Friday, October 26, 2018

Love story পর্ব ১৯

1 comment

গল্পের_নতুন_মোর
#To_the_power_5_love_story❤
#Mehjabin_Aysha_Rimi(Neela)
#Part_19
নদী:কি ঠিক হবে বল (কাঁদতে কাঁদতে)

আমি: আমরা আছি কি করতে আমরাই সব ঠিক করবো

নদী:(দাঁড়িয়ে চোখ মুছে)no need আমি চাই না বাই আমি গেলাম

অনু:নদী দাড়া

নাদিয়া:ওর পিছনে দৌড়ে যেতে নিলাম

মিহু: (আমি নাদিয়ার হাত ধরে ফেললাম) ওকে একটু একা থাকতে দে

আমি,অনু, নাদিয়া:হুম😧
__________________________________________
মানিক:নিলয় এর কাছে যেয়ে দেখি নিলয় siggaret হাতে নিচে

মেঘ:(আমি অবাক হয়ে গেলাম যে ছেলে আমাদের বকতো আজ সেই ছেলেই)

নীল:(নিলয় এর কছে গিয়ে ওর হাত থেকে সিগারেট নিয়ে ফালিয়ে দিলাম)তুই কি পাগল হয়ে গেছিস

নিলয়: নিশ্চুপ

নীল:ওকে ঝাঁকিয়ে Ans দে

নিলয়: কিছু না বলে ওদিক থেকে বেরিয়ে আসলাম
__________________________________________
১ সপ্তাহ পর.....
এই কয়দিন এ কেউ নিলয় কে কোথাও দেখে নি আর সবার সাথে আগের মতো কেও ই close নেই নাদিয়া আর সাগর এর মধ্যে ও এখন খুব কমই কথা হয় নীল, মানিক ও মেঘ ওদের থেকে এখন একটু দুরেই থাকে কিন্তু এদিকে নদী প্রতিদিন কলেজে নিলয় এর জন্য আসে কিন্তু একদিন ও দেখতে পায় না


মেঘ: নীল দেখ ওরা এসে পরছে

নীল:হুম জানিস সেদিন নীলা কে propose করার জন‍্য যেই আগালাম তখনি নিলয় এর voice শুনি কিন্তু যখন দেখি নিলয় এর সাথে এমন হলো আমি পিছিয়ে যাই

মেঘ:এটা তুই ঠিক করিস নি নীলা তো তোর সাথে এমন না ও করতে পারতো

নীল: কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম কি করবো বল

সাগর: আমার মতো সাহসী হ

নীল:এখন তো এটা বলবি তোর সাথে তো কেও তোকে support করছে তাই পেরে গেছিস

মানিক:হাসাহাসি

মেঘ:বাই দা ওয়ে মনু তোর সায়মার কি খবর

নীল: সায়মা আসলো কোথা থেকে

সাগর:ওহ তোকে তো বলা আছে হয় নি যেদিন নীলা আর মিহু drunk অবস্থাতে ছিলো সেদিন সায়মার সাথে দেখা airport থেকে বাসায় ফিরছিলো আর ওদের দুজনের বিয়ে ঠিক হয়েছে তাই বেচারি সায়মার আসা

নীল: সেদিন তো মেঘ ও আমার সাথে ছিলো

সাগর: মেঘ কে আমি বলছি

নীল: কিরে মনু একদিন পিংকি আর একদিন সামুক😝

মানিক:what the 😡 আমাকে মনু বলবি না আমার এত সুন্দর নাম থাকতে তুই এই নাম এ ডাকবি না

মেঘ: Awesome নাম বানাইছিস year😂😂 পিংকি-অনু আর সায়মা-সামুক

নীল: talent লাগে বস😎

মেঘ: আচ্ছা তোরা থাক আমার sir এর সাথে একটা কথা আছে আমি বলে আসতিছি

মানিক; আরে ফোন টা তো নিয়ে যা

মেঘ:ওহ হে দে
‌।
সাগর: ফোন কেই সামলাতে পারিস না মিহু কে কিভাবে সামলাবি
‌।
মেঘ: সেটা তোর জানতে হবে না হুহ (ওদিক থেকে চলে আসলাম)
__________________________________________
নাদিয়া: জানিস জলদি আমরা বিয়ে খেতে যাচ্ছি

আমি: তোর বিয়ে

নাদিয়া: আরে না মানিক ভাইয়ার

আমি:বাহ ভালো (হঠাৎ নদীর দিকে চোখ গেল বেচারির পুরো face টাই নষ্ট হয়ে গেছে)relax নদী মে হু না😎

নদী:(ওর কথা শুনে হেসে দিলাম)

মিহু: তুই তো সালমান খান এর fan আজ শাহরুখ খান এর dialogue 😒

আমি: মাঝে মাঝে ওর dialogue ও কাজে লাগে

নাদিয়া:তুই যেন কি বলিস ওওও হ‍্যা বজ্জাত মাইয়া তাই না 😂

আমি:হুহ খোদার গজব আরে নদী আমার মা আর কতো study করবি তোর মাথায় এতো পড়া থাকে কিভাবে

নদী:ওই তোরা যা তো

আমি:আআআআআআ(নদীর কান এর সামনে)

নদী: আম্মু গো আমার কান 😭😭😭

আমি:হিহিহি 😂😂 (নাদিয়া আর মিহুর হাত ধরে বাহিরে নিয়ে আসলাম)

মেঘ:(আমি ওদিক দিয়েই যাচ্ছিলাম আরে ওরা তো নদী আর নিলয় কে নিয়ে discuss করতিছে আর আমরা সেদিন রাতে ওদিক থেকে চলে আসার পর নদী যা যা বলছে সব শুনলাম তার মানে নদী ও নিলয় কে এক মুহুর্ত এর জন‍্য ও আর versity যে থাকলাম না দৌড়ে বের হয়ে গেলাম নিলয় এর বাসার উদ্দেশ্যে ওর বাসায় তালা মারা কেন)দাড়োয়ান চাচা শুনুন

দাড়োয়ান চাচা:হ‍্যা বাবা বলো

মেঘ:চাচা নিলয়?

দাড়োয়ান চাচা: উনার তো আজ বিকেল 5 টায় fight কেনো বাবা তুমি জানো না

মেঘ:নিলয় Thailand যাবে কিন্তু আমি যতটুকু জানি

দাড়োয়ান চাচা:হ‍্যা নিলয় বাবার কোনো ইচ্ছা ছিলো না মেম সাহেব আর বড় সাহেব ও তো ওকে নিয়ে যাওয়ার জন্য ২ বছর ধরে নিয়ে যেতে কিন্তু উনি যাই নি কি যেন কি হলো

মেঘ:হ‍্যা চাচা আচ্ছা চাচা আজ আমি আসি

দাড়োয়ান চাচা:হে বাবা

মেঘ:(এখন কি করবো ঘড়ি তে দেখলাম ৪:১৫ বাজে)shit (তাড়াহুড়োর জন‍্য গাড় টাও আনতে ভুলে গেছি নীল কে ফোন দিলাম)

নীল: কিরে তুই কই

মেঘ: আমার কথা পরে জানা যাবে

নীল:তোর voice এমন শুনা যাচ্ছে কেন?তুই ঠিক আছিস ?

মেঘ:হ‍্যা আমি একদম ঠিক আছি তুই জলদি গাড়ি নিয়ে নিলয় এর বাসায় আয়...হ‍্যালো হ‍্যালো switched off এখন কি করবো 😨 রাস্তা তেই বসে পরলাম কিছুক্ষণ পর ঘড়ির দিকে তাকালাম ৪:৩০ টা বাজে তখনই কানে গাড়ির হর্ন শুনলাম তাকিয়ে দেখি নীল)তু তুই

নীল:হ‍্যা আমি কথা না শুনেই ফোন ওফ করলি কেন😡

মেঘ:(গাড়ি তে বসে সাথে সাথে নীল কে জরিয়ে ধরলাম)

নীল:are u ok megh

মেঘ: আমাদের কাছে একদম সময় নেই জলদি airport চল

নীল: ওকে (গাড়ি start করলাম)মেঘ কি হয়েছে বলবি

মেঘ: নীল কে সব বললাম

নীল:কিহ এতো কাহিনী গাড়ির speed আরো বারিয়ে দিলাম

মেঘ: আরে dst red signal

নীল:এখন সেটা দেখার সময় নেই

মেঘ: পুলিশ follow শুরু করছে

নীল:(গাড়ি ঘুরিয়ে ভিতরের রাস্তায় নিয়ে আসলাম)দেখ তো আছে নাকি

মেঘ:না

নীল:উফ আল্লাহ বাচাইছে (কিছু ক্ষন এর মধ্যেই airport এসে পরলাম ৫.১৫ বাজে মেঘ এর দিক তাকিয়ে) পারলাম না

মেঘ:কেন আমাদের সাথেই এমন হয়

নীল:চল(হঠাৎ পিছন থেকে ডাক শুনলাম পিছনে তাকিয়ে দেখি)নিলয়

নিলয়:তোরা এদিকে

মেঘ: আমি আর নীল যেয়ে নিলয় কে জরিয়ে ধরলাম

নীল:তুই যাস নি তোর তো ৫ টায় flight

নিলয়:হুম যাবো তো কি নিয়ে যেন কি ধরা পরছে সেটা নিয়ে ঝামেলা হইতিছে ৬ টায় flight juice কিনতে বের হইছিলাম কিন্তু তোরা এদিকে তোদের তো কিছু বলি নি

নীল:ওর মুখ এ ঘুসি মারলাম আমি আর মেঘ ওকে ইচ্ছে মত মারতে লাগলাম

নিলয়:guys please stop

মেঘ: অনেক বেশি বেরে গেছিস তুই একবারো জানানোর প্রয়োজন বাবলি না আমাদের... আমাদের কথা রাখ নদীর কথা তো একটু ভাবতে পারতি
‌।
নিলয়: মানে কি 😡 তুই জানিস না

নীল: নদী তোকে love করে

নিলয়: মজা করার সময় না এটা

মেঘ: তোর কি মনে হয় আমরা মজা করতিছি

নীল: শুন তাহলে সব বললাম

নিলয়:আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়লো

মেঘ: দাঁড়িয়ে থাকিস না জলদি চল
__________________________________________
আমি:আজ অনেক দিন পর কলেজে আমরা এতক্ষণ তাই না

অনু:হুম

নদী:guys আমার যেতে হবে

আমি: তোর এতো তারা কীসের তোর তো hostel এই যেতে হবে

নদী: মুচকি হেসে আজ আম্মু আসছে

মিহু: seriously

নদী:হুম

আমি; তাহলে জলদি যা আন্টি কে আমাদের সবার পক্ষ থেকে সালাম আর এত এত এত গুলো ভালোবাসা দিবি(হাত ছড়িয়ে)

অনু:হুম কিন্তু এখন চল দেরি হয়ে গেছে

মিহু: হুম চল চল

নদী:যেই বের হতে যাবো হঠাৎ

চলবে 😁
বি.দ্র: serious moment এ শেষ করার জন্য সরি😝😝কেমন লাগলো জানাবেন কিন্ত 😋😉

1 comment :

  1. আরো নতুন নতুন গল্প, কবিতা,জোকস পড়তে চাইলে আমার সাইটে ভিজিট করুন
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete