Monday, October 15, 2018

ভালোবাসার গল্প - ভাবনার গহীনে পার্ট 5

1 comment

#ভাবনার_গহীনে
writer :Afroja
Part 05 :
বাসায় আসার সময় সারা রাস্তা কেউ কোন কথা বলে নি , রূপ কি করবে তাও ভেবে পাচ্ছে না । আর আফরাজ তো ভেবেই পাচ্ছে না তার কলিগ রা যদি জেনে যায় যে সে বিয়ে করেছে তাহলে তো আর রক্ষা নেই । ভাবনার গহীনে তারা দুইজনেই এমন ভাবে ডুবে গেলো যে কখন বাসায় এসে গেছে কেউ বলতেও পারে নি ।
ঘোর কাটে ড্রাইভারের ডাকে

_স্যার চলে আসছি , নামবেন না? (ড্রাইভার)
_ওহ হ্যা , রুপাঞ্জনা নামো (আফরাজ)
_আতিয়া , আতিয়া , কোথায় তুমি (আফিরাজ)
আতিয়া মেয়েটা আফরাজের বাসায় কাজ করে , মেয়েটা খুব ভালো , সব কিছু আগলে রাখে , আর আফরাজ ও তাকে ওই ভাবেই রেখেছে , কাজের মেয়ের মতন একদম রাখে নি তাকে ।
_জ্বি ভাইয়া , কিছু বল.......আরে ইনি কে ভাইয়া (আতিয়া)
_উনি তোমরা ভাবি (আফরাজ)
_ভাবি,,,,,, কি বলছেন আপনি ভাইয়া,,, আমার তো বিশ্বাস হচ্ছে না (আতিয়া)
_বিশ্বাস করে নাও তাহলেই বিশ্বাস হয়ে যাবে , আর আমি খুব ক্লান্ত আতিয়া , এখন একটু ঘুম দিব , ওকে পাশের রুম টা দেখিয়ে দাও (আফরাজ)
_পাশের রুম কেন ভাইয়া , উনি তো আপনার রুমেই থাকবেন , তাই না (আতিয়া)
_আত্তু আমি বেশি কথা পছন্দ করি না , যা বলেছি তাই করো (আফরাজ)
_জ্বি ভাইয়া , ভাবি আসেন আপনি (আতিয়া)

রূপ কে নিয়ে আতিয়া উপরে একটা রুমে গেলো ,

_ভাবি এইটা আপনার রুম , আপনি এইখানেই থাকবেন , (আতিয়া)
_আচ্ছা....... (রূপ)
_কিছু বলবেন ভাবি , বলেন না কোন সমস্যা নেই , আর আমার নাম আতিয়া আপনি আমাকে আত্তু বলেও ডাকতে পারেন , সমস্যা নেই (আতিয়া)
_আচ্ছা , এই রুমে কি কেউ থাকতো আগে (রূপ)
_নাহ তো , কেন ভাবি (আতিয়া)
_এই যে এতো পরিপাটি করে সাজানো (রূপ)
_এই বাড়িতে সব রুমই এমন পরিপাটি করে সাজানো থাকে ভাবি (আতিয়া)
_আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত , আপনি ফ্রেশ হয়ে নেন , তারপর বিশ্রাম করেন আমি খাবারের ব্যবস্থা করছি (আতিয়া)

রূপ ফ্রেশ হয়ে একটা ঘুম দেয় , এক ঘুমে সন্ধ্যা পার করে দেয় , যখন ঘুম ভাঙে তখন বেচারি ভয়ে শেষ হয়ে যায় ভাবে যদি উনি কিছু বলে , অনেক ভয়ে ভয়ে নিচে নামে , রূপ এর আগে এতো বড় বাড়ি দেখে নি , ডুপ্লেক্স করা বাড়িতে যে থাকবে তাও ভাবে নি কোন দিন , বাড়ির সব জিনিস গুলা অনেক সুন্দর করে সাজানো গোছানো । খুব ভালো লাগে রূপ এর । নিচে নেমে ডাইনিং এর সামনে দেখছে আতিয়া কাজ করছে , রূপ কে দেখে আতিয়া বলে

_আরে ভাবি যে , ঘুম হলো এতক্ষণে , আসুন আসুন ভাবি এইবার কিছু খেয়ে নিন , (আতিয়া)
_আসলে শরীর টা অনেক ক্লান্ত ছিল তো তাই শুয়েছিলাম আর ঘুম চলে আসছে , আসলে বুঝতে পারি নি সরি । আচ্ছা উনি কোথায় ? (রূপ)
_কে ভাইয়া , ভাইয়া তো নেই , ভাইয়া তো চলে গেছে চেম্বারে , ঘুম থেকে উঠলো , খাওয়া দাওয়া করলো আর চেম্বারে চলে গেলো , ওইখান থেকে ঢাকার বাহিরে যাবে কি কাজ আছে যেন তাই আর আজকে বাসায় ফিরবে না কাল দুপুর হবে ফিরতে , অবশ্য যাওয়ার আগে আপনার কথা বলে গেছে আমাকে (আতিয়া)
_কি বলে গেছে (রূপ)
_এই তো যে আমি যেন আপনার খেয়াল রাখি , আপনি যেনো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করেন আর আপনার যাতে কোন প্রকার সমস্যা না হয় তার জন্য আমাকে আপনার সাথে থাকতে বলে গেছে (আতিয়া)
_আফরাজ বলে গেছে এইসব (রূপ)
_হ্যা তো , ভাইয়াই বলে গেলো তো (আতিয়া)
_ওহ (রূপ)

মানুষ টা আমাকে নিয়ে এতো ভাবে এতো চিন্তা করে ভাবতেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠে ।

সারারাত না ঘুমিয়ে পার করলো রূপ , আফরাজ এর মধ্যে কয়েকবার আতিয়ার কাছে কল করে রূপ এর খোজ খবর নিয়েছে তাও সে নিজে একবার রূপ এর সাথে কথা বলতে চায় তাই ল্যান্ড-লাইনে কল করে বসে তার রূপ ভয় পেয়ে যায়৷ দ্বিধা দন্দ করে কল টা রিসিভ করলো

_হ্যা....হ্যা....হ্য­ালো (রূপ)
_এই হ্যা হ্যা টা কবে বাদ দিবে , ভয়ের কিছু নেই , আমি আফরাজ (আফরাজ)
_ওহ আপনি , জ্বি বলুন (রূপ)
_এতো রাতে কি করো , ঘুমাচ্ছো না যে (আফরাজ)
_ঘুম আসছিলো না (রূপ)
_কেন রাফাতকে মনে পরছে নাকি নিজের বাড়ির কথা (আফরাজ)
_বাদ দিন তো , আপনি খেয়েছেন , আর আমাকে না বলে চলে গেলেন যে , আতিয়ার কাছে শুনলাম আপনি কাল দুপুরে ফিরবেন (রূপ)
_তুমি ঘুমাচ্ছিলে তাই আর বিরক্ত করি নি , আচ্ছা ঘুমিয়ে যাও আমি কাল চলে আসবো (আফরাজ)


পরদিন দুপুরের দিকে আফরাজ চলে আসে আর সাথে পুরো একটা শপিং মল উঠিয়ে আনে , রূপ এর জন্য শাড়ি , থ্রীপিজ , জুতা , পারফিউম , গহনা , ব্যাগ কিছুর অভাব রাখে নি আফরাজ , সব নিয়ে আসে , রূপ এইসব দেখে তো জ্ঞান হারানোর মতন অবস্থা এতো এতো জিনিস এনেছে , তাই সে আফরাজের রুমে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে , আফরাজ বুঝতে পারে সে কিছু বলতে চায় ,

_কিছু বলবে (আফরাজ)
_আমি এতো দামী জিনিস ব্যবহার করবো না , এতো দামী জিনিস কখনও ব্যবহার করি নি তো (রূপ)
_এখন থেকে করবে আর হ্যা , আমি চাই না কেউ তোমাকে একটা কথাও শুনাক , তুমি শাহরীন আফরাজ হুসেইন , তুমি ঠিক সেইভাবেই চলা ফেরা করবে you get it (আফরাজ)
_সত্যি কি আমি শাহরীন আফরাজ হুসেইন ? (রূপ)
_মানে (আফরাজ)
_আতিয়া আজ জিজ্ঞাস করছিলো , আমরা স্বামী-স্ত্রী হয়ে আলাদা থাকি কেন (রূপ)
_what...... আতিয়ার এতো সাহস হয় কিভাবে , দাড়াও , আমি ওকেই জিজ্ঞাসা করবো (আফরাজ)
_নাহ প্লিজ , মেয়েটা খুব ভালো , প্লিজ ওকে বকা দিবেন না , ওহ তো এমনি জিজ্ঞাসা করছিল , প্লিজ ওকে কিছু বইলেন না 😭😭 (রূপ)
_রুপাঞ্জনা তুমি কাদছো কেন , আচ্ছা যাও কিছু বলবো না (আফরাজ)
_বললেন না যে (রূপ)
_কি বলবো (আফরাজ)
_এই যে , আমি কি সত্যিই শাহরীন আফরাজ হুসেইন কিনা (রূপ)
_রুপাঞ্জনা রুমে যাও আমি ব্যস্ত আছি (আফরাজ)

সেইরাতে রুপাঞ্জনা অনেক কাদে , বিয়েটা করলেন আমার অমতে হয়তো আমাকে বাচানোর জন্য তাই তার এইসব নিয়ে মাথা ব্যাথা নেই , চুপ করে থাকা ছাড়াও আমার উপায় নেই , রূপ এর খুব কষ্ট হচ্ছিলো,


একদিন সকালে আতিয়া আর রূপ কিচেনে রান্না করছিল আর গল্প করছিল হঠাৎ আফরাজের চেচামেচি শুনে দুইজনেই একটু ভয় পেয়ে যায়

_আত্তু আত্তু (আফরাজ)
_জ্বি ভাইয়া , কিছু হয়েছে (আতিয়া)
_আফরাজ একবার রূপ এর দিকে তাকায় আর বলে তোমার ভাবির সমস্ত কাপড় এবং যা যা প্রয়োজনীয় জিনিস আছে সব আমার ঘরে shift করার ব্যবস্থা কর (আফরাজ)

রূপ ভূত দেখার মতন চমকিয়ে আফরাজের দিকে তাকিয়ে আছে

_কেন ভাইয়া হয়েছে কি (আতিয়া)
_ফুপ্পি জান আসতেছে , উনাকে বিয়ের খবর টা কে দিয়েছে কে জানে , তুমি তারাতারি সব ব্যবস্থা করো (আফরাজ)
_আরে বাপ রে , ফুপ্পি জান আসতেছে , উফফফফ উনাকে কে খবর দিল , এই মিডিয়ার লোক গুলাও পারে (আতিয়া)
_আত্তু কি হয়েছে গো , উনি কোথায় গেলেন আর ফুপ্পি জান টা কে গো , আর আমার জামা কাপড় কেন উনার ঘরে নিতে বলল (রূপ)
_ফুপ্পি মানে ভাইয়ার বড় ফুপ্পি , ভাইয়া উনাকে ফুপ্পি জান বলে ডাকে , ভাইয়ার বাবা মা যখন মারা যান তখন এই ফুপ্পিই ভাইয়াকে লালন পালন করেছেন , হয়তো শুনেছে ভাইয়া বিয়ে করেছে তাই আসছেন ঢাকাতে , আপনি কিন্তু কিছুই বলবেন না উনাকে কেমন , যা বলার ভাইয়াই বলে দিবে (আতিয়া)


সন্ধ্যায় ফুপ্পি জান হাজির , আফরাজ তার ফুপ্পির সব কথা শুনে আর অনেক সম্মান করে তাই সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ,

_আফরাজ মিয়া , তুমি বিয়ে করলা আর আমাকে বললা না
_আসলে ফুপ্পি জান হয়েছে কি , হঠাৎ করেই হয়ে গেলো (আফরাজ)
_হয়েছে হয়েছে আর সাফাই গাইতে হবে না আমার লক্ষীরে ডাকো তার মুখ খানা দেখি (ফুপ্পি)
_আতিয়া রুপাঞ্জনা কে নিয়ে এসো (আফরাজ)
_জ্বি (আতিয়া)
_ভাবি এই ভাবি (আতিয়া)
_জ্বি (রূপ)
_একি আপনি কাদছেন কেন , কি হয়েছে (আতিয়া) _আমার খুব ভয় করছে আতিয়া , উনি যদি আমায় কিছু বলে (রূপ)
_চলুন ভাবি , আর ঘোমটা টা একটু বড় করে টেনে দেই (আতিয়া)
_দেখো আফরাজ মিয়া তুমি অনেক অন্যায় করছো , আমাকে বললা না কেন , যেই ভাবেই হোক বিয়ে টা , বিয়ে তো নাকি (ফুপ্পি)
_জ্বি ফুপ্পি জান (আফরাজ)
_ফুপ্পি জান এই যে নতুন ভাবি (আতিয়া)
_নিয়ে আসো আমার কাছে আতিয়া , জলদি করে নিয়ে আসো , মুখ খানা দেখি (ফুপ্পি)
_ফুপ্পি জান আস্তে , পরে যাবেন তো (আফরাজ)
_দেখি দেখি আমার লক্ষীর মুখ খানা , ঘোমটা টা উঠাই একটু , (ফুপ্পি)

ফুপ্পি জান ঘোমটা খুলে হা হয়ে থাকে , রূপ সে তো কান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে

মাশা-আল্লাহ , এ কে গো আফরাজ মিয়া , এতো দেখি জান্নাতের পরী নিয়া আসছো ঘরে । কি সুন্দর কি মাসুম একটা পিচ্চি বউ নিয়া আসছো তুমি , না না একদম কাদে না , কি হয়েছে আমার লক্ষী মায়ের (ফুপ্পি)

_রুপাঞ্জনা ফুপ্পিজান কে সালাম দাও (আফরাজ)
আফরাজের কথায় রূপ এর ঘোর কাটে ,

_আসসালামু আলাইকুম (রূপ)
_ওয়ালাইকুম আসসালাম ,, মাশা-আল্লাহ , কন্ঠ তো মনে হয় মুক্তা ঝরে , বাহ আফরাজ মিয়া তুমি তো একটা লক্ষী আনছো ঘরে , আমার এই লক্ষীর জন্য তোমারে মাফ করলাম (ফুপ্পি)

তারপর ফুপ্পিজান রূপ এর হাতে একজোড়া মোটা বালা পরিয়ে দিলেন আর গলায় একটা বড় হার ও পরালেন , তারপর রূপ কে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন আর আফরাজ ফুপ্পির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পরে



To be continued

1 comment :

  1. আরো নতুন নতুন Golpo পড়তে ভিজিট করুন
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete