Monday, October 15, 2018

ভালোবাসার গল্প - ভাবনার গহীনে পার্ট 6

No comments

#ভাবনার_গহীনে
writer :Afroja
Part 06 :
ফুপ্পিজানের সাথে ভালোই মিলে গেছে রূপ । সারাদিন গল্পে মেতে থাকে দুইজন । ফুপ্পিজানও অনেক টাই ভালোবেসে ফেলেছেন রূপ কে । কিন্তু রাতে খাবার টেবিলে যত বিপত্তি ঘটালেন ফুপ্পিজান ।
রাতে খাবার টেবিলে রূপ আর আফরাজ কে এমন কথা বললেন যার জন্য ওরা দুইজনের কেউই প্রস্তুত ছিল না

_তোমাদের দুইজন কে দুইটা কথা বলবো , তোমরা দুইজনেই কথা গুলা রাখবা আশা করি (ফুপ্পি)
_জ্বি ফুপ্পিজান বলেন , আর আপনি বলেছেন আর আমি কথা রাখি নি এমন তো কোনদিনও হয় নি (আফরাজ)
_তুমি একা পারবা না আফরাজ মিয়া সাথে নতুন বউও লাগবে (ফুপ্পি)
_বলে ফুপ্পিজান , আমি রাজি আছি , কি কথা বলেন (রূপ)
_তুমিও একা পারবা না নতুন বউ , তার জন্য আমার আফরাজকেও লাগবে (ফুপ্পি)
_ ঠিক আছে ফুপ্পিজান , আমরা দুইজনে মিলেই করবো , আগে বলুন তো (আফরাজ)
_প্রথম কথা ,
দেখো আফরাজ মিয়া , বিয়ে করছো , ভালো কথা , কিন্তু অনেকেই জানে না যে তুমি বিয়ে করছো তাই আমি চাই ছোট খাট করে একটা রিসিপশন পার্টি রাখা উচিত সেইখানে সবাই কে invite করবা তোমার বন্ধু তোমার কলিগ সবাইকে । কি কও তুমি নতুন বউ (ফুপ্পি)
_আপনারা যা ভাবেন তাই হবে ফুপ্পিজান (রূপ)
_মাশা-আল্লাহ এই তো আমার লক্ষী মা আর তোমার কি মত আফরাজ মিয়া (ফুপ্পি)
_ফুপ্পিজান আপনি যা ভালো ভাবেন । আমার আপত্তি নেই (আফরাজ)
_তাহলে এই শুক্রবারের দিন টাই date fixed করো । আর ছোট করে তোমার আর নতুন বউয়ের হলুদ এর ও অনুষ্ঠানের ব্যবস্থা করবা (ফুপ্পি)
_সেইটার আবার কি দরকার ফুপ্পিজান , এইভাবে তো সব হচ্ছে (আফরাজ)
_দরকার আছে তাই বলছি , আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যাক তারপরও তুমি যে বিয়ে টা করছো এইটাই অনেক (ফুপ্পি)
_জ্বি ফুপ্পিজান আপনি যা বলেন তাই হবে (আফরাজ)
_এইবার দ্বিতীয় কথায় আসি ,
আবার পরের বার যখন আসবো তখন যেন নতুন কাউকে পাই বুঝলা তোমরা (ফুপ্পি)
_ 😱😱😱😱😱ফুপ্পিজান , আবার বিয়ে করতে হবে নাকি (আফরাজ)
_ 😱😱😱😱😱(রূপ)
_তুমি কিসের জন্য যে উকিল হইছো কে জানে , মাথায় বুদ্ধি নাই তোমার , আমি বিয়ের কথা বললাম কখন (ফুপ্পি)
_ 😉😉😉😉😉(রূপ)
_ফাযিল মেয়ে একটা , খালি হাসে {মনে মনে}
নাহ মানে আপনি তো বললেন , তাই আর কি বললাম (আফরাজ)
_আমি বলছি আবার যখন আসবো তখন যেন ছোট ছোট হাত পা নিয়ে টুকুর টুকুর করার মতন মানুষ এই বাড়িয়ে আসে মানে আমার নাতি নাতনি আসে (ফুপ্পি)
_ 😱😱😱😱😱(রূপ)
_ 😱😱😱😱😱(আফরাজ)
_ 😏😏😏😏😏(ফুপ্পি)


ফুপ্পিজান এমন একটা কথা বলায় , আফরাজ আর রূপ লজ্জায় পরে যায় । রূপ তো মাথা উপরেই তুলে না আর আফরাজ তো পানি খেয়ে যাচ্ছে তো যাচ্ছেই ।
পরে সবাই যে যার মতন রুমে চলে যায় । রূপ সব গুছিয়ে রুমে যাবে কি যাবে না এই ভেবে অনেক টা সময় পার করে নেয় । অবশেষে রুমে যায় , গিয়ে দেখে আফরাজ কাজ করছে ল্যাপটপ এ । রূপ কোন কথা না বলে সোজা বাথরুমে ঢুকে যায় । ফ্রেশ হয়ে এসে শুয়ে পরে , এমন সময় আফরাজ ও ফ্রেশ হয়ে , রুমের দরজার দিকে পা বাড়ায় , তখনই

_কোথায় যাচ্ছেন (রূপ)
_তুমি ঘুমিয়ে পরো , আমি স্টাডি রুমে ঘুমিয়ে পরবো (আফরাজ)
_ফুপ্পিজান যদি দেখেন , কি ভাববেন তার চেয়ে বরং আপনি এইখানেই শুয়ে পরুন , আমার কোন সমস্যা নেই (রূপ)
_ভেবে বলছো তো , দেখো কিন্তু (আফরাজ)
_এতো ভাবাভাবির কি কি আছে , শুয়ে পরুন (রূপ)
_তোমার মতন এতো পিচ্চি মেয়ের কাছে এতো ম্যাচুরিটি আশা করি নি , যাক ভালো লাগলো (আফরাজ)
_ঘুমাইলে ঘুমান না ঘুমাইলে না ঘুমান , যত্তসব এজখারাপ লোক 😡😡😡😡 (রূপ)
_আমি পাশে শুলে যদি কিছু হয়ে যায় 😈😈😈 (আফরাজ)
_কি হবে (রূপ)
_ওই যে নিচে তখন ফুপ্পিজান বলল না , তুমি আর আমি , পরেরবার যখন আসবে তখন যেন কেউ আসে নতুন 😈😈😈 বুঝতে পারছো তো (আফরাজ)
_ 😡😡😡😡 হলে হবে , আপনি কি আমার পর নাকি , যত্তসব বদমাইশ মার্কা কথা বার্তা (রূপ)
_ হ্যা হ্যা পাগলি রাগিয়ে দিলাম {মনে মনে } (আফরাজ)
_খালি আমারে পিচ্চি পিচ্চি করে , নিজে মনে হয় কত বুড়ো , আসলেই তো বুড়ো খাটাশ একটা {মনে মনে } (রূপ)
_আচ্ছা শুনো তোমার ফ্রেন্ডস দের সবাইকে invite করবা কেমন (আফরাজ)
_আমার তো একটাই বান্ধবী মিরা , ও কিন্তু আপনাকে অনেক লাইক করে , জানেন তো (রূপ)
_আমার জেনে কাজ নেই , এই কথা টা আরো কয়েকদিন আগে বললেও consider করতে পারতাম but at that moment i am full (আফরাজ)
_করতেন consider , আটকিয়ে রেখেছে কে
আচ্ছা একটা কথা বলি (রূপ)
_বল (আফরাজ)
_বাবা মা আর ভাইকে যদি..... (রূপ)
_রুপাঞ্জনা চুপচাপ ঘুমাও ,আমি এই ব্যাপারে কিচ্ছু শুনতে চাই না আর তোমার ওই বেষ্ট ফ্রেন্ড কে invite করবা (আফরাজ)
_ঠিক আছে 😡😡😡😡 (রূপ)


পরদিন সবাই ব্যস্ত হয়ে পরে , আজ বুধবার পরশু শুক্রবার , তার মানে হাতে আর একদিন বাকি অনুষ্ঠানের । কেনা কাটা , নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছে ।

আর আফরাজ আর রূপ এর হলুদ । কিন্তু রূপ কে কোথাও দেখা যাচ্ছে না ,

_আফরাজ মিয়া , নতুন বউ কোথায় , সবাই অপেক্ষা করছে তো , যাও গিয়ে ডেকে নিয়ে এসো (ফুপ্পি)
_জ্বি ফুপ্পিজান , যাচ্ছি আমি (আফরাজ)

ফুপ্পিজানের কথামত আফরাজ রূপ কে খুজতে উপরে চলে যায় । রুমে গিয়ে পুরা থ হয়ে যায় । এ কে রুমে ? এ তো যেনো কোন এক পরী নেমে আসছে তার ঘরে । আর রূপ তারও একই অবস্থা । আফরাজ কেও আজ কম লাগছে না । এক দৃষ্টি তে তাকিয়ে আছে তার বরের দিকে , আর মনে মনে বলছে , কি সুন্দর লাগছে আমার বর টাকে , বুড়ো টা সত্যি খুব হ্যান্ডসাম আছে তো । দুইজনের দুই মিনিটের অকথ্য ভাষার কিছু চোখাচোখি হয়ে যায় , পরক্ষনেই আফরাজ বলে উঠে ,

_আতিয়া রুপাঞ্জনাকে নিয়ে নিচে যাও । ফুপ্পিজান ওকে খুজছেন (আফরাজ)
_আত্তু তুমি একটু বাহিরে যাও , আমি আসছি (রূপ)
_জ্বি ভাবি , আমি বাহিরেই আছি (আতিয়া)

আতিয়া চলে গেলে রূপ শেষ বারের মতন নিজেকে আয়নায় দেখে নেয় কোথাও কোন কমতি নেই তো?

_সুন্দর লাগছে পিচ্চি , এখন চলো (আফরাজ)
_ 😡😡😡😡😡যাচ্ছি (রূপ)
_রুপাঞ্জনা (আফরাজ)
_জ্বি (রূপ)
_তোমায় আজ অনেক বেশি সুন্দর লাগছে , হলুদ শাড়ি , কাচা ফুলের গহনা সব মিলিয়ে একদম দারুন লাগছে (আফরাজ)
_ 😊😊😊😊 thanks , 😡😡😡😡😡 আমার একটা নাম আছে , আমাকে রূপ বলে ডাকলে খুশি হবো (রূপ)
_সবাই তোমায় রূপ বলে ডাকে , তাই আমি তোমাকে রুপাঞ্জনা বলে ডাকবো , 😎😎😎😎😎 (আফরাজ)


সেইদিনের হলুদের প্রোগ্রাম শেষ হলো ভালো ভাবেই , রিসিপশনের প্রোগ্রাম টাও চলছে ভালো মতো কিন্তু রূপ এর মন অনেক খারাপ তার বাবা মা ভাই বোন এর কথা মনে পরছে অনেক । আর আফরাজ সেও বুঝে গেছে , রূপ এর মন খারাপ কেন ? তাই আর বেশি কিছু বলে নি । প্রোগ্রামে অনেক মিডিয়ার লোক এসেছে । After all famous lowyer afraaz hussain এর বিয়ের রিসিপশন বলে কথা । অনেকে ছবি তুলছে তাদের হয়তো কালকের পত্রিকার ফ্রন্ট পেইজে তাদের ছব বের হবে । অনেক বড় আয়োজন করেছে আফরাজ এই দুইদিনের মধ্যে । সব কিছুর মাঝে থেকেও রূপ যেন কোথাও নেই । আফরাজের ফ্রেন্ডস কলিগ সবাই এসেছেন । রূপ এর সাথে কথাও বলেছে তারা । তারা তো রূপ এর প্রশংসায় পঞ্চমুখ । আর আফরাজ মনে মনে বলে , " আমি তো থাকি তাই আমি বুঝি এই মেয়ে কত তেড়া পাবলিক "
সবাই চলে যায় , আর রাতে রূপ অনেক কাদে , তার পরিবারের জন্য , খুব মনে পরছে তার

_রুপাঞ্জনা কেদো না প্লিজ (আফরাজ)
_আমার তাদের কথা খুব মনে পরছে , আমি কি করবো , আপনি শুধু বলেন কেদো না কেদো না । আমার তো শুধু কান্না পাচ্ছে আমি কি করবো , হ্যা (রূপ)
_আচ্ছা আচ্ছা ঠিক আছে , এখন চুপ করো , অনেক তো কাদলে , এখন চুপ করো (আফরাজ)


আফরাজ বুঝিয়ে শুনিয়ে রূপ কে শান্ত করে ।


তারপর ফুপ্পিজান চলে যান । ফুপ্পিজান চলে যাওয়াতে রূপ একা হয়ে পরে , শুধু আতিয়া ছাড়া আর কেই নেই তার সাথে গল্প করার মতন । আর কলেজেও খুব কম যায় রূপ । এর মাঝে জনাব আফরাজ হুসেইন । উনি তো শুধু কাজ নিয়েই মেতে আছেন । হা হা হা ।
এটা নিয়ে ওটা নিয়ে সারাক্ষন তাদের মাঝে ঝগড়া লেগেই থাকে । হা হা হা , আর তারপর তো আরেক বিপত্তি ঘটে যায় । আর এইবারের বিপত্তি টা রূপই ঘটায় । অবশ্য বেচারি কি আর জানতো এমন টা হবে ।

কি বিপত্তি ঘটিয়েছে এই মেয়েটা আবার । জানতে খুব ইচ্ছে করছে । কিন্তু উপায় নেই । আজ যেতে হচ্ছে , আবার কাল বলবো , কেমন , সেই পর্যন্ত সবাই ভালো থাকবা ।


↓To be continued

No comments :

Post a Comment