Monday, October 15, 2018

শিক্ষামূলক গল্প - এক লোক ও তার বউ

1 comment

শিক্ষা মূলক পোষ্টঃ
এক লোক তার বউ এক মেয়ে ও ২ ছেলে রেখে বিদেশে গেলো।
কিছুদিন পর বাড়িতে একটি চিঠি পাঠালো, কিন্তু তাঁর চিঠি কেউ না খুলে সেটাকে যত্ন করে আলমারির উপরে রেখে দিলো, ৬ মাস পর আরেকটা চিঠি দিলো ।
তারা সেটা ও না খুলে যত্ন করে আলমারির উপরে রেখে দিলো...।
লোকটা বড়ই পেরেশান হল, পর পর ২টা চিঠি দিলো কিন্তু কোনও উত্তর নাই আরও ৬ মাস পর আরেকটা চিঠি দিলো, এইবারও একই কাজ করল, আগের ২ টা চিঠির ধুলোবালি ঝেড়ে ৩ টা চিঠিই যত্ন করে আলমারির উপরে রেখে দিলো।
এবার লোকটা সত্যি সত্যি চিন্তিত,
সে দেশে ফিরে আসল, বাড়িতে গেলে তাঁর ছোট
ছেলে দরজা খুলে দেয়, মায়ের কথা জিজ্ঞেস করে;
ছোট ছেলে বলেঃ মায়ের অনেক অশুখ হয়েছিলো,
আমাদের কাছে টাকা ছিলোনা, চিকিৎসার ওভাবে মা মারা গেছে।
বোনের কথা জিজ্ঞেস করল বাবা,
ছেলে বললঃ অমুক বাড়ির লোক জন বোন কে জোর করে তাদের ছেলের সাথে বিয়ে দিয়েছে, বোনকে অনেক অত্যাচার করে বোন অনেক কষ্টে আছে।
বড় ভাই এর কথা জানতে চাইলে ছেলে বললঃ মা আর বোন যাওয়ার পর ভাই এলাকার কিছু খারাপ ছেলের সাথে মিশে এখন নেশায় আশক্ত হয়ে গেছে, বাড়িতে আসেনা...।
লোকটি মাথায় হাত দিয়ে মেঝেতে বসে কান্নায় ভেঙ্গে পরলো, কাঁদতে কাঁদতে বলল;
''আমি যে চিঠি পাঠিয়েছি, তোমরা কি পাওনি?
ছেলে বলল ''হ্যাঁ পেয়েছি কিন্তু খুলে দেখিনি ভিতরে কি ছিল, যত্ন করে রেখেছি ঝেড়ে মুছে উপরে তুলে রেখেছি।''
লোকটি এবার আরও কান্নায় ভেঙ্গে পরলো, বলল;
''ইশ যদি একবার খুলে দেখতে তাহলে আজ এই অবস্থা হতো না তোমাদের।
প্রথম চিঠিতে আমি তোমাদের পুরা বছরের খরচ পাঠিয়ে দিয়েছিলাম, যদি সময় মত খুলতে তাহলে মায়ের চিকিৎসা করতে পারতে...
দ্বিতীয় চিঠিতে আমি তোমার বোনের জন্য ভাল একটা সম্বন্ধের কথা লিখেছিলাম আর যেখানে এখন বিয়ে হয়েছে তাদের কথাও লিখেছিলাম যে ওদের থেকে দূরে থাকতে...
তৃতীয় চিঠিতে আমি লিখেছিলাম তোমার ভাই এর দিকে খেয়াল রাখতে, তোমার ভাইকে আমি নসিওত করেছিলাম যাতে ঐসব ছেলেদের সাথে না মিশে,''
ওদের বিপদের সঙ্কেত বিপদ আসার আগেই দেওয়া হয়েছিলো এবং বিপদ থেকে বের হওয়ার উপয়াও বিপদ আসার আগেই জানিয়ে দেওয়া হয়েছিলো।
কিন্তু ওরা চিঠি গুলো হাতে পেয়েও কাজে লাগাতে পারলনা সময় মত বরং সব শেষ হওয়ার পর জানতে পারল আগুন নিভানর পানি হাতের মধ্যেই ছিল...।
খুব নির্বোধ মূর্খ মনে হচ্ছে এদের তাই না?
ভাবছেন, এ কেমন নির্বুদ্ধিতা!!
চিঠি খুলে পড়তে হয়, এটা কে না জানে!!
কিন্তু আফসোস!!
আমি, তুমি আমরা মুসলমানেরা সকলেই এমন অবস্থার শিকার।
তোমার আমার ঘরে ও এমন এক চিঠি সংরক্ষিত আছে যা ঠিক ওদের মতো ই ঝেড়ে মুছে যত্ন করে সব থেকে উঁচু যায়গায় রাখছি।
এই যে কত বিপদ-আপদ, দুঃখ-কষ্টে পড়ছি তার থেকে বাঁচার উপায় যে ঐ চিঠিতে দেওয়া আছে। সেটা একটিবার ও খুলে দেখছি না, আর বুঝতে ও পারছি না যে সেখানেই আছে সকল বিপদ থেকে মুক্তির উপায় ।
আর সেই চিঠি হচ্ছে পবিত্র কোরআন মাজীদ।
যেখানে দেওয়া আছে আমাদের আসন্ন বিপদ থেকে মুক্তির উপায়।
বলা আছে কোন পথে চললে দুনিয়া ও আখিরাতে শান্তি পাবে।
এসো বার বার পড়ে নেই, আর যেনে নেই নাজাতের উপায়।
তবেই তো সুন্দর শান্তির জীবন গড়তে পারব...।
কুরআন হলো সেই গ্রন্থ যেটা পড়া হয় সবচেয়ে বেশি, কিন্তু বুঝা হয় সবচেয়ে কম।
মহান আল্লাহ্ বলেন, “হে মানুষ তোমাদের জন্য এসেছে উপদেশ তোমাদের রবের পক্ষ থেকে এবং অন্তরে যা আছে তার নিরাময় আর মুমিনদের জন্য হেদায়াত ও রহমত।
বলুন, ”এ কোরআন আল্লাহর অনুগ্রহ ও তাঁর রহমত, অতএব তারা সবাই আনন্দিত হোক। তারা যা কিছু
জমা করে এই কোরআন তাঁর চেয়ে অনেক উত্তম”।
(সূরা ইউনুছ ৫৭, ৫৮ আয়াত)।
*** সকলের জন্য জ্ঞাতব্যঃ এই পোষ্টটিতে কোন লাইক দেখতে চাইনা।। ***
চাই; ****"""""""*******""""""""*****
আসুন, আজ থেকে সকলেই কোরআনূল কারীম পড়ি ও তার অর্থ,তরজমা/তাফসির জানার,বুঝার ও তা মানার শপথ করি।
ধন্যবাদ।।

1 comment :

  1. আরো নতুন নতুন Golpo পড়তে ভিজিট করুন
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete