ভাবনার_গহীনে
writer :Afroja
Part 23 : (#last_part)
,
সারা রাস্তা এক রকম দম বন্ধ হওয়ার মত অবস্থা ছিল আফরাজের , চার মাস আগেও একটা ভুল করেছিল সে আর আজও আবার আরেকটা ভুল করেছে । এক ভুলের জন্য তাকে চার চার টা মাস সাফার করতে হয়েছে , এখন আবার , নাহ এইভাবে আর হতে দেয়া যাবে না । এইসব ভাবতে ভাবতে গাড়ির স্পীড আরো বাড়িয়ে দেয় আফরাজ ।
↓
রুপাঞ্জনার কোয়াটারের সামনে আফরাজের গাড়ি এসে থামে , দৌড়ে উপরে যায় আফরাজ , বাসার বেল দিতেই বুয়া দরজা ,
↓
_তোমার ভাবি কোথায় (আফরাজ)
_নিজের ঘরে আছে , চইটা গেছে খুব (বুয়া)
_তোমায় কিছু বলেছে (আফরাজ)
_নাহ কিতা আর কইবো , দেখলাম কান্দে , হেইল্লিগা আমিও কিছু কই নাই কা , আপ্নে আইসেন ওখন আপ্নেই দেহেন , আমি যাই গা এমনে ও বহুদ দেরি হইয়া গেছে , ভাই আপ্নে দরজা লাগাই দেন (বুয়া)
_আচ্ছা যাও , শুনো কিছু রেধেছো ? (আফরাজ)
_হো রাইন্দা থুইছি , মন চাইলে খাইয়েন (বুয়া)
↓
বুয়া চলে যায় , আফরাজ দরজা লাগিয়ে রুমের দিকে অগ্রসর করে , দেখে রুপাঞ্জনা ব্যাগ প্যাক করছে আর কাদছে
↓
_ওই ওই কোথায় যাচ্ছো তুমি (আফরাজ)
_.............
_কথা বলো , ব্যাগ গুছাও কেন (আফরাজ)
_............
_আমি কিন্তু তোমায় যেতে দেবো না , বলে দিলাম (আফরাজ)
_................
_আরে কথা তো বলবা তাই না , মানছি ভুল হইছে , তার জন্য এমন করবা (আফরাজ)
_..............
_তুমি যদি ভাবো তুমি চলে যাবা মানে পালিয়ে যাবা তাহলে এইবার কিন্তু পা ভেঙে হাতে ধরিয়ে দিবো , বললাম (আফরাজ)
_...................
_তোমার সাথে কথা বলতেছি আমি রূপ , কথা তো বলতে পারো তাই না (আফরাজ)
_খবদার আর একবার রূপ বলবা তো খবর আছে , আসছে আমার পা ভাংতে , নিজের টা ভাঙো , আজকে তোমার জন্যই তো এতো কিছু হইলো , এই আড়াইমাস কি করছো হ্যা কি করছো , মুখে কি তালা দিয়ে রাখছো , রাতে যখন শুয়েছিলাম তখন তো বলতে পারতা , তা পারবা কেন , শুইলেই তো শুধু তোমার চুম্মাচাটি দিতে মন চায় , তাই না আর শুধু ফাইযলামি করার ধান্ধা ঘুরে । 😭😭😭😭 (রুপাঞ্জনা)
_আমি না বুঝতেছি না তোমার কথায় আমি হাসবো নাকি কাদবো , (আফরাজ)
_হাসতেও হবে না আর কাদতেও হবে না , তুমি তোমার মতই থাকো আমি আমার মতো থাকবো , আমি চলে যাবো (রুপাঞ্জনা)
_ইসসসসস বললেই হলো নাকি , চলে যাবে , যাও না যাও , একবার যাও , পা কেটে দিবো , কোথাও যাওয়া হবে না আমার বাবুর আর আমার বাবুর মায়ের (আফরাজ)
_এহহহহহ আসছে , বাবু আর বাবুর মা বলতে , আরেকটু হলে তো এই বাবু আর বাবুর মাকেই তোমার বন্ধু......... বললাম না আর কিছু 😭😭😭😭 (রুপাঞ্জনা)
_আহহহহ রূপ এমন করো না , প্লিজ , বললাম তো ভুল হয়ে গেছে , আর আমি তো আজকেই ওকে বলতাম সব (আফরাজ)
_হুম বলতা , বলার আগেই সব শেষ হয়ে যেতো , আচ্ছা lowyer হইলা কেমনে তুমি , হ্যা , আর ওই লোক , শালা লুইচ্ছা - লাফাঙ্গা কোথাকার , কি ভাবছে সে আমাকে আমি তার অফিসে কাজ করি বলে সে যা খুশি তাই করবে , সে বলবে আর আমি সুর সুর করে তার কাছে চলে যাবো , একদম জবাই করে রেখে দিবো পি হারামজাদা রে (রুপাঞ্জনা)
_ওরে আল্লাহ আমার বউ তো দেখি কসাইও । বলা নাই কওয়া নাই ডিরেক্ট জবাই , আল্লাহ রে (আফরাজ)
_আফরাজ প্লিজ , তুমি মজা নিও না , তুমি জানো উনি আমার হাত ধরেছে , আমাকে বলে আমাকে নাকি ভালোবাসে , আমাকে বিয়ে করতে চায় , তুমি না এলে কি হতো (রুপাঞ্জনা)
_রুপাঞ্জনা , এই দিকে আসো , বসো আমার কাছে ,
শুনো শাখাওয়াত এতো টা খারাপ না যত টা তুমি ভাবছো । সে শুধু তোমাকে ভালোবেসেছে , না যেনেই তুমি কে বা কাহারা । এখন এই অবস্থায় আমি ওকে মারতে তো আর পারি না , এইখানে সব থেকে ভুল কার বেশি জানো ? আমার , তার কারন আমি যদি প্রথমেই বলে দিতাম তুমি আমার বিবাহিতা স্ত্রী তাহলে আর কোন প্রবলেমই হতো না । এখনো আমি ওর ব্যাপারে action নিতে পারি যদি দেখতাম আমি বলার পরেও ও বারাবারি কিছু করতো । কিন্তু ও বেচারার কি দোষ , আর তুমি এমনিতেই যে সুন্দরী , যে কেউই তোমার প্রেমে পরে যাবে বেচারা শাখাওয়াত তো নরমাল মানুষ , বলো । (আফরাজ)
_সরো তুমি কোন কথাই বলো না (রুপাঞ্জনা)
_আচ্ছা বলবো না , দেখি এইদিকে আসো তো , (আফরাজ)
_কিহহহহহহহহহ , কও (রুপাঞ্জনা)
_{পেটে হাত দিয়ে }আচ্ছা আমার বাবুটা যে তোমার পেটে এতো দিন ছিল তুমি টের পাও নি (আফরাজ)
_কি করে বলবো , পিরিয়ড অফ হয়ে গেছিলো , ভেবেছিলাম হয়ে যাবো কিন্তু , তোমাকেও বলি নাই , তাই নিজেই গিয়েছিলাম ডক্টর এর কাছে , গিয়ে দেখি এই অবস্থা , (রুপাঞ্জনা)
_যাক ভালোই হলো , আমার একজন খেলার সাথী হবে (আফরাজ)
_এই শুনো না , ও আমার মাঝে আস্তে আস্তে বেড়ে উঠবে , আমাকে লাথি ও মারবে , (রুপাঞ্জনা)
_হা হা হা (আফরাজ)
_হেসো না তো , আচ্ছা ও আসলে আমায় ভুলে যাবে , তাই না , আমায় আর ভালোবাসবে না ? (রুপাঞ্জনা)
_ধুর বোকা , তখন তোমাকে আরো বেশি ভালোবাসবো , ও আমাদের মাঝে দূরত্ব তৈরি করতে আসবে না , ও আমাদের মাঝে সম্পর্ক টা আরো গাঢ় করতে আসবে ইনশাআল্লাহ (আফরাজ)
_আমিন (রুপাঞ্জনা)
_চলো খুব ক্ষুধা লেগেছে , বুয়া রেধে দিয়ে গেছে
চলো খাবো (আফরাজ)
_চলো (রুপাঞ্জনা)
↓
রাতের খাবার সেড়ে প্রায় ১টায় দুইজন বিছানায় শরীর এলিয়ে দেয় ।
_কাল কিন্তু আমরা বাসায় চলে যাবো (আফরাজ)
_হুম , আমি কয়দিন হয়েছে বাসায় যাই না , কাল কিন্তু আমরা চলেই যাবো (রুপাঞ্জনা)
_আচ্ছা (আফরাজ)
_জানো আমি খুব খুশি আজ , আমি সব পেয়ে গেছি আর কোন দুঃখ নেই মনে (রুপাঞ্জনা)
_আর দুঃখ আনবেও না মনে , যখ যা কিছু হবে আমায় বলবে , নিজ থেকে বেশি বুঝবা না , আমি চাই তুমি আর আমার বাবু দুইজনেই ভালো ত্থাকো (আফরাজ)
_ok উকিল সাহেব (রুপাঞ্জনা)
_রুপাঞ্জনা , একটা কথা বলি (আফরাজ)
_বলো (রুপাঞ্জনা)
_একদিন আমিই তোমাকে মানা করেছিলাম , এখন আমিই তোমাকে বলছি , কাল বাসায় গিয়ে তোমার পরিবারের সবাইকে আসতে বলো আমাদের বাসায় , আমি চাই তুমি এখন তাদের সবার সাথে কথা বলো , যোগাযোগ রাখো (আফরাজ)
_তারা আমার খোজ নিয়েছিল এই ১ বছরে (রুপাঞ্জনা)
_তোমার বড় বোন তো রেখেছে (আফরাজ)
_তাহলে ওর সাথেই যোগাযোগ রাখবো , বাকি কারো প্রয়োজন নেই আমার (রুপাঞ্জনা)
_কিন্তু রুপাঞ্জনা........ (আফরাজ)
_প্লিজ আফরাজ , এই বিষয়ে আমরা কথা না বলি (রুপাঞ্জনা)
_আচ্ছা আচ্ছা ঠিক আছে , এতো উত্তেজিত হওয়ার কি আছে , (আফরাজ)
_আচ্ছা বাদ দাও , এখন আমায় একটু আদর করো , (রুপাঞ্জনা)
_তাই ম্যামের আজ আদর খেতে ইচ্ছে করছে নাকি (আফরাজ)
_হুম অনেক (রুপাঞ্জনা)
_তাই 😎😎😎😎(আফরাজ)
_হুম 😊😊😊😊😊😊 (রুপাঞ্জনা)
_................. 🙈🙈🙈🙈🙈🙈
↓
↓
রাত বাড়ছে , গাঢ় রাত , পরদিন এক নতুন সকালের উদয় হবে , আর সেই সাথে শুরু হবে দুইজন মানুষের নতুন করে পথ চলা , সরি সরি দুইজন কোথায় , তিন জন তো , একজন তো আসবেই ইনশাআল্লাহ , আর মাত্র আট মাস বাকি তার আসতে , এইভাবেই ভালো থাকুক ভালোবাসারা মানুষ গুলো আর এইভাবেই বেচে থাকুক ভালোবাসা গুলো ।
↓
↓
[সমাপ্ত]
Monday, October 15, 2018
ভালোবাসার গল্প - ভাবনার গহীনে পার্ট 23 ( শেষ পর্ব )
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment