Friday, October 26, 2018

Love story পর্ব ২৪

1 comment

#গল্পের_নতুন_মোর
#To_the_power_5_love_story
#Mehjabin_Aysha_Rimi(Neela)
#Part_24
মিহু:নীলাআআআ (বলে সাথে সাথে ওকে টান দিলাম)

আমি:আউচ

মিহু:(চিল্লিয়ে)ছবি তুলতে তোর এতো এগোনো লাগে তোকে না বলছি বেশি লাফালাফি দৌড়াদৌড়ি করবি না আর কতদিন তোকে বোঝাবো বলতো

আমি:Relax মিহু তাকিয়ে দেখ আমি একদম ঠিক আছি এতো ভয় পাচ্ছিস কেন

মিহু: কিসের relax হ‍্যা আর কেনোই বা আমি ভয় পাবো না বল তো (নীলা কে জরিয়ে ধরে)আজ যদি তোর কিছু হয়ে যেতো

আমি:(পুরো অবাক হয়ে গেলাম আমি ওরা আমাকে এতো ভালবাসে একটা মুচকি হেসে দিলাম)শুন একদম কাদবি না তোর মেক আপ নস্ট হয়ে যাবে তারপর জিজু বলবে এ আমি কাকে ভালোবাসলাম পুরোই পেত্নী

মিহু:যাহ ফাজিল তুই একটু সিরিয়াস হ

আমি: ওকে ওকে চলেন এবার নয়তো এদিকেই এসে পরবে

মিহু:শুন একদম হাত ধরে হাঁটবি

আমি: ওকে আমার মা চলেন

মিহু:(তারপর আমরা community center এ চলে আসলাম)

অনু: কিরে তোদের এতো সময় লাগে

নাদিয়া:(অনুর সামনে থেকে নীলা কে নিয়ে আমার সাথে এনে দাড়া করালাম)

আমি:তুই এখনো অনুর সাথে রেগে আছিস

নাদিয়া: জানি না

আমি:দেখ ওর কি দোষ বল আমারই উচিত হয় নি নীল এর সামনে এভাবে যাওয়া after all ও তো নীল কে love করে তাই এসব সহ‍্য করতে পারে নি

নাদিয়া: নীলা তুই চুপ কর ওর ব‍্যাপার এ এখন আমি কিছু শুনতে চাই না

আমি:প্লি...

নাদিয়া:(ওর কথা থামিয়ে দিয়ে)তুই চুপ করবি😡

মিহু;এখন কি এদিকে দাঁড়িয়ে থাকবি তোরা ভিতরে যাবি না

আমি:এতো সুন্দর করে রেডি হলাম কি বাহিরে দাঁড়িয়ে কুকুর বিড়াল পাহারা দেওয়ার জন্য 😒

মিহু:হিহিহি আচ্ছা চল

মানিক: দেখ ওরা এসে পরছে

নীল: ওদের দিক তাকালাম আজ নীলার সাজ একদম perfect 😍😍 গোল্ডেন লং স্কার্ট, রেড tops আর রেড গোল্ডেন মিক্স লং কুটি অবশ‍্য ওরা সবাই এক ড্রেস ই পরেছে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি

মানিক:(নীল এর কান এর সামনে যেয়ে) আমার বোন এর জদি নজর লাগে না তো তোর একদিন কি আমার একদিন 😡

নীল:তুই চুপ থাক

মিহু:(ভিতরে এসে দেখি মেঘ এর পুরো circle আমাদের সোজাসুজি মেঘ এর দিক তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলাম কি)

মেঘ:(বুকের বা পাশে ধরে পরে যেতে নিলাম)

নিলয়:( সাথে সাথে মেঘ কে ধরে ফেললাম)আরে আস্তে

মিহু: মেঘ এর কাহিনী দেখে হেসে দিলাম 😅

নাদিয়া:(সাগর এর সামনে যেয়ে)কেমন লাগছে আমাকে

সাগর:ফেইরি তে যে ডাইনি গুলো থাকে না তেমন

নাদিয়া:কিইইই এত বড় সাহস আর কখনো আমার সাথে কথা বলবি না খবরদার 😡

সাগর: আরে আরে সুন্দর লাগছে মজা করছিলাম

নাদিয়া: একদম চুপ একটা ও কথা বলবা না তুমি আমার সাথে

সাগর:সরি তো 😭

নাদিয়া:হুহ বলে ওদিক থেকে হাটা শুরু করলাম

সাগর:ওর পিছনে পিছনে হেটে সরি😭

সবাই;হাহাহা

অনু:আজ full boys group black jins, white shirt তার উপরে মেরুন ব্লেজার black watch white lofar 😍😍 wow নীল আজ তোমাকে দারুন লাগছে

আমি:আজ তো লাল বাদর টার সাথে ড্রেস ও মিলে গেছে কিন্তু ভালোই লাগছে অনেক ভালো এমনিতেই ও ফর্সা চুল হালকা সামনে কয়েকটা চুল স্পাইক আর সব চুল সিল্কি

মিহু: আরে আর কতো

আমি:ধ‍্যাত এ আমি কি করছিলাম নীলা প্লিজ control

মিহু: কিরে কি বির বির করছিস

আমি:কই কিছু না তো

নিলয় এর আম্মু:এই নীলা মা শুনো

আমি:জি আন্টি আসসালামুয়ালাইকুম কেমন আছেন

নিলয় এর আম্মু: হুম ওয়ালাইকুমু সালাম ভালো (নীলার গাল ধরে)বাহ খুব মিস্টি লাগছে তো

আমি:হিহিহি thank you আন্টি আপনাকে ও অনেক সুন্দর লাগছে

নিলয় এর আম্মু:এই মিহু তুই ওদিকে কি করছিস এদিকে আয়

মিহু:মে আ গায়া হিহিহি

নিলয় এর আম্মু:আজ তো তোদের অনেক সুন্দর লাগছে

মিহু: আপনাকে ও

নীল:হায় মে মার যাওয়া আন্টি আমি তো আপনাকে দেখে প্রেম এ পরে গেলাম

নিলয় এর আম্মু:পাজি ছেলে 😂😂 আচ্ছা নীলা আর মিহু তোমরা দুই জন যাও নদী কে নিয়ে আসো

আমি: ওকে

নিলয়: হুম জলদি যাও আমার বউ টাকে কেমন লাগছে এখনো দেখতে পারছি না জলদি

আমি: ওয়েট এ সেকেন্ড আমরা তো ভুলেই গিয়েছিলাম

নিলয়:কি

আমি: আগে তুমি আমার সাথে আসো

মিহু: কি ভুলছিস রে

আমি: আমি নিলয় ভাইয়ার হাত টেনে ধরে বাহিরে বের করে দিলাম

সবাই: আরে আজব এই মেয়ে কি করছে

মিহু: নীলা তুই কি পাগল হয়ে গেছিস 😡

নিলয়: আরে শালিকা কি করছো বলে ভিতরে ঢুকতে নিলাম

আমি:খবর দার ভিতরে আসবা না

নিলয়: মানে কি

আমি:আমরা গেট ধরি নি😬

নিলয়: একটা শান্তির নিঃশ্বাস নিলাম

নীল:Oh my god drama queen 😡

আমি:হুম এখন টাকা বের করো

Community center এ যারা ছিলো সবাই জোরে হেসে দিলো

নিলয়:কত টাকা চাই

আমি:এই যা কত টাকা চেতে হয় সেটাই তো জানি না 😅

মেঘ:হাহাহাহাহাহাহাহ

মিহু:be cool তোমার তো মাটি তে গোরাগরি খাওয়ার মতো অবস্থা

নিলয়:বইন আর কতক্ষন দাঁড়িয়ে থাকবো 😧

আমি: যতক্ষণ আমি না বলবো

নিলয়: তাহলে আজ আর আমার বিয়ে হইছে 😓
‌।
আমি:😒😒😒 বেশি কথা বলবা না

নীল: আরে ছেরে দাও না

আমি: আপনি উনার শালিকা?

নীল: মানে কি আমি কেনো শালিকা হতে যাবো

আমি:শালিকা না হলে মুখে আঙ্গুল দিয়ে দাড়িয়ে থাকুন একটাও কথা বলবেন না 😒

নীল:উফফফ

মানিক: ওর সাথে পারিস না তো লাগতে যাস কেন

মেঘ:ছি ছি ছি নীল তোমাকে ও এভাবে ইনসালট করলো

মিহু: কস্টেপ আনতে কিন্তু আমার সময় লাগবে না (মেঘ কে)

মেঘ:😶😶

নীল:হাহাহা

আমি:এই আন্টি কত টাকা চাওয়া যায়

আন্টি: আমি নাই এসবের মধ্যে আমি গেলাম

মিহু:নাআআআ

আমি: এদিকেই দাঁড়িয়ে থাকো ভিতরে আসবা না আমি নদী কে নিয়ে আসি আজ তোমাদের বিয়ে বাহিরেই হবে

নিলয়: Aaaaaaaaaaaaaa 😵😵 আগেই বলতা তাহলে community center booked করতাম না

আমি: বললাম না আগে মনে ছিলনা 😡

নিলয়: আরেআরে রাগো কেন😶

আমি:হুহ (বলে মিহুর হাত ধরে যেতে নিলাম)

মিহু: আমার ও যেতে হবে

আমি:জি হ‍্যা ..আর খবর দার যদি ভিতরে আসো খবর আছে 😡

নিলয়:এ কেমন বিচার?

আমি: এইটা আমার বিচার

চলবে...
বি.দ্র:কেমন লাগলো জানাবেন কিন্ত 😋

1 comment :

  1. আরো নতুন নতুন গল্প, কবিতা,জোকস পড়তে চাইলে আমার সাইটে ভিজিট করুন
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete