Monday, October 15, 2018

সত্যি কি না জানি না (ভূতের গল্প) পার্ট 2

No comments

সত্য কি তা জানি না (রহস্য কর ভৌতিক গল্প)
-
পর্ব ২ ।( পর্ব এক আমার প্রোফাইল থেক পড়ে নেবেন)
-
লেখক:- মিনহাজ
-
যেই লোক টি এতক্ষন ঝিমুচ্ছিল , এখন সে আমায় হুকুম করছে ! আর আমিও বোকার মতো তার কথা মতো কাজ করছি । লোকটা আমাকে তার পেছন পেছন যেতে বলল । আমিও তাই করলাম , তার পেছন পেছন হাটছি । যেন বাতাসের গতিতে খুব জোরে । ব্যাপার গুলো আমার কাছে ভৌতিক মনে হলেও আমি ততটা ভয় পাচ্ছিলাম না । শুধু লোকটার পেছনে যাচ্ছিলাম ।
আমাদের গ্রাম টা দুই ভাগে বিভক্ত একটা হিন্দু পাড়া আরেক টা মুসলিম পাড়া । লোকটার দেখলাম হিন্দু পাড়ায় ঢুকলো আমিও তার পেছনে হিন্দু পাড়ায় ঢুকলাম ।
হিন্দু পাড়ায় এর আগে বেশ কয়েক বার গিয়েছি খেলাড় জন্য । তবে কখনো এমন সন্ধ্যা বেলা যাই নি ।
হিন্দু পাড়ায় আরেক বার গিয়েছিলাম লাশ পোড়ানো দেখতে । সশানে গিয়েছিলাম । আমাদের গ্রামের উপর দিয়ে ছোট খাট একটা নদী বয়ে গেছে । তারই ধারে স্মশান ঘাট । অনেক উৎসুক জনতার মাঝখানে আমিও ছিলাম । দেখতে যে , লাশ কিভাবে পোড়ায় ! অনেক গুলো কাঠের বিছানার উপর লাশ টা সোয়ানো ছিল । এরপর সেখানে দেওয়া হলো আগুন । ধীরে ধীরে জ্বলতে একসময় দাউ দাউ করে জ্বলতে শুরু করলো । আর লাশ টাকে যখন পোড়ানো হচ্ছিল তখন কেমন যেন একটা মড় মড় শব্দ হচ্ছিল । আবার মাঝে মাঝে পটকা ফাটবার ও শব্দ হচ্ছিল । সেরাতে আর ঘুম হয় নি । অনেক ভয়ে ভয়ে ছিলাম । ভৌতিক কিছুই ছিল না , তবুও ভয় পাচ্ছিলাম ।
তবে আজ এমন ভৌতিক ঘটনা আমার সাথেই কেনো হচ্ছে । লোকটা হাটতে সেই স্মশানের ভেতরে গিয়েই ঢুকল আমিও তার পেছনে ঢুকলাম । খুব ভয় পাচ্ছিলাম তখন । চাচ্ছিলাম দৌড়ে পালাবো কিন্তু পারছিলাম না । আমার পা তখন আমার মন কে না বলে দিয়েছে । আমার পা কাজ করছিল না । আমি সেখানেই দাড়িয়ে পরি । লোকটাও থেমে যায় ।
এবারে লোকটা আমার দিকে ফেরে । তখন আমার ভয় আরো দশ গুন বেড়ে যায় । সম্পূর্ণ ঝলসানো তার মুখ । যেনো আগুনে পোড়ানো । কপালের সাদা কঙ্কাল টা তখন দেখা যাচ্ছে । আর চোখ তার চেহারা থেকে উধাও । গায়ে একটা চাদড় মোড়ানো শুধু ! হাত পা যতটুকুই দেখা যাচ্ছে , সবখান থেকে শরীরের মাংস ঝুলছে ।
এতটাই ভয় পাচ্ছিলাম যে আমার শরীরের রক্ত চলাচল হয়তো বন্ধ হয়ে গেছে । কিন্তু আমি অজ্ঞান হচ্ছিলাম না ! মনে প্রানে চাইছিলাম আমি অজ্ঞান হয়ে পড়ে যাই । কিন্তু হচ্ছিলাম না ।
আমার পক্ষে সেই দৃশ্য ধারন করা অসম্ভব হয়ে উঠছিল ।
....................(চলবে ...অপেক্ষায় থাকুন)
________________________________
রহস্যের মধ্যে একটু ভৌতিকতা যোগ করেছি , পর্ব এক আমার পেইজ থেকে পড়তে পারেন । এবং আমার লেখা ভালো লাগলে আমার অফিসিয়াল পেইজ লাইক করতে পারেন

No comments :

Post a Comment