Friday, October 26, 2018

Love story পর্ব ২৩

1 comment

#গল্পের_নতুন_মোর
#To_the_power_5_love_story
#Mehjabin_Aysha_Rimi(Neela)
#Part_23
অনু:হাহাহা

নীল: আচ্ছা আচ্ছা সবাই ভিতরে চলো নয়তো নদী নয়তো খুঁজতে খুঁজতে বাহিরে চলে আসবে

মিহু:হুম চলো

আমি:( ভিতরে যেয়ে) কিরে তোর হলুদ তুই নাচবি না

নদী:কোন গান এ নাচবো

আমি:মিহু অনু দোস্ত একটা গান আছে না হলুদ বাটো মেহেদি বাটো

মিহু:হিহিহি হুম

আমি:ওর হাত এ একটা mixer ধরিয়ে এ গান প্লে করে দে😝

নদী: নীলা 😡😡😡

আমি:বৌ দের রাগ করতে নেই 😋

নদী:তাই বুঝি

আমি:হুম তাই আর তোর যখন লাল হওয়ার এতো শখ আগে বলবি না তাহলে তোর গায়ে হলুদ দিতাম না মরিচ বেটে দিতাম

নীল:😂😂😂এই থামো

আমি: আপনার কথায় হুহ

নদী:নীলাআআ

আমি:নিলয় ভাইয়াআআ

মিহু:বোন তুই থাম

আমি:তুই থাম যা মেঘ ভাইয়ার কাছে যা 😡

মেঘ: (এইটাইতো সুযোগ মিহুর হাত ধরে)চলো

মিহু: আরে আরে কই যাবো

নীল: শুরু হইছে রোমান্স

মিহু: আমি রাগি চোখ এ মেঘ এর দিক তাকালাম

আমি:এখন কিন্তু ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে যে যার যার মতো নিজের safe জায়গা খুঁজে নিন

মিহু:আজ তোর একদিন কি আমার একদিন

আমি: দৌড়ে নিলয় ভাইয়ার কাছে গেলাম

মিহু: আমি ও ওর পিছনে দৌড়াতে লাগলাম

নিলয়: আরে আরে কি করছো কি

অনু:নিলয় ভাইয়ার চারপাশে ঘুরতে লাগলো ওরা আর ওদের কাহিনী দেখে আমরা সবাই হাসছি

নীল:এখন ওরা দৌড়াতে দৌড়াতে আমার পিছনে এসে পরছে নীলার তো হুস ই নেই ও যে আমার পিছনে দৌড়ে আসছে

আমি: হঠাৎ পরে যেতে নিলাম

নীল: আমি সাথে সাথে ওকে ধরে ফেললাম ওর একটা হাত আমার হাতের মুঠোর মধ্যে আর একটা হাত আমার কাঁধে আর ওর কোমর জড়িয়ে ধরা আমার একটা হাত দিয়ে দুজন ই দুজন এর চোখ এ ডুবে গেলাম

মিহু:উহু উহু

অনু:(রাগে আমার মাথা ফেটে যাচ্ছিলো তারপরও নিজেকে control করলাম)

আমি:মিহুর শব্দে ঘোর ভাঙ্গলো

অনু: নীলা উঠে দাড়াতেই আমি নীল এর সামনে থেকে নীলা কে নিয়ে আসলাম আর আমার পাশে দাড়া করিয়ে রাখলাম
‌।
আমি:অনু আমার হাত শক্ত করে ধরে আছে মনে হচ্ছে এখনি হাত ফেটে রক্ত বের হবে

মিহু:(নীল ভাইয়ার সামনে যেয়ে)ওয়াহ কি রোমান্টিক সিন ছিলো হিহিহি

নীল: Blushing

সবাই:হাহাহা

নাদিয়া: (আমি ওদের সাথে join করলাম হঠাৎ নীলার দিকে চোখ গেল ওর চোখ এ পানি দিয়ে ভরে গেছে ভালো ভাবে তাকিয়ে দেখি অনু ওর হাত অনেক শক্ত করে চেপে ধরে আছে দেখে মাথায় রক্ত উঠে গেল কিছু করতে যাবো)

সাগর:কি হলো কোথায় যাচ্ছো

নাদিয়া:যেতে দাও প্লিজ (রেগে)

সাগর: তোমার কথা শুনে মনে হচ্ছে অনেক রেগে আছো যেখানে ইচ্ছে যাও কিন্তু ভুলে যেও না এইটা বিয়ে বাড়ি

নাদিয়া: (সাগর এর কথা শুনে হুস ফিরল কিন্তু নীলা এইভাবে আর কতক্ষন সহ‍্য করবে কিছু না বলে দৌড়ে যেয়ে অনুর থেকে নীলা কে ছুটিয়ে অন‍্য সাইড এ এসে দাড়ালাম)

নীল:(নীলার চোখ এ পানি কেন মনে হয় ও পরে যাওয়ার সময় ধরা টা উচিত হয় নি 😫 কিন্তু কি করব ধ‍্যাত)

আমি:(নাদিয়ার দিকে তাকালাম)

নাদিয়া: আমার চোখ রাগে লাল হয়ে আছে একদম সোজা তাকিয়ে আছি নীলা কে আমার সাথে রেখে

কিছুক্ষণ পর,,,
মিহু:চল অনেক দেরি হয়ে গেছে

আমি:হুম চল

নীল: নীলা শুনো

আমি: কিছু শুনেই ও না শুনার ভান করে ওদিক থেকে চলে আসলাম

নীল:ও তো কখনো এমন করে না আজ হঠাৎ এমন কি হলো

মেঘ: নীল অনুষ্ঠান শেষ আমাদের ও যেতে হবে চল কাল আবার বিয়ে সব arrangements করতে হবে

নীল:হুম চল

নাদিয়া: (অনুকে)তুই নীলার হাত ওভাবে ধরেছিলি কেন😡

অনু;ম মা মানে

নাদিয়া:এখন কিছু বুঝতিছিস না তাই না

অনু:হে হে ধরেছি নীলা কে যতোই বলি ওর থেকে দুরে থাকতে ওরা আরো কাছে এসে পরে

নাদিয়া:তুই যে এতো টা অন্ধ সেটা জানতাম না

অনু:কি বলতে চাচ্ছিস তুই

নাদিয়া: নীল যে তোকে না নীলা কে ভালোবাসে সেটা তুই বুঝিস না

অনু:একদম চুপ নীল আমাকেই ভালোবাসে নীলা কে না এটা তোদের ভুল ধারণা

নাদিয়া:ও সবার ভুল ধারণা আর শুধু তোরই সঠিক ধারণা আমি তোকে প্রুফ করেই ছারবো নীল তোর না নীলার

অনু: আমি আর এসব কথা শুনতে পারছি না যা এদিক থেকে প্লিজ যা

নাদিয়া: সত্যি কখনো মিথ‍্যা হয়ে যায় না (বলেই ওদিক থেকে চলে আসলাম)
_______________________________________
মিহু: নীলা জলদি কর

আমি: আমি রেডি চল চল

অনু:(নীলা কে ফোন দিলাম)আমরা community center এর বাহিরে দারিয়ে আছি জলদি আয়)

আমি:হুম এইতো আসছি টাটা

মিহু: হুম

আমি: দোস্ত এই এলাকা থেকে যেতে ইচ্ছে না resort টা অনেক সুন্দর কাল রাত ছিলো দেখে বেশি একটা দেখা যায়নি কত বড় বড় পাহাড় অসাধারণ

মিহু: হুম চারপাশে সবুজ আমার ও যেতে ইচ্ছে করছে না

আমি:(যেতে নিলাম হঠাৎ ঝর্না আকরে ধরলো পিছনে তাকিয়ে দেখি গাছ এর সাথে বেজে আছে ছুটিয়ে নিলাম)

মিহু:কেমন যেন অনুভুতি হলো

আমি: কিরে কি হলো

মিহু: গাছের সাথে তোর ওরনা এইভাবে আকরে ধরা টা আমার ভালো লাগছে না একটু দাড়াই তারপর যাই

আমি:(মিহুর হাত টান দিয়ে আরে চল তো আজগুবি কথা যতো)

মিহু:নীলা আমার কথা টা শোন (হঠাৎ ফোন এ মেসেজ আসলো নাদিয়ার মেসেজ নীলা কে সাবধান এ আনিস ওর জন‍্য বেশ কয়েকদিন ধরেই অনেক ভয় লাগছে আর এমনিতেই ও একটা পাহাড়ি এলাকা)বেশ কয়েকদিন ধরে তো ভয় আমারো লাগছে আজ একটু বেশি ই লাগছে

আমি: কিরে কিছু বললি

মিহু:কই না তো

নীলা:দেখ ওই জায়গা টা সুন্দর না?

মিহু: আসলেই তো

আমি:ওয়েট একটা ছবি তুলে নেই আর একটু এগোলাম

মিহু:(নীলা আস্তে আস্তে অনেক এগিয়ে গেছে ওর সামনে আর অল্প একটু জায়গা)নীলাআআআআআআ
চলবে....
বি.দ্র: আজকের পর্ব টা বেশি ছোট হয়ে গেছে আজ সময় পাবো না দেখে কাল দুইটা পর্ব দিয়েছি...আর কেমন লাগলো জানাবেন 😊

1 comment :

  1. আরো নতুন নতুন গল্প, কবিতা,জোকস পড়তে চাইলে আমার সাইটে ভিজিট করুন
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete