেমন করে আরেক দিকে তাকিয়ে মোবাইল টিপছিলো , আমার দিকে একবার তাকালে কি হতো এমন (রূপ)
_উনি এমনই , মেয়েদের দিকে একটু কমই তাকান (মিরা)
_এই জন্যই তো বিয়ে হয় নাই বেটার (রূপ)
_বিয়ে হয় নাই না , উল্টো উনিই বিয়ে করেন নাই এখনো (মিরা)
_ওই একই হলো , মেয়েরা পছন্দ করে না , তাই উনিও বিয়ে করে না (রূপ)
_মেয়েরা বিয়ে তো দূরে থাক তার সাথে একবার বিছানায় যেতেও মুখিয়ে থাকে কিন্তু এই আল্লাহর বান্দা কিছুই পরোয়া করেন না (মিরা)
_হইছে হইছে আর এতো গুন কিত্বন করতে হবে না (রূপ)
_তা তোর উনি কই , এখনো যে এলেন না ? (মিরা)
_কি জানি , আসলো না কেন কে জানে (রূপ)
_আচ্ছা বাদ দে , অনুষ্ঠান দেখ (মিরা)
_হুম (রূপ)
↓
↓
অনুষ্ঠান প্রায় শেষের দিকে এখন আফরাজ চলে যাবে ,,, সব স্যার ম্যাডামদের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলেন ,
↓
কি ভাবছেন এইখানেই রূপ আর আফরাজের ঘটনার ইতি টেনেছে , আরে নাহ ,,, বিধাতার বিধান কি কেউ খন্ডাতে পারে , কি হলো এরপরে , নিচে তাকান সবাই
↓
↓
_আরে আরে উনি তো উনার মোবাইল টা ফেলে চলে গেলেন , মোবাইল চালায় ২/৩ টা অথচ খেয়াল নেই (রূপ)
↓
তারপর রূপ মোবাইল নিয়ে দিল এক ভো দৌড় , কিন্তু লাভ হলো না , জনাব তো গাড়ি নিয়ে চলে গেলেন
↓
_যাহ চলে গেলো , থাক পরে সময় করে কল করে মোবাইল টা দিয়ে দিবো , এখন অফ করে রাখি
এখন রাফাত কে একটা কল করি বজ্জাত টা আসলো না কেন ? (রূপ)
↓
_হ্যালো (রূপ)
_হ্যালো জানু (রাফাত)
_জানু ফানু বলবা না (রূপ)
_ কেন গো (রাফাত)
_আজকে আসলা না কেন (রূপ)
_আসলে আজকে কাজ ছিল তাই আর আসতে পারি নি (রাফাত)
_একবার বলতে তো পারতে তাই না (রূপ)
_সরি বেবি , ভুল হয়ে গেছে আর হবে না (রাফাত)
_হুম মনে যেনো থাকে (রূপ)
_আচ্ছা তাহলে রাখি এখন (রাফাত)
_আচ্ছা , বাই (রূপ)
↓
↓
রাতে খাবার পর রূপ নিজের রুমে পায়চারী করছে ভাবছে মোবাইল টা নিয়ে কি করা যায় , যেই ভাবা সেই কাজ , মোবাইল ওপেন করে নাম্বার খুজে খুজে আফরাজের সেল নাম্বারে ডিরেক্ট কল করে
↓
↓
_হ্যালো (আফরাজ)
_হ্যা...হ্যা....(রূপ)
_কে বলছেন , হ্যা হ্যা করছেন কেন , আর এইটা তো আমার মোবাইল নম্বর , আমার মোবাইল আপনার কাছে কিভাবে গেলো ? (আফরাজ)
_হ্যালো আসসালামুআলাইকুম (রূপ)
_ওয়ালাইকুমআসসালাম , কে বলছেন , আর যেই প্রশ্ন করলাম ওইটার উত্তর করেন (আফরাজ)
_আমি..... আমি..... আমি...... রূপ (রূপ)
_কোন রূপ , কোথাকার রূপ , (আফরাজ)
_আসলে আমার নাম রুপাঞ্জনা , সবাই আমায় রূপ বলে ডাকে (রূপ)
_তো এখন কি করবো আমি , কেন কল করেছেন , আমার মোবাইল টা আপনার কাছে কি করে গেলো আর সারাদিন মোবাইল টা অফ করে রেখেছেন কেন , চোর নাকি আপনি (আফরাজ)
_জ্বি...😱😱😱..... কি বলছেন এইসব , আমি চোর , আজব লোক তো আপনি , কথা বলার সুযোগ না দিয়ে নিজেই বলে যাচ্ছেন , আপনি আপনার মোবাইল টা আজকে কলেজে ফেলে গেছেন , আমি পেয়েছি , ফেরত দিবো বলে কল দিলাম আর আপনি কিনা আমায় চোর টোর বলে ফেললেন (রূপ)
_oh freak..... I am so sorry mam আসলে আমার মোবাইল টা হারিয়ে গিয়েছিল তাই ওটার টেনশনে মাথায় কিছু কাজ করছিল না (আফরাজ)
_আমি আপনার মোবাইল টা খেয়ে ফেলি নি হ্যা , জীবিত আছে আপনার মোবাইল (রূপ)
_ok , thank you so much mam for safe my mobile (আফরাজ)
_শুনুন আমি কোন মেম না ঠিক আছে আমার একটা নাম আছে , আজ কলেজের অনুষ্ঠানে অনেক জোড়ে মাইকেও বলেছিল (রূপ)
_ওহ আচ্ছা তাই নাকি , আমি হয়তো খেয়াল করি নি (আফরাজ)
_আজ কেউ একজন আপনাকে বেস পরিয়ে দিয়েছিল মনে আছে আপনার নাকি সেই টাও খেয়াল করেন নি (রূপ)
_হুম আছে তো , আমি একটু অন্যদিকে ব্যস্ত ছিলাম , এই সুযোগে ওই মেয়েটি আমার পারফিউমের স্মেল টা নিতে ব্যস্ত ছিল , পরে স্যার দের কথায় ওই মেয়ের ঘোর কাটে (আফরাজ)
_আরেররর ব্যাসসসসসসস,,,,,, আসলেই বেটা তো অনেক চালাক , ঠিক ধরে ফেলছে ,উকিল তো , গন্ধ সুকে সব বলতে পারে , রূপ চ্যাপ্টার পালটা {মনে মনে } (রূপ)
_তা চুপ করে গেলেন যে , আমার মোবাইল টা কবে দিচ্ছেন মেম (আফরাজ)
_আজব তো , আপনার মোবাইল আপনি যেইদিন নেন শুধু বলেন কোথায় এসে দিয়ে যেতে হবে (রূপ)
_কাল তো আমার off day , এক কাজ করুন আমার বাসায় এসে দিয়ে যান (আফরাজ)
_সরি , আমি কারো বাসায় যাই না [ হে হে , ভাব কি তুমি একাই নিতে পারো নাকি আফরাজ সাহেব ভাব আমিও ধরতে জানি ]
_ok fine তাহলে , কোথায় দেখা করতে হবে address টা মেসেজ করে দিচ্ছি , কাল যখন আপনার সময় হবে তখন আপনি মোবাইল টা নিয়ে ওই address এ চলে আসবেন , কেমন (আফরাজ)
—আচ্ছা ঠিক আছে , তাহলে আমি বিকাল ৫ টায় চলে আসবো (রূপ)
_good , ok bye (আফরাজ)
_বা........(রূপ)
↓
টুট..টুট...টুট
↓
_কি মুড রে বাপ , লাইন কেটে দেয় । egoistic person (রূপ)
↓
বিকাল ৫ টায় , রূপ রেস্টুরেন্টে বসে আছে প্রায় ১০ মিনিট , কিন্তু আফরাজ সাহেবের কোন খবর নেই , রূপ এর প্রচুর রাগ হচ্ছে ,
↓
↓
_লোক টা কি রে ভাই , এখনো এলো না , সময় জ্ঞান নেই নাকি , এই নাকি ভালো lawyer , অথচ টাইম মেইনটেইন করে না , একটা কল দিয়ে দেখবো নাকি , ধুর এতো ভাবাভাবির কি আছে , দিয়ে দেখি কোথায় আছে , যত্তসব এজখারাপ লোক (রূপ)
↓
_হ্যালো কে (আফরাজ)
_জ্বি আমি , মোবাইল ফেরত কারীনি , এই আপনি কোথায় বলুন তো , ১০ মিনিটের উপরে বসে আছি আর আপনি লাপাত্তা (রূপ)
_ ওহ আপনি , তা এইটা কার নম্বর , আমার মোবাইলের নম্বর তো এইটা না (আফরাজ)
_জানি , এইটা আমার মোবাইল নম্বর আর কল টা আমার মোবাইল থেকে করেছি , এই আপনি তারাতারি আসুন তো (রূপ)
_ok ১০ মিনিটের মধ্যে আসছি , বাই
_বা........
↓
↓
টুট.....টুট.....টুট
↓
_আবার 😡😡😡, আবারো লাইন টা কেটে দিল , এই লোকের কি মাথায় প্রবলেম আছে নাকি , কথা বলার আগেই লাইন কাটে (রূপ)
↓
↓
After 10 minute.........
↓
↓
_Excuse me miss Sharin Ferdous Rupanjana
I am sorry for late (আফরাজ)
_ 😱😱😱😱😱😱😱😱(রূপ)
↓
↓
↓
To be continued....... 😊😊😊😊
Monday, October 15, 2018
ভালোবাসার গল্প - ভাবানার গহীনে পার্ট 2
Subscribe to:
Post Comments
(
Atom
)


আরো নতুন নতুন Golpo পড়তে ভিজিট করুন
ReplyDeletewww.valobasargolpo2.xyz