#ভাবনার_গহীনে
Writer :Afroja
Part 04 :
পরদিন সকাল বেলা আফরাজ রূপ কে বাসায় দিতে যায় আর তখনই..
↓
_বাবা ও বাবা
মা ও মা
এতো মানুষ কেন বাসায় (রূপ)
_ওই তো তোমার মেয়ে এসে গেছে (প্রতিবেশী)
_কি হয়েছে , বাসায় এতো মানুষ কেন (রূপ)
_কালে কালে কত কি দেখবো (প্রতিবেশী)
_মা কি হয়েছে গো (রূপ)
_ ঠাসসসস,,,,ঠাসসসসস (মা)
_মা , মারলা কেন , কি করছি , আগে শুনবা তো (রূপ)
↓
আফরাজ তো ভ্যাবাচ্যাকা হয়ে দাঁড়িয়ে আছে ভেবেছিল রূপ কে পৌঁছে দিয়ে সেও বাদায় ফিরে যাবে , কিন্তু এইখানে এসে তো দেখে অন্য কেইস
↑
_কোথায় ছিলি সারারাত , পোড়ামুখী , বল কোথায় ছিলি (মা)
_দেখছো না কোথায় ছিল সারারাত , যার সাথে ছিল সে নিয়ে আসছে , দেখো না মেয়ের কি অবস্থা (প্রতিবেশী)
_mind ur language madam , what r u say , কি বলতে চাইছেন আপনি (আফরাজ)
_এই তুই আমার দিকে তাকা , তোর লজ্জা করলো না একজন পর পুরুষের সাথে রাত কাটিয়ে বাসায় ফিরতে (মা)
_মা , কি বলছ যা তা (রূপ)
_একদম চুপ , লজ্জা করে না , বের হো এইখান থেকে (মা)
_ 😭😭😭 মা বিশ্বাস করো এমন কিছুই না , আমি তো রাফাতের সাথে ছিলাম রাতে গাড়ি পাচ্ছিলাম না পরে উনিই আমাদের lift দেয় , তারপর উনাকে কিছু গুন্ডা এটাক করে , তাই পালিয়ে যেতে হয় আমাদের , মা ও মা বিশ্বাস করো , তোমরা যা ভাবছো তা না মা , (রূপ)
_কোন কথা বলবি না , বের হয়ে যা আমার বাসা থেকে (মা)
_ধুর , বাবা কই ও বাবা বাবা , দেখো মা কি করে (রূপ)
_দেখুন , আপনারা কি ভেবেছেন তা আমি জানি না কিন্তু রুপাঞ্জনা একদম ঠিক বলছে (আফরাজ)
_কি আর ঠিক বলবে , এখন তো সবাই জেনে গেছে যে এই মেয়ে সারারাত বাহিরে কাটিয়ে এসেছে (প্রতিবেশী)
_ওই তো বাবা , বাবা দেখো না ওরা কি বলছে আমাকে, বাবা চুপ করে আছো কেন (রূপ)
_তোকে সব থেকে বেশি ভালোবাসতাম আর সেই তুই কিনা এইভাবে আমাকে অপদস্থ করলি সবার সামনে (বাবা)
_বাবা বিশ্বাস করো এমন কিছুই না বাবা (রূপ)
_কি কেমন , আজ থেকে ধরে নিবো আমার এক মেয়ে এক ছেলে তুই মরে গেছিস (বাবা)
_বাবা , কি বলো এইগুলা , এই যে আপনি একটু বলেন না প্লিজ , কাল আমরা কি পরিস্থিতে ছিলাম , একটু বলেন না প্লিজ 😭😭😭 (রূপ)
_স্যার , রুপাঞ্জনা যা বলছে একদম ঠিক বলছে , (আফরাজ)
_আপনি অনেক বড় মাপের মানুষ , আমার মেয়ের এতো বড় ক্ষতি টা কিভাবে করলেন , এখন সবাই তো এইটাই ভাবছে যে আমার মেয়ে বাহিরে পর পুরুষের সাথে রাত কাটিয়ে এসেছে (মা)
_কিন্তু এতে রুপাঞ্জনার কোন দোষ নেই, রুপাঞ্জনা একদম পবিত্র , শুদ্ধ একটা মেয়ে (আফরাজ)
_এই যে থামুন থামুন , অনেক বলেছেন , সারারাত এক সাথে থেকে এখন বলছেন পবিত্র আছে এই চলো সবাই এইখানে থেকে কোন লাভ নাই , ছিঃ ছিঃ শেষ মেষ মেয়ে বাহিরে গিয়ে রাত কাটায় (প্রতিবেশী)
_এই যে কেউ যাবেন না এখন , এক তরফা নিজেদের টা শুনিয়ে চলে যাচ্ছেন , আদৌ মেয়েটার কোন দোষ আছে কিনা তা না জেনে নিজেদের খারাপ মন্তব্য গুলো মেয়েটার মাথায় চাপিয়ে দিয়ে চলে যাচ্ছেন , খবরদার কেউ যাবেন না
↓
মানুষ কত খারাপ হয় , একে তো আগুন তার উপরে ঘি হয়ে রাফাত ও হাজির
↓
↓
_ রূপ , রূপ (রাফাত)
_রাফাত , রাফাত তুমি আসছো , ভালোই হলো দেখো না বাবা মা আর এই আন্টিরা কি সব বলছে , তুমিই বলে দাও কাল আমরা কি অবস্থায় ছিলাম (রূপ)
_এই ছিল তোমার মনে রূপ , এইভাবে ঠকালে আমায় ছিঃ (রাফাত)
_রাফাত 😭😭😭😭😭 কি বলছো কি তুমি , কাল তো তুমি আর আমি একসাথেই ছিলাম তাই না (রূপ)
_কিন্তু আমি নেমে যাওয়ার পরে , তোমাকে বাসায় গিয়ে কত গুলা কল দিয়েছি তোমার মোবাইল কোথায় ছিল রূপ , মোবাইল টা অফ ছিল কেন , ওহ আচ্ছা তোমাদের স্পেশাল মুহুর্তে যাতে কেউ কল না দিতে পারে সেইজন্য রূপ (রাফাত)
_রাফাত , r u mad , কি বলছো যা তা (রূপ)
_আর এই যে বড় লোক ভদ্র মানুষ , নামকরা উকিল সাহেব , এই ছিল আপনার চিন্তা ভাবনা , বাহ ভালো তো (রাফাত)
_রাফাত সাহেব ভদ্র ভাবে কথা বলুন , কাল আমি আর রুপাঞ্জনা কি পরিস্থিতে ছিলাম আপনি দেখেন নি , আর সব কথার রক কথা রুপাঞ্জনা কে কি আপনার বিশ্বাস হচ্ছে না , ভালোবাসার মানুষ কে সবাই এতো বাজে কথা বলছে আর আপনার কিছুই আসছে না
(আফরাজ)
_আরে রাখুন আপনার ভালোবাসা , যেই মেয়ের চরিত্রের ঠিক নেই , তাকে কিসের ভালোবাসা , এই রূপ তোমার এতো লাগে আমাকে বলতে পারতে , আমার কাছ থেকে তো নিজেকে সরিয়ে রেখে সতী সেজেছো আর এখন এক পয়সাওয়ালার কাছে নিজেকেই বিকিয়ে দিয়েছো , (রাফাত)
_hey u , shut up ঠাসসসসসসস , don't u dare , (আফরাজ)
_ছাড়ুন ওকে আপনি , ছাড়ুন , আজ আপনার জন্য এই অবস্থা , কে বলেছিল আমাদের lift দিতে আপনাকে , আপনি আজ আমার সব কিছু শেষ করে দিলেন 😭😭😭 (রূপ)
_বাহ বাহ বাহ হাত তালি হবে এতো সুন্দর একটা নাটক এর জন্য , রূপ তুমি তো উনাকে আগে থেকেই চিনতে , তাই না , তাই তো কালকে এতো সুন্দর একটা প্ল্যান করে ফেলে কিন্তু আফসোস ধরা পরে গেলে এতো টাই মাতোহারা হয়ে গিয়েছিলে নিজেদের মাঝে যে কখন সকাল হয়ে গেছে টের ও পাও নি (রাফাত)
_রাফাত , 😭😭😭😭 তুমি এতো বড় কথা টা বলতে পারলা আমায় রাফাত (রূপ)
_এই ছাড়ো , খবরদার তোমার ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করবে না । আর কোনদিন ও নিজের এই কুৎসিত মুখ টা আমাকে দেখাবে না (রাফাত)
_রাফাত দাড়াও , দাড়াও বলছি প্লিজ যেও না 😭😭😭 (রূপ)
_রুপাঞ্জনা শান্ত হও , সব ঠিক হয়ে যাবে (আফরাজ)
_কিচ্ছু ঠিক হবে না , সব শেষ হয়ে গেছে (রূপ)
_আচ্ছা আপনারা ওর নিজের বাবা মা হয়ে ও ওকে কেন বিশ্বাস করতে পারছেন না , ও তো আপনাদের মেয়ে তাই না (আফরাজ)
_এই মেয়ে তুই এখনি বের হয়ে যা এই বাড়ি থেকে , তুই থাকলে আমি আমার ছেলের ও বিয়ে দিতে পারবো না কোন মেয়ের বাবা এই সংসারে তার মেয়ে দিবে না , যা যা তুই বের হয়ে যা (মা)
_বাহ মা বাহ আজ আমার জন্য তোমার ছেলেকে বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে , ঠিক আছে মা , আমার এই নোংরা মুখ টা যাতে তোমাকে আর দেখতে না হয় তার ব্যবস্থা আমি করে দিবো (রূপ)
_এই মেয়ে কোথায় যাচ্ছো তুমি (আফরাজ)
_ ছাড়ুন আমায় আপনি , আজ আপনার জন্যে আমার এই অবস্থা , আমার নিজের বাবা মা আমায় এতো কথা শুনালো (রূপ)
_ হ্যা রে রূপ আর কত নাটক করবি রে তুই , (প্রতিবেশী)
_আপনারা থামবেন একটু প্লিজ (আফরাজ)
_এই যে বড়লোক মানুষ যার সাথে এক রাত কাটাইলেন তার সাথে কি ফুর্তি করার জন্য রাত কাটাইলেন এখন তাকে ছেড়ে দিবেন , বলেন বিয়ে করতে পারবেন , পারবেন এই অসতী কে বিয়ে করতে (প্রতিবেশী)
_ছিঃ ছিঃ কি মাইন্ড আপনাদের চোখের সামনে এই মেয়েটা এতো দিন ছিল , শুধু একটা রাত মেয়েটা বাড়ির বাহিরে ছিল বলে তাকে চরিত্রহীনা ভেবে নিলেন বাহ (আফরাজ)
_এমন বড় বড় কথা সবাই বলতে পারে কিন্তু কেউই আগায় না , এদের সাথে এক রাত কাটানো যায় এদের বয়ে করে ঘরের বউ করে নেয়া যায় না (প্রতিবেশী)
_ছাড়ুন আমায় ছাড়ুন , দেখছেন কি খারাপ কথা গুলো আমাকে শুনতে হচ্ছে (রূপ)
_তুমি পালাবে কেন , তুমি কি অন্যায় করেছো নাকি , দাড়াও এইখানে ,
হ্যা এখন আমি যা বলবো এইখানে ঠিক তাই হবে , আমি এতক্ষন চুপ করে ছিলাম শুধু এই মেয়েটার জন্য , কিন্তু আর না , রুপাঞ্জনার মা বাবা ও এইখানে আছে আর আপনারাও , এখন এই মুহুর্তে এইখানে আমি রুপাঞ্জনাকে বিয়ে করবো , এর বাহিরে কেউ যদি আর একটা বাড়তি কথা বলে তাহলে আমি সাথে সাথে তার নামে মানহানির কেইস করবো , আর আমার দৌড় কত টা সবাই জানেন , (আফরাজ)
_আপনার মাথা ঠিক আছে , পাগল হয়ে গেছেন নাকি বিয়ে কোন ছেলে খেলা নয় যে খেলবেন , ছাড়ুন আমায় , আপনি চলে যান এইখান থেকে আর আমাকে আমার মতন ছেড়ে দিন (রূপ)
_তুমি এখন আমার আমানত , খবরদার যদি আর একটা কথা বলেছো তো , চুপ করে এইখানে দাঁড়িয়ে থাকবে , আর হ্যা আপনাদের বলছি রুপাঞ্জনা যে সম্পূর্ণ পবিত্র তার প্রমান টাও আমি আপনাদের দিতে পারি কিন্তু আপনাদের মুখের ভাষা শুনে আমার রুচি চলে গেছে (আফরাজ)
_প্লিজ আমার হাত টা ছাড়ুন , আমায় যেতে দিন (রূপ)
↓
রূপ যতই হাত ছাড়তে বলে আফরাজ ততই তার হাত টা শক্ত করে ধরে রাখে , এখন আফরাজ এত পরিমান রেগে গেছে যে তাকে কেউ থামাতেও পারবে না
↓
এই মেয়ে এই , বলেছি না চুপ করে দাঁড়াবে এইখানে , (আফরাজ)
↓
↓
আজরাজ কথা মতন কাজী ডেকে বিয়ের কাজ সম্পন্ন করলো আফরাজ । আফরাজের কথায় সবাই ভয় পেয়ে গিয়েছিল তাই কেউই কথা বলে নাই , রূপ কে ওই কাপড়েই আফরাজ বিয়ে করে আর নিজেও ওই অবস্থাতেই ছিল , কিন্তু এর পর আফরাজ যা বলে তার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিল না
↓
↓
আজ থেকে রুপাঞ্জনা আমার স্ত্রী । মিসেস শাহরীন আফরাজ হুসেইন । আজকের পির থেকে কেউ আমার স্ত্রীর দিকে চোখ তুলে তাকিয়ে কিছু বলা তো দূরে থাক যদি ওকে কেউ কিছু বলে তাহলে সে যেন ভেবে নেয় ওইটাই তার শেষ দিন । আর আপনাদের বলছি , রুপাঞ্জনার আজ থেকে কোন বাবা মা নেই যেহেতু আপনারাই বলেছেন ও আপনাদের কাছে মৃত তাহলে আজকে এইখানে আপনাদের মেয়ে শাহরীন ফেরদৌস রুপাঞ্জনার মৃত্যু হয়েছে আর শাহরীন আফরাজ হুসেইন এর জন্ম হয়েছে । রুপাঞ্জনার কেউ নেই আর হ্যা কখনো আপনারা ওর সাথে কথা বলা তো দূরে থাক দেখাও করতে পারবেন না । রুপাঞ্জনা তুমিও এদের কারো সাথে কোনদিনও যোগাযোগ রাখবে না , এখন চলো (আফরাজ)
_নিশ্চুপ 😭😭😭😭😭😭 (রূপ)
_কি হলো চলো , দাঁড়িয়ে চোখের পানি ফেলছো কেন চলো এইখান থেকে at that moment (আফরাজ)
_আসলে আমার বই আর কিছু জামা...... (রূপ)
_কিচ্ছু নিতে হবে না আগে বাসায় চলো , দুপুরের মধ্যে সব পেয়ে যাবে , এই বাড়ি থেকে সূতার বস্ত্র ও তুমি নিবে না this is my order রুপাঞ্জনা (আফরাজ)
↓
আর কোন কথার সুযোগ না দিয়ে আফরাজ রুপাঞ্জনার হাত ধরে টানতে টানতে বাহির হয়ে যায় আর গাড়ি করে আফরাজের বাড়ির উদ্দেশ্য রওনা করে । রাস্তায় দুইজনেই চুপচাপ থাকে , আফরাজ এক সময়ে ড্রাইভার কে বলে শপিং মলের কাছে গাড়ি রাখতে , তখন ড্রাইভার আর আফরাজ শপিং মলের ভিতরে যায় আর রূপ গাড়ি তেই থাকে । রূপ যাতে পালিয়ে যেতে না পারে তার জন্য আফরাজ গাড়ি লক কর রেখে যায় , কারন আফরাজ ভালো করেই জানে রূপ সুযোগ পেলেই পালাবে আর নিজের ক্ষতি করে ফেলবে , আফরাজ চলে যাবার পর রূপ গাড়িতে বসে বসে ভাবছে
↓
কি হয়ে গেলো আমার সাথে এইসব , যেই রাফাতকে এতো ভালোবাসলাম সেই রাফাত আমায় এতো খারাপ কথা শুনালো , আর আফরাজ সাহেব আমাকে বিয়ে করে নিলো , আমি এখন কি করবো , না পারবো আমি তাকে স্বামী হিসেবে মানতে না পারবো এই বিয়ে টা মানতে আর না করতে পারবো তার সাথে সংসার । (রূপ)
↓
কিছুক্ষণ পর আফরাজ আর ড্রাইভার এসে গেছে । আফরাজের হাতে কিছু শপিং ব্যাগ ছিল যা রূপ খেয়াল করা
↓
এইখানে কিছু শাড়ি আছে , তোমরা পছন্দ হবে হয়তো , এখন বাসায় গিয়ে পরবে , পরে সব কিনে আনবো , আপাতত এইগুলা রাখো , কি হলো হাতে নাও এইগুলা (আফরাজ)
_জ্বি মানে (রূপ)
_আমার বাসায় এই বেশে থাকবে নাকি তুমি , এই গুলা নাও , বাসায় গিয়ে চেঞ্জ করবে আমি আর কোন কথা শুনতে চাই না (আফরাজ)
_জ্বি আচ্ছা (রূপ)
_good girl (আফরাজ)
_এহহহহহ , সে যা বলবে তাই হবে মনে হয় , জোর খাটায় , যত্তসব ফাযিল লোক {মনে মনে } (রূপ)
_আমাকে গালি দেয়া হলে এখন চুপ করো , মাথায় এতো চাপ নিও না , বুঝলা (আফরাজ)
_কিরে বাপ , এই কি লোক , মানুষ নাকি জ্বিন যা বলি সব ধরে ফেলে (রূপ)
↓
↓
↓
To be continue 😔😔😔😔😔
Monday, October 15, 2018
ভালোবাসার গল্প - ভাবনার গহীনে পার্ট 4
Subscribe to:
Post Comments
(
Atom
)


No comments :
Post a Comment