সত্য কি না জানি না
-
১ ম পর্ব
-
লেখক :- মিনহাজ
-
একদিন হঠাৎ লক্ষ্য করলাম , আমাদের বাসার সামনের উঠোন টায় কে যেনো এসে বসে ঝিমুচ্ছে । ঝিমানোর কারন কি তা জানি না । কে সেই ব্যাক্তি তাও জানি না । ঘরে গিয়ে বাবা কে বললাম ।
- বাবা বাইরে ওটা কে ?
- কে ?
- আসো দেখে যাও ।
বাবা কে নিয়ে বাইরে আসতে আসতে লোকটা গায়েব । তার কোনো খোঁজ নেই ।
- কোথায় কে ?
- এখনই তো দেখলাম ।।
- কেউ তো নেই !
- এইমাত্র ছিল ।
এত তারাতারি কোথাও যাওয়া সম্ভব না । তার পরও বাইরের দিকে দৌড় দিলাম । দৌড়ে অনেক টা চলে এসে ছি কোথাও কেউ নেই । অনেক খোঁজা খোঁজির পরেও তাকে কোথাও দেখতে পেলাম না ।
এটা হয়তো আমার চোখের ভুল নয়তো আমার মনের ভুল । আর নয়তো এটা কোনো অশরীরি ব্যাপার অথবা এখানে যে ছিল সে খুবই চালাক লোক যে এভাবে আমাকে ধোকা দিল ।
সে ঘটনার প্রায় এক মাস হতে চলল আজ বিকেলে খেলাধুলা করতে যাই । পরিকল্পনা ছিল গোল্লাছুট খেলবো । খেলা শেষে বাসায় আসলাম , কল পাড় থেকে হাতমুখ ধুয়ে ঘরের দিকে যাব । এমন সময় সেই লোক টি আবারো !
এবার আর বাবা কে ডাকতে গেলাম না । খুবই কৌতুহল নিয়ে লোক টার কাছে এগিয়ে গেলাম ।
লোক টিকে জিজ্ঞাস করি ,
- কে আপনি ?
- (লোক টি কোনো জবাব দেয় না )
আবারো একই প্রশ্ন করি । এবারে লোকটা খপ করে আমার হাতটি ধরে বসে আমি চিৎকার করতে চাই ।.....
কিন্তু ভাগ্যের কি খেল আমি তখন চিৎকার ও করতে পারি না । একেবারে বোবা হয়ে যাই এবারে লোকটা বলে ,
-আমি যা বলি , তাই করো !
....................(অপেক্ষা করুন)
_______________________________
আগামীকাল পর্ব দুই দেবো পর্ব এক একটু ছোটো করে দিলাম ।
Monday, October 15, 2018
সত্যি কিনা জানি না (ভূতের গল্প) পার্ট 1
Subscribe to:
Post Comments
(
Atom
)


আরো নতুন নতুন Golpo পড়তে ভিজিট করুন
ReplyDeletewww.valobasargolpo2.xyz