#ভাবনার_গহীনে
writer :Afroja
Part 05 :
বাসায় আসার সময় সারা রাস্তা কেউ কোন কথা বলে নি , রূপ কি করবে তাও ভেবে পাচ্ছে না । আর আফরাজ তো ভেবেই পাচ্ছে না তার কলিগ রা যদি জেনে যায় যে সে বিয়ে করেছে তাহলে তো আর রক্ষা নেই । ভাবনার গহীনে তারা দুইজনেই এমন ভাবে ডুবে গেলো যে কখন বাসায় এসে গেছে কেউ বলতেও পারে নি ।
ঘোর কাটে ড্রাইভারের ডাকে
↓
_স্যার চলে আসছি , নামবেন না? (ড্রাইভার)
_ওহ হ্যা , রুপাঞ্জনা নামো (আফরাজ)
_আতিয়া , আতিয়া , কোথায় তুমি (আফিরাজ)
আতিয়া মেয়েটা আফরাজের বাসায় কাজ করে , মেয়েটা খুব ভালো , সব কিছু আগলে রাখে , আর আফরাজ ও তাকে ওই ভাবেই রেখেছে , কাজের মেয়ের মতন একদম রাখে নি তাকে ।
_জ্বি ভাইয়া , কিছু বল.......আরে ইনি কে ভাইয়া (আতিয়া)
_উনি তোমরা ভাবি (আফরাজ)
_ভাবি,,,,,, কি বলছেন আপনি ভাইয়া,,, আমার তো বিশ্বাস হচ্ছে না (আতিয়া)
_বিশ্বাস করে নাও তাহলেই বিশ্বাস হয়ে যাবে , আর আমি খুব ক্লান্ত আতিয়া , এখন একটু ঘুম দিব , ওকে পাশের রুম টা দেখিয়ে দাও (আফরাজ)
_পাশের রুম কেন ভাইয়া , উনি তো আপনার রুমেই থাকবেন , তাই না (আতিয়া)
_আত্তু আমি বেশি কথা পছন্দ করি না , যা বলেছি তাই করো (আফরাজ)
_জ্বি ভাইয়া , ভাবি আসেন আপনি (আতিয়া)
↓
রূপ কে নিয়ে আতিয়া উপরে একটা রুমে গেলো ,
↓
_ভাবি এইটা আপনার রুম , আপনি এইখানেই থাকবেন , (আতিয়া)
_আচ্ছা....... (রূপ)
_কিছু বলবেন ভাবি , বলেন না কোন সমস্যা নেই , আর আমার নাম আতিয়া আপনি আমাকে আত্তু বলেও ডাকতে পারেন , সমস্যা নেই (আতিয়া)
_আচ্ছা , এই রুমে কি কেউ থাকতো আগে (রূপ)
_নাহ তো , কেন ভাবি (আতিয়া)
_এই যে এতো পরিপাটি করে সাজানো (রূপ)
_এই বাড়িতে সব রুমই এমন পরিপাটি করে সাজানো থাকে ভাবি (আতিয়া)
_আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত , আপনি ফ্রেশ হয়ে নেন , তারপর বিশ্রাম করেন আমি খাবারের ব্যবস্থা করছি (আতিয়া)
↓
রূপ ফ্রেশ হয়ে একটা ঘুম দেয় , এক ঘুমে সন্ধ্যা পার করে দেয় , যখন ঘুম ভাঙে তখন বেচারি ভয়ে শেষ হয়ে যায় ভাবে যদি উনি কিছু বলে , অনেক ভয়ে ভয়ে নিচে নামে , রূপ এর আগে এতো বড় বাড়ি দেখে নি , ডুপ্লেক্স করা বাড়িতে যে থাকবে তাও ভাবে নি কোন দিন , বাড়ির সব জিনিস গুলা অনেক সুন্দর করে সাজানো গোছানো । খুব ভালো লাগে রূপ এর । নিচে নেমে ডাইনিং এর সামনে দেখছে আতিয়া কাজ করছে , রূপ কে দেখে আতিয়া বলে
↓
_আরে ভাবি যে , ঘুম হলো এতক্ষণে , আসুন আসুন ভাবি এইবার কিছু খেয়ে নিন , (আতিয়া)
_আসলে শরীর টা অনেক ক্লান্ত ছিল তো তাই শুয়েছিলাম আর ঘুম চলে আসছে , আসলে বুঝতে পারি নি সরি । আচ্ছা উনি কোথায় ? (রূপ)
_কে ভাইয়া , ভাইয়া তো নেই , ভাইয়া তো চলে গেছে চেম্বারে , ঘুম থেকে উঠলো , খাওয়া দাওয়া করলো আর চেম্বারে চলে গেলো , ওইখান থেকে ঢাকার বাহিরে যাবে কি কাজ আছে যেন তাই আর আজকে বাসায় ফিরবে না কাল দুপুর হবে ফিরতে , অবশ্য যাওয়ার আগে আপনার কথা বলে গেছে আমাকে (আতিয়া)
_কি বলে গেছে (রূপ)
_এই তো যে আমি যেন আপনার খেয়াল রাখি , আপনি যেনো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করেন আর আপনার যাতে কোন প্রকার সমস্যা না হয় তার জন্য আমাকে আপনার সাথে থাকতে বলে গেছে (আতিয়া)
_আফরাজ বলে গেছে এইসব (রূপ)
_হ্যা তো , ভাইয়াই বলে গেলো তো (আতিয়া)
_ওহ (রূপ)
↓
মানুষ টা আমাকে নিয়ে এতো ভাবে এতো চিন্তা করে ভাবতেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠে ।
↓
সারারাত না ঘুমিয়ে পার করলো রূপ , আফরাজ এর মধ্যে কয়েকবার আতিয়ার কাছে কল করে রূপ এর খোজ খবর নিয়েছে তাও সে নিজে একবার রূপ এর সাথে কথা বলতে চায় তাই ল্যান্ড-লাইনে কল করে বসে তার রূপ ভয় পেয়ে যায়৷ দ্বিধা দন্দ করে কল টা রিসিভ করলো
↓
_হ্যা....হ্যা....হ্যালো (রূপ)
_এই হ্যা হ্যা টা কবে বাদ দিবে , ভয়ের কিছু নেই , আমি আফরাজ (আফরাজ)
_ওহ আপনি , জ্বি বলুন (রূপ)
_এতো রাতে কি করো , ঘুমাচ্ছো না যে (আফরাজ)
_ঘুম আসছিলো না (রূপ)
_কেন রাফাতকে মনে পরছে নাকি নিজের বাড়ির কথা (আফরাজ)
_বাদ দিন তো , আপনি খেয়েছেন , আর আমাকে না বলে চলে গেলেন যে , আতিয়ার কাছে শুনলাম আপনি কাল দুপুরে ফিরবেন (রূপ)
_তুমি ঘুমাচ্ছিলে তাই আর বিরক্ত করি নি , আচ্ছা ঘুমিয়ে যাও আমি কাল চলে আসবো (আফরাজ)
↓
↓
পরদিন দুপুরের দিকে আফরাজ চলে আসে আর সাথে পুরো একটা শপিং মল উঠিয়ে আনে , রূপ এর জন্য শাড়ি , থ্রীপিজ , জুতা , পারফিউম , গহনা , ব্যাগ কিছুর অভাব রাখে নি আফরাজ , সব নিয়ে আসে , রূপ এইসব দেখে তো জ্ঞান হারানোর মতন অবস্থা এতো এতো জিনিস এনেছে , তাই সে আফরাজের রুমে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে , আফরাজ বুঝতে পারে সে কিছু বলতে চায় ,
↓
_কিছু বলবে (আফরাজ)
_আমি এতো দামী জিনিস ব্যবহার করবো না , এতো দামী জিনিস কখনও ব্যবহার করি নি তো (রূপ)
_এখন থেকে করবে আর হ্যা , আমি চাই না কেউ তোমাকে একটা কথাও শুনাক , তুমি শাহরীন আফরাজ হুসেইন , তুমি ঠিক সেইভাবেই চলা ফেরা করবে you get it (আফরাজ)
_সত্যি কি আমি শাহরীন আফরাজ হুসেইন ? (রূপ)
_মানে (আফরাজ)
_আতিয়া আজ জিজ্ঞাস করছিলো , আমরা স্বামী-স্ত্রী হয়ে আলাদা থাকি কেন (রূপ)
_what...... আতিয়ার এতো সাহস হয় কিভাবে , দাড়াও , আমি ওকেই জিজ্ঞাসা করবো (আফরাজ)
_নাহ প্লিজ , মেয়েটা খুব ভালো , প্লিজ ওকে বকা দিবেন না , ওহ তো এমনি জিজ্ঞাসা করছিল , প্লিজ ওকে কিছু বইলেন না 😭😭 (রূপ)
_রুপাঞ্জনা তুমি কাদছো কেন , আচ্ছা যাও কিছু বলবো না (আফরাজ)
_বললেন না যে (রূপ)
_কি বলবো (আফরাজ)
_এই যে , আমি কি সত্যিই শাহরীন আফরাজ হুসেইন কিনা (রূপ)
_রুপাঞ্জনা রুমে যাও আমি ব্যস্ত আছি (আফরাজ)
↓
সেইরাতে রুপাঞ্জনা অনেক কাদে , বিয়েটা করলেন আমার অমতে হয়তো আমাকে বাচানোর জন্য তাই তার এইসব নিয়ে মাথা ব্যাথা নেই , চুপ করে থাকা ছাড়াও আমার উপায় নেই , রূপ এর খুব কষ্ট হচ্ছিলো,
↓
↓
একদিন সকালে আতিয়া আর রূপ কিচেনে রান্না করছিল আর গল্প করছিল হঠাৎ আফরাজের চেচামেচি শুনে দুইজনেই একটু ভয় পেয়ে যায়
↓
_আত্তু আত্তু (আফরাজ)
_জ্বি ভাইয়া , কিছু হয়েছে (আতিয়া)
_আফরাজ একবার রূপ এর দিকে তাকায় আর বলে তোমার ভাবির সমস্ত কাপড় এবং যা যা প্রয়োজনীয় জিনিস আছে সব আমার ঘরে shift করার ব্যবস্থা কর (আফরাজ)
↓
রূপ ভূত দেখার মতন চমকিয়ে আফরাজের দিকে তাকিয়ে আছে
↓
_কেন ভাইয়া হয়েছে কি (আতিয়া)
_ফুপ্পি জান আসতেছে , উনাকে বিয়ের খবর টা কে দিয়েছে কে জানে , তুমি তারাতারি সব ব্যবস্থা করো (আফরাজ)
_আরে বাপ রে , ফুপ্পি জান আসতেছে , উফফফফ উনাকে কে খবর দিল , এই মিডিয়ার লোক গুলাও পারে (আতিয়া)
_আত্তু কি হয়েছে গো , উনি কোথায় গেলেন আর ফুপ্পি জান টা কে গো , আর আমার জামা কাপড় কেন উনার ঘরে নিতে বলল (রূপ)
_ফুপ্পি মানে ভাইয়ার বড় ফুপ্পি , ভাইয়া উনাকে ফুপ্পি জান বলে ডাকে , ভাইয়ার বাবা মা যখন মারা যান তখন এই ফুপ্পিই ভাইয়াকে লালন পালন করেছেন , হয়তো শুনেছে ভাইয়া বিয়ে করেছে তাই আসছেন ঢাকাতে , আপনি কিন্তু কিছুই বলবেন না উনাকে কেমন , যা বলার ভাইয়াই বলে দিবে (আতিয়া)
↓
↓
সন্ধ্যায় ফুপ্পি জান হাজির , আফরাজ তার ফুপ্পির সব কথা শুনে আর অনেক সম্মান করে তাই সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ,
↓
_আফরাজ মিয়া , তুমি বিয়ে করলা আর আমাকে বললা না
_আসলে ফুপ্পি জান হয়েছে কি , হঠাৎ করেই হয়ে গেলো (আফরাজ)
_হয়েছে হয়েছে আর সাফাই গাইতে হবে না আমার লক্ষীরে ডাকো তার মুখ খানা দেখি (ফুপ্পি)
_আতিয়া রুপাঞ্জনা কে নিয়ে এসো (আফরাজ)
_জ্বি (আতিয়া)
_ভাবি এই ভাবি (আতিয়া)
_জ্বি (রূপ)
_একি আপনি কাদছেন কেন , কি হয়েছে (আতিয়া) _আমার খুব ভয় করছে আতিয়া , উনি যদি আমায় কিছু বলে (রূপ)
_চলুন ভাবি , আর ঘোমটা টা একটু বড় করে টেনে দেই (আতিয়া)
_দেখো আফরাজ মিয়া তুমি অনেক অন্যায় করছো , আমাকে বললা না কেন , যেই ভাবেই হোক বিয়ে টা , বিয়ে তো নাকি (ফুপ্পি)
_জ্বি ফুপ্পি জান (আফরাজ)
_ফুপ্পি জান এই যে নতুন ভাবি (আতিয়া)
_নিয়ে আসো আমার কাছে আতিয়া , জলদি করে নিয়ে আসো , মুখ খানা দেখি (ফুপ্পি)
_ফুপ্পি জান আস্তে , পরে যাবেন তো (আফরাজ)
_দেখি দেখি আমার লক্ষীর মুখ খানা , ঘোমটা টা উঠাই একটু , (ফুপ্পি)
↓
ফুপ্পি জান ঘোমটা খুলে হা হয়ে থাকে , রূপ সে তো কান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে
↓
মাশা-আল্লাহ , এ কে গো আফরাজ মিয়া , এতো দেখি জান্নাতের পরী নিয়া আসছো ঘরে । কি সুন্দর কি মাসুম একটা পিচ্চি বউ নিয়া আসছো তুমি , না না একদম কাদে না , কি হয়েছে আমার লক্ষী মায়ের (ফুপ্পি)
↓
_রুপাঞ্জনা ফুপ্পিজান কে সালাম দাও (আফরাজ)
আফরাজের কথায় রূপ এর ঘোর কাটে ,
↓
_আসসালামু আলাইকুম (রূপ)
_ওয়ালাইকুম আসসালাম ,, মাশা-আল্লাহ , কন্ঠ তো মনে হয় মুক্তা ঝরে , বাহ আফরাজ মিয়া তুমি তো একটা লক্ষী আনছো ঘরে , আমার এই লক্ষীর জন্য তোমারে মাফ করলাম (ফুপ্পি)
↓
তারপর ফুপ্পিজান রূপ এর হাতে একজোড়া মোটা বালা পরিয়ে দিলেন আর গলায় একটা বড় হার ও পরালেন , তারপর রূপ কে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন আর আফরাজ ফুপ্পির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পরে
↓
↓
↓
To be continued
Monday, October 15, 2018
ভালোবাসার গল্প - ভাবনার গহীনে পার্ট 5
Subscribe to:
Post Comments
(
Atom
)


আরো নতুন নতুন Golpo পড়তে ভিজিট করুন
ReplyDeletewww.valobasargolpo2.xyz