Monday, October 15, 2018

ভালোবাসার গল্প - ভাবনার গহীনে পার্ট 4

No comments

#ভাবনার_গহীনে
Writer :Afroja
Part 04 :
পরদিন সকাল বেলা আফরাজ রূপ কে বাসায় দিতে যায় আর তখনই..

_বাবা ও বাবা
মা ও মা
এতো মানুষ কেন বাসায় (রূপ)
_ওই তো তোমার মেয়ে এসে গেছে (প্রতিবেশী)
_কি হয়েছে , বাসায় এতো মানুষ কেন (রূপ)
_কালে কালে কত কি দেখবো (প্রতিবেশী)
_মা কি হয়েছে গো (রূপ)
_ ঠাসসসস,,,,ঠাসসসসস (মা)
_মা , মারলা কেন , কি করছি , আগে শুনবা তো (রূপ)

আফরাজ তো ভ্যাবাচ্যাকা হয়ে দাঁড়িয়ে আছে ভেবেছিল রূপ কে পৌঁছে দিয়ে সেও বাদায় ফিরে যাবে , কিন্তু এইখানে এসে তো দেখে অন্য কেইস

_কোথায় ছিলি সারারাত , পোড়ামুখী , বল কোথায় ছিলি (মা)
_দেখছো না কোথায় ছিল সারারাত , যার সাথে ছিল সে নিয়ে আসছে , দেখো না মেয়ের কি অবস্থা (প্রতিবেশী)
_mind ur language madam , what r u say , কি বলতে চাইছেন আপনি (আফরাজ)
_এই তুই আমার দিকে তাকা , তোর লজ্জা করলো না একজন পর পুরুষের সাথে রাত কাটিয়ে বাসায় ফিরতে (মা)
_মা , কি বলছ যা তা (রূপ)
_একদম চুপ , লজ্জা করে না , বের হো এইখান থেকে (মা)
_ 😭😭😭 মা বিশ্বাস করো এমন কিছুই না , আমি তো রাফাতের সাথে ছিলাম রাতে গাড়ি পাচ্ছিলাম না পরে উনিই আমাদের lift দেয় , তারপর উনাকে কিছু গুন্ডা এটাক করে , তাই পালিয়ে যেতে হয় আমাদের , মা ও মা বিশ্বাস করো , তোমরা যা ভাবছো তা না মা , (রূপ)
_কোন কথা বলবি না , বের হয়ে যা আমার বাসা থেকে (মা)
_ধুর , বাবা কই ও বাবা বাবা , দেখো মা কি করে (রূপ)
_দেখুন , আপনারা কি ভেবেছেন তা আমি জানি না কিন্তু রুপাঞ্জনা একদম ঠিক বলছে (আফরাজ)
_কি আর ঠিক বলবে , এখন তো সবাই জেনে গেছে যে এই মেয়ে সারারাত বাহিরে কাটিয়ে এসেছে (প্রতিবেশী)
_ওই তো বাবা , বাবা দেখো না ওরা কি বলছে আমাকে, বাবা চুপ করে আছো কেন (রূপ)
_তোকে সব থেকে বেশি ভালোবাসতাম আর সেই তুই কিনা এইভাবে আমাকে অপদস্থ করলি সবার সামনে (বাবা)
_বাবা বিশ্বাস করো এমন কিছুই না বাবা (রূপ)
_কি কেমন , আজ থেকে ধরে নিবো আমার এক মেয়ে এক ছেলে তুই মরে গেছিস (বাবা)
_বাবা , কি বলো এইগুলা , এই যে আপনি একটু বলেন না প্লিজ , কাল আমরা কি পরিস্থিতে ছিলাম , একটু বলেন না প্লিজ 😭😭😭 (রূপ)
_স্যার , রুপাঞ্জনা যা বলছে একদম ঠিক বলছে , (আফরাজ)
_আপনি অনেক বড় মাপের মানুষ , আমার মেয়ের এতো বড় ক্ষতি টা কিভাবে করলেন , এখন সবাই তো এইটাই ভাবছে যে আমার মেয়ে বাহিরে পর পুরুষের সাথে রাত কাটিয়ে এসেছে (মা)
_কিন্তু এতে রুপাঞ্জনার কোন দোষ নেই, রুপাঞ্জনা একদম পবিত্র , শুদ্ধ একটা মেয়ে (আফরাজ)
_এই যে থামুন থামুন , অনেক বলেছেন , সারারাত এক সাথে থেকে এখন বলছেন পবিত্র আছে এই চলো সবাই এইখানে থেকে কোন লাভ নাই , ছিঃ ছিঃ শেষ মেষ মেয়ে বাহিরে গিয়ে রাত কাটায় (প্রতিবেশী)
_এই যে কেউ যাবেন না এখন , এক তরফা নিজেদের টা শুনিয়ে চলে যাচ্ছেন , আদৌ মেয়েটার কোন দোষ আছে কিনা তা না জেনে নিজেদের খারাপ মন্তব্য গুলো মেয়েটার মাথায় চাপিয়ে দিয়ে চলে যাচ্ছেন , খবরদার কেউ যাবেন না

মানুষ কত খারাপ হয় , একে তো আগুন তার উপরে ঘি হয়ে রাফাত ও হাজির


_ রূপ , রূপ (রাফাত)
_রাফাত , রাফাত তুমি আসছো , ভালোই হলো দেখো না বাবা মা আর এই আন্টিরা কি সব বলছে , তুমিই বলে দাও কাল আমরা কি অবস্থায় ছিলাম (রূপ)
_এই ছিল তোমার মনে রূপ , এইভাবে ঠকালে আমায় ছিঃ (রাফাত)
_রাফাত 😭😭😭😭😭 কি বলছো কি তুমি , কাল তো তুমি আর আমি একসাথেই ছিলাম তাই না (রূপ)
_কিন্তু আমি নেমে যাওয়ার পরে , তোমাকে বাসায় গিয়ে কত গুলা কল দিয়েছি তোমার মোবাইল কোথায় ছিল রূপ , মোবাইল টা অফ ছিল কেন , ওহ আচ্ছা তোমাদের স্পেশাল মুহুর্তে যাতে কেউ কল না দিতে পারে সেইজন্য রূপ (রাফাত)
_রাফাত , r u mad , কি বলছো যা তা (রূপ)
_আর এই যে বড় লোক ভদ্র মানুষ , নামকরা উকিল সাহেব , এই ছিল আপনার চিন্তা ভাবনা , বাহ ভালো তো (রাফাত)
_রাফাত সাহেব ভদ্র ভাবে কথা বলুন , কাল আমি আর রুপাঞ্জনা কি পরিস্থিতে ছিলাম আপনি দেখেন নি , আর সব কথার রক কথা রুপাঞ্জনা কে কি আপনার বিশ্বাস হচ্ছে না , ভালোবাসার মানুষ কে সবাই এতো বাজে কথা বলছে আর আপনার কিছুই আসছে না
(আফরাজ)
_আরে রাখুন আপনার ভালোবাসা , যেই মেয়ের চরিত্রের ঠিক নেই , তাকে কিসের ভালোবাসা , এই রূপ তোমার এতো লাগে আমাকে বলতে পারতে , আমার কাছ থেকে তো নিজেকে সরিয়ে রেখে সতী সেজেছো আর এখন এক পয়সাওয়ালার কাছে নিজেকেই বিকিয়ে দিয়েছো , (রাফাত)
_hey u , shut up ঠাসসসসসসস , don't u dare , (আফরাজ)
_ছাড়ুন ওকে আপনি , ছাড়ুন , আজ আপনার জন্য এই অবস্থা , কে বলেছিল আমাদের lift দিতে আপনাকে , আপনি আজ আমার সব কিছু শেষ করে দিলেন 😭😭😭 (রূপ)
_বাহ বাহ বাহ হাত তালি হবে এতো সুন্দর একটা নাটক এর জন্য , রূপ তুমি তো উনাকে আগে থেকেই চিনতে , তাই না , তাই তো কালকে এতো সুন্দর একটা প্ল্যান করে ফেলে কিন্তু আফসোস ধরা পরে গেলে এতো টাই মাতোহারা হয়ে গিয়েছিলে নিজেদের মাঝে যে কখন সকাল হয়ে গেছে টের ও পাও নি (রাফাত)
_রাফাত , 😭😭😭😭 তুমি এতো বড় কথা টা বলতে পারলা আমায় রাফাত (রূপ)
_এই ছাড়ো , খবরদার তোমার ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করবে না । আর কোনদিন ও নিজের এই কুৎসিত মুখ টা আমাকে দেখাবে না (রাফাত)
_রাফাত দাড়াও , দাড়াও বলছি প্লিজ যেও না 😭😭😭 (রূপ)
_রুপাঞ্জনা শান্ত হও , সব ঠিক হয়ে যাবে (আফরাজ)
_কিচ্ছু ঠিক হবে না , সব শেষ হয়ে গেছে (রূপ)
_আচ্ছা আপনারা ওর নিজের বাবা মা হয়ে ও ওকে কেন বিশ্বাস করতে পারছেন না , ও তো আপনাদের মেয়ে তাই না (আফরাজ)
_এই মেয়ে তুই এখনি বের হয়ে যা এই বাড়ি থেকে , তুই থাকলে আমি আমার ছেলের ও বিয়ে দিতে পারবো না কোন মেয়ের বাবা এই সংসারে তার মেয়ে দিবে না , যা যা তুই বের হয়ে যা (মা)
_বাহ মা বাহ আজ আমার জন্য তোমার ছেলেকে বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে , ঠিক আছে মা , আমার এই নোংরা মুখ টা যাতে তোমাকে আর দেখতে না হয় তার ব্যবস্থা আমি করে দিবো (রূপ)
_এই মেয়ে কোথায় যাচ্ছো তুমি (আফরাজ)
_ ছাড়ুন আমায় আপনি , আজ আপনার জন্যে আমার এই অবস্থা , আমার নিজের বাবা মা আমায় এতো কথা শুনালো (রূপ)
_ হ্যা রে রূপ আর কত নাটক করবি রে তুই , (প্রতিবেশী)
_আপনারা থামবেন একটু প্লিজ (আফরাজ)
_এই যে বড়লোক মানুষ যার সাথে এক রাত কাটাইলেন তার সাথে কি ফুর্তি করার জন্য রাত কাটাইলেন এখন তাকে ছেড়ে দিবেন , বলেন বিয়ে করতে পারবেন , পারবেন এই অসতী কে বিয়ে করতে (প্রতিবেশী)
_ছিঃ ছিঃ কি মাইন্ড আপনাদের চোখের সামনে এই মেয়েটা এতো দিন ছিল , শুধু একটা রাত মেয়েটা বাড়ির বাহিরে ছিল বলে তাকে চরিত্রহীনা ভেবে নিলেন বাহ (আফরাজ)
_এমন বড় বড় কথা সবাই বলতে পারে কিন্তু কেউই আগায় না , এদের সাথে এক রাত কাটানো যায় এদের বয়ে করে ঘরের বউ করে নেয়া যায় না (প্রতিবেশী)
_ছাড়ুন আমায় ছাড়ুন , দেখছেন কি খারাপ কথা গুলো আমাকে শুনতে হচ্ছে (রূপ)
_তুমি পালাবে কেন , তুমি কি অন্যায় করেছো নাকি , দাড়াও এইখানে ,
হ্যা এখন আমি যা বলবো এইখানে ঠিক তাই হবে , আমি এতক্ষন চুপ করে ছিলাম শুধু এই মেয়েটার জন্য , কিন্তু আর না , রুপাঞ্জনার মা বাবা ও এইখানে আছে আর আপনারাও , এখন এই মুহুর্তে এইখানে আমি রুপাঞ্জনাকে বিয়ে করবো , এর বাহিরে কেউ যদি আর একটা বাড়তি কথা বলে তাহলে আমি সাথে সাথে তার নামে মানহানির কেইস করবো , আর আমার দৌড় কত টা সবাই জানেন , (আফরাজ)
_আপনার মাথা ঠিক আছে , পাগল হয়ে গেছেন নাকি বিয়ে কোন ছেলে খেলা নয় যে খেলবেন , ছাড়ুন আমায় , আপনি চলে যান এইখান থেকে আর আমাকে আমার মতন ছেড়ে দিন (রূপ)
_তুমি এখন আমার আমানত , খবরদার যদি আর একটা কথা বলেছো তো , চুপ করে এইখানে দাঁড়িয়ে থাকবে , আর হ্যা আপনাদের বলছি রুপাঞ্জনা যে সম্পূর্ণ পবিত্র তার প্রমান টাও আমি আপনাদের দিতে পারি কিন্তু আপনাদের মুখের ভাষা শুনে আমার রুচি চলে গেছে (আফরাজ)
_প্লিজ আমার হাত টা ছাড়ুন , আমায় যেতে দিন (রূপ)

রূপ যতই হাত ছাড়তে বলে আফরাজ ততই তার হাত টা শক্ত করে ধরে রাখে , এখন আফরাজ এত পরিমান রেগে গেছে যে তাকে কেউ থামাতেও পারবে না

এই মেয়ে এই , বলেছি না চুপ করে দাঁড়াবে এইখানে , (আফরাজ)


আজরাজ কথা মতন কাজী ডেকে বিয়ের কাজ সম্পন্ন করলো আফরাজ । আফরাজের কথায় সবাই ভয় পেয়ে গিয়েছিল তাই কেউই কথা বলে নাই , রূপ কে ওই কাপড়েই আফরাজ বিয়ে করে আর নিজেও ওই অবস্থাতেই ছিল , কিন্তু এর পর আফরাজ যা বলে তার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিল না


আজ থেকে রুপাঞ্জনা আমার স্ত্রী । মিসেস শাহরীন আফরাজ হুসেইন । আজকের পির থেকে কেউ আমার স্ত্রীর দিকে চোখ তুলে তাকিয়ে কিছু বলা তো দূরে থাক যদি ওকে কেউ কিছু বলে তাহলে সে যেন ভেবে নেয় ওইটাই তার শেষ দিন । আর আপনাদের বলছি , রুপাঞ্জনার আজ থেকে কোন বাবা মা নেই যেহেতু আপনারাই বলেছেন ও আপনাদের কাছে মৃত তাহলে আজকে এইখানে আপনাদের মেয়ে শাহরীন ফেরদৌস রুপাঞ্জনার মৃত্যু হয়েছে আর শাহরীন আফরাজ হুসেইন এর জন্ম হয়েছে । রুপাঞ্জনার কেউ নেই আর হ্যা কখনো আপনারা ওর সাথে কথা বলা তো দূরে থাক দেখাও করতে পারবেন না । রুপাঞ্জনা তুমিও এদের কারো সাথে কোনদিনও যোগাযোগ রাখবে না , এখন চলো (আফরাজ)
_নিশ্চুপ 😭😭😭😭😭😭 (রূপ)
_কি হলো চলো , দাঁড়িয়ে চোখের পানি ফেলছো কেন চলো এইখান থেকে at that moment (আফরাজ)
_আসলে আমার বই আর কিছু জামা...... (রূপ)
_কিচ্ছু নিতে হবে না আগে বাসায় চলো , দুপুরের মধ্যে সব পেয়ে যাবে , এই বাড়ি থেকে সূতার বস্ত্র ও তুমি নিবে না this is my order রুপাঞ্জনা (আফরাজ)

আর কোন কথার সুযোগ না দিয়ে আফরাজ রুপাঞ্জনার হাত ধরে টানতে টানতে বাহির হয়ে যায় আর গাড়ি করে আফরাজের বাড়ির উদ্দেশ্য রওনা করে । রাস্তায় দুইজনেই চুপচাপ থাকে , আফরাজ এক সময়ে ড্রাইভার কে বলে শপিং মলের কাছে গাড়ি রাখতে , তখন ড্রাইভার আর আফরাজ শপিং মলের ভিতরে যায় আর রূপ গাড়ি তেই থাকে । রূপ যাতে পালিয়ে যেতে না পারে তার জন্য আফরাজ গাড়ি লক কর রেখে যায় , কারন আফরাজ ভালো করেই জানে রূপ সুযোগ পেলেই পালাবে আর নিজের ক্ষতি করে ফেলবে , আফরাজ চলে যাবার পর রূপ গাড়িতে বসে বসে ভাবছে

কি হয়ে গেলো আমার সাথে এইসব , যেই রাফাতকে এতো ভালোবাসলাম সেই রাফাত আমায় এতো খারাপ কথা শুনালো , আর আফরাজ সাহেব আমাকে বিয়ে করে নিলো , আমি এখন কি করবো , না পারবো আমি তাকে স্বামী হিসেবে মানতে না পারবো এই বিয়ে টা মানতে আর না করতে পারবো তার সাথে সংসার । (রূপ)

কিছুক্ষণ পর আফরাজ আর ড্রাইভার এসে গেছে । আফরাজের হাতে কিছু শপিং ব্যাগ ছিল যা রূপ খেয়াল করা

এইখানে কিছু শাড়ি আছে , তোমরা পছন্দ হবে হয়তো , এখন বাসায় গিয়ে পরবে , পরে সব কিনে আনবো , আপাতত এইগুলা রাখো , কি হলো হাতে নাও এইগুলা (আফরাজ)
_জ্বি মানে (রূপ)
_আমার বাসায় এই বেশে থাকবে নাকি তুমি , এই গুলা নাও , বাসায় গিয়ে চেঞ্জ করবে আমি আর কোন কথা শুনতে চাই না (আফরাজ)
_জ্বি আচ্ছা (রূপ)
_good girl (আফরাজ)
_এহহহহহ , সে যা বলবে তাই হবে মনে হয় , জোর খাটায় , যত্তসব ফাযিল লোক {মনে মনে } (রূপ)
_আমাকে গালি দেয়া হলে এখন চুপ করো , মাথায় এতো চাপ নিও না , বুঝলা (আফরাজ)
_কিরে বাপ , এই কি লোক , মানুষ নাকি জ্বিন যা বলি সব ধরে ফেলে (রূপ)



To be continue 😔😔😔😔😔

No comments :

Post a Comment