ভাবনার_গহীনে
writer :Afroja
Part 01 :
কলেজের স্মার্ট ছাত্রী রূপাঞ্জনা । managment Department এর সেরা ছাত্রী সে । এইবার honours 3rd year এ উঠেছে ।
↓
বাবা মায়ের আদরের মেয়ে । দুই বোন , আর এক ভাই , বাবা , মা নিয়ে রূপাঞ্জনার পৃথিবী । ভাই বোনদের মধ্যে রূপাঞ্জনা মেজ । বড় বোনের বিয়ে হয়ে গেছে , তাই বাড়িতে এখন ভাই আর রূপাঞ্জনা তার বাবা মায়ের সাথে থাকে ।
↓
এইবার দ্বিতীয় পক্ষ ,
↓
নাহ থাক , না বলি , আস্তে আস্তে পরিচয় হবো আমরা তাহার সাথে ।
↓
↓
↓
_এই রূপ {রূপাঞ্জনা কে ছোট করে সবাই রূপ বলে ডাকে , বাড়িতে+ ভার্সিটিতে} শোন (মিরা)
_হুম বল (রূপ)
_পরশু তো ফাংশন আছে , কি কি করবি (মিরা)
_জানি না এখনো ঠিক করি নি , আর আমার উনি করতে দিলে তো (রূপ)
_তোর উনি তো বরাবরই এ রকম , যত্তসব ঢং (মিরা)
_থাক তবুও আমার (রূপ)
_বরাবরের মতন এইবারও তোকে দিয়েই বেস পরাবে , দেখে নিস (মিরা)
_হুম আমি জানি (রূপ)
_ জানিস এইবারের চিফ গেষ্ট হয়ে কে আসতেছে ? (মিরা)
_কে রে ? (রূপ)
_the handsome guy , the beautiful mentality perfectly a dashing person & most eligible bachelor in this city & the famous lawyer afraaz hossain (মিরা)
_আফরাজ হুসেইন , ওই বুইড়া উকিল টা , হা হা হা
মিরা তুইও পারিস বটে , এই বুইড়া সম্পর্কে কত উক্তি মারলি বল (রুপ)
_এইভাবে কেন বলস , কিসের বুইড়া উনি । হয়তো বয়স একটু বেশি কিন্তু কত আর বেশি হবে জোড়ে গেলে ৩২ হবে । আর মানুষ কে নিন্দাবি না বুঝলি , এই শহরের প্রায় প্রতিটা মেয়েই তার জন্য পাগল । কিন্তু লোক টা কোন মেয়েকে পাত্তা পর্যন্ত দেয় না , তোর রাফাত এর মতন এতো বাচ্চা পোলা না যে ১০০ মেয়ের সাথে ফ্লার্ট করে (মিরা)
_আচ্ছা আচ্ছা ঠিক আছে , এতো সিরিয়াস হওয়ার কিছু নাই আর হ্যা রাফাত সম্পর্কে কোন বাজে কিছু বলবি না ok (রূপ)
_আর তুই ও কারো সম্পর্কে না জেনে কিছু বলবি না, তুই জানিস মানুষ টা কত ভালো আর এই কলেজে প্রতিবছর মোটা অংকের টাকা ডোনেট করে কিন্তু কখনো কলেজে আসেন নি এইবার আসছেন উনি তাও স্যারদের অনেক রিকোয়েস্ট এর পরে । আমার বাবা ওনাকে খুব ভালো করে চিনে , Court এ সব সময় বাবার সাথে দেখা হয় , আর বাবার কাছ থেকেই শুনেছি মানুষ টা খুব শান্ত , নম্র আর বিনয়ী স্বভাবের (মিরা)
_আচ্ছা ঠিক আছে আমার ঘাট হয়ে গেছে , আর বলবো না । চল চল , তা না হলে রাফাত রাগ করবে (রূপ)
_আগে দেখ তোর রাফাত কই , দেখ গিয়ে কোন মেয়ের সাথে প্রেম প্রেম খেলছে হয়তো (মিরা)
_মিরা..... কি বলিস না বলিস , রাফাত ওমন ছেলেই না তুইও না , কার কাছ থেকে কি শুনিস আর আমার রাফাতকে ভুল বুঝিস (রূপ)
_বুঝবি বুঝবি , যখন সব হারাবি তখন বুঝবি (মিরা)
_আচ্ছা এখন বল অনেক বুঝাবুঝি হইছে (রূপ)
↓
↓
বাড়িতে এসেই দুই ভাইবোনের ঝগড়া শুরু
↓
_মা তোমার এই মেয়েকে কবে তাড়াবা এই বাড়ি থেকে (রুপক)
_আহ....তোরা এমন করিস কেন সব সময় (মা)
_ও কেন এমন করবে মা আমার সাথে (রূপ)
_রূপ তুই তো বড় হয়েছিস , তুই কেন এখনো ওর পিছনে লাগিস (মা)
_পিছনে লাগতে আমার ভালো লাগে (রূপ)
_দেখলা মা দেখলা সে কেমন করে (রুপক)
_আহ রূপ এইবার একটু বেশি বেশিই করছিস কিন্তু (মা)
_আচ্ছা আর করলাম না বেশি বেশি এখন আমাকে খেতে দাও অনেক ক্ষুধা লেগেছে (রূপ)
_যা হাত মুখ ধুয়ে আয় আমি খেতে দিচ্ছি (মা)
_আমার প্রিন্সেস কোথায় (বাবা)
_বাবা , তুমি চলে আসছো , তুমি জানো আজ আমার মন খারাপ (রূপ)
_কি হয়েছে আমার প্রিন্সেস এর , কে বকেছে (বাবা)
_মা আর ভাই (রূপ)
_আল্লাহ , কি ডাহা মিথ্যা বললি রে তুই , তুই নিজেই তো কলেজ থেকে এসে আমার মাথায় গাট্টা মারলি তাই মা বকেছে , ফাযিল মেয়ে (রুপক)
_দেখলা বাবা দেখলা সে কি বলল আমায় (রূপ)
_আহ রুপক , সমস্যা কি তোর , কতবার বলব আপু হয় তোর , আপুর সাথে এইভাবে কথা বলে কেউ (বাবা)
_ ও এমনই বাবা , ওর কথা বলে লাভ নাই (রূপ)
_পড়াশোনা কেমন চলে আম্মু (বাবা)
_ভালো বাবা , পরশু আমাদের কলেজে ফাংশন আছে জানো বাবা চিফ গেষ্ট হয়ে কে আসতেছে আমাদের কলেজে (রূপ)
_কে আসবে (বাবা)
_ওই যে famous lawyer আফরাজ হুসেইন আছে না উনি (রূপ)
_ওরে বাবা , তিনি আসবে তাও তোদের কলেজে (বাবা)
_হুম বাবা , এমন করে বলছো কেন (রূপ)
_নাহ আসলে উনি তো কখনো কোথাও যান না তাই বললাম আর কি (বাবা)
_উনি কেন কোথাও যায় না বাবা , সমস্যা কি উনার , কানা নাকি খোড়া নাকি কানে শুনে না , হা হা হা (রূপ)
_ছিঃ মা এইভাবে বলে না , একজন সম্পর্কে না জেনে কিছু বলা ঠিক না , উনি এই সবের কিছুই না , উনি বরাবরই চুপচাপ তবে কোন কেইস হাতে আসলে তার শেষ অবদি উনি যাবেনই যাবেন , একদম সত্য উদঘাটন করে তারপর ক্ষান্ত হবেন , মানুষ টা খুব ভালো । (বাবা)
_তুমি চেনো তাকে (রূপ)
_হুম দুইবার মাত্র কথা বলেছিলাম তার চেম্বারে গিয়ে আমার অফিসের কিছু কাজে , যা ভালো ব্যবহার করেন কি বলবো তোকে আর অত্যন্ত ভদ্র একটা ছেলে এইযে সে পেশায় এতো বড় একজন উকিল কিন্তু আমাকে বাবার মতন শ্রদ্ধা সম্মান দিয়ে কথা বলছে (বাবা)
_আচ্ছা বাবা আমি রুমে যাই (রূপ)
_আচ্ছা (বাবা)
↓
↓
রুমে এসে রূপ কি যেনো শুধু ভাবছে ,
↓
_লোক টা হয়তো ভালোই হবে তা না হলে এতো মানুষ তার সুনাম করবে , যাই হোক পরশু কলেজে আসলে দেখে চোখ স্বার্থক করবো , এখন আর ভেবে কাজ নেই (রূপ)
↓
↓
↓
যথারীতি পরশুদিন চলে এলো , রূপকে আজ অনেক সুন্দর লাগছে , শাড়ী পরে সেজে গুজে অনেক সুন্দর লাগছে তাকে , সে বরাবরই অনেক সুন্দর , তবুও আজ একটু বেশিই সুন্দর লাগছে , বরাবরের মতন তাকেই আজ প্রধান অতিথি কে বেস পরানোর দ্বায়িত্ব টা দেয়া হয়েছে ।
↓
_কিরে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন (মিরা)
_দেখছি আমাদের চিফ গেষ্ট উনি কোথায় , আসতে এতক্ষণ লাগে নাকি (রূপ)
_কেন তর সইছে না নাকি প্রবলেম কি তুই তো বেস পরাবি তখন দেখে নিস (মিরা)
_তাকে দেখার এতো ইচ্ছা আমার নাই , শুধু একটু চোখ কে দেখাবো তোদের dashing person কে দেখতে কেমন লাগে (রূপ)
_তা তোর উনি কই , কলেজে আসেন নাই নাকি (মিরা)
_কি জানি দেখলাম না তো (রূপ)
_দেখ কোন চিপায় কোন মেয়েকে নিয়ে মাতামাতি করতেছে (মিরা)
_আহ মিরা বাজে কথা রাখ তো (রূপ)
↓
ইতোমধ্যে মাইকে এনাউন্স হচ্ছে "আমাদের চিফ গেষ্ট এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা তাকে ফুলের বর্ষণের মাধ্যমে বরণ করে নিবো ”
↓
_oh my god আফরাজ এসে গেছে ,,,, এই আমি আসছি তুইও আয় (মিরা)
_ এমন ভাব ধরছে যেন আফরাজ ওর বর লাগে , যত্তসব ঢং ওর , কই কিছুই তো দেখতে পারছি না , গাড়িটার সামনে এতো মানুষ ভিড় করলে দেখবো কিভাবে ? ধুর মাথা কিছুই দেখি না , এতো আদিক্ষেতা যে তারা করতে পারে একজন মানুষ কে নিয়ে , আরে বাপ রে বাপ , (রূপ)
↓
রূপ এর কথা ভেদ করে কেউ একজন অবশেষে গাড়ি থেকে নেমে আসলেন ,
↓
↓
↓
to be continued....... 😊😊
Monday, October 15, 2018
ভালোবাসার গল্প - ভাবনার গহীনে - পার্ট 1
Subscribe to:
Post Comments
(
Atom
)


আরো নতুন নতুন Golpo পড়তে ভিজিট করুন
ReplyDeletewww.valobasargolpo2.xyz