Friday, October 26, 2018

Love story পর্ব ২৮

1 comment

গল্পের_নতুন_মোর
#To_the_power_5_love_story
#Mehjabin_Aysha_Rimi(Neela)
#Part_28
আয়াত: আরে কাব‍্য এখন এদিকে তুমি?

কাব্য:কারন...

আয়াত:কারন? (মুচকি হেসে)

কাব্য:কারন আমি জানি তুমি এখন এইসময় সবসময় এখানেই থাকো আচ্ছা এইভাবে রাস্তায় গিটার নিয়ে গান গেতে এতো ভালো লাগে কেনো তোমার?

আয়াত: জানি না oh my god
‌।
কাব্য:কি হলো

আয়াত: আমার কলেজ এর জন্য বাকি মাত্র ১০ মিনিট বাকি আজ versityr নতুন teacher আসবে 😧

কাব্য: এখনো এদিকে দাঁড়িয়ে আছো কেন জলদি যাও

আয়াত:বাই বাই

কাব্য: আয়াত (বলে হাত ধরে ফেললাম)

আয়াত:হ‍্যা বলো

কাব্য: আমি drop করে দেই চলো

আয়াত: আচ্ছা আচ্ছা চলো (বলে দুজন মিলে গাড়ি তে উঠে গেলাম)

কাব্য:(গাড়ি চালাতে চালাতে)২ টা বছর ধরে তুমি ঠিক একই ভাবে কাটিয়ে দিলে

আয়াত:ছারো তো এসব কথা

কাব্য: গার্ড রা দেখছি দুদিন ধরে তোমাকে বাংলাদেশ থেকে ছবি পাঠাচ্ছে না কারন কি

আয়াত: জানি না আজ ফোন করবো

কাব্য: আচ্ছা আমাদের বাসায় কি তোমার খুব সমস্যা হতো?

আয়াত:না তো আসলে এখন আমি একটু নিজের মতো করে থাকতে চাই

কাব্য:দেখো প্লিজ বাসায় ফিরে চলো বাবা মা তোমাকে অনেক মিস করে

আয়াত: প্রতিদিন তো একবার হলেও যাবো তাই না হিহি টাটা চলে আসছি

কাব্য: শুনো

আয়াত:হুম?

কাব্য:একা থাকা লাগবে এমন কোনো কথা আছে নাকি বলো তো

আয়াত:আসলে কি জানো? আমার ছোট থেকেই ইচ্ছে একা থাকার সেইজন‍্য এখন আমি গেলাম

কাব্য: গিটার টা তো রেখে যাও

আয়াত:আচ্ছা তুমি আমার গিটার আমার ফ্লাটে রেখে দিয়ে যেও

কাব্য:যো হুকুম (বলে চলে আসলাম)
____________________________________
এইদিকে,,,
নীল:গান টা শুনার পর থেকে কেমন যেনো লাগছে নাহ আর পারছি না জলদি versity তে তো পৌঁছে গেলাম তারপরও ভালো লাগছে না আমি হেড teacher এর রুমে গেলাম)may I come in

হেড টিচার: আরে permission চেতে হবে না ভিতরে আসুন

নীল: অনেকক্ষন কথা বললাম

হেড টিচার:যাক আপনার বাবা আমাকে আপনার সম্পর্কে অনেক কিছুই বলেছে আজ introduce হয়ে খুশি হলাম আপনি প্রফেসর হিসেবে একদম পারফেক্ট আমাদের versityr জন্য I wish আপনি খুব সহজেই মানিয়ে নিতে পারবেন

নীল:জি আজ তাহলে আমি আসি ক্লাস time হয়ে যাচ্ছে

হেড টিচার: obviously

নীল:(বেরিয়ে আসলাম ওই মেয়েটা কে একদম একই voice ক্লাস এ চলে আসলাম ভাবতে ভাবতে হঠাৎ একটা মেয়ে দৌড়ে ক্লাস রুম এ ঢুকলো) wait

আয়াত: আমি দাঁড়িয়ে গেলাম

নীল:এইটা তো সেই মেয়েটা

নীল:u r late

আয়াত: নিশ্চুপ

নীল:And I don't like this(মেয়েটা উল্টো দিকে ঘুরে আছে)get out

আয়াত: পিছনে ফিরতেই সিঁড়ির সাথে পা বেজে পরে যেতে নিলাম

নীল:(সাথে সাথে ওকে ধরে ফেললাম এইটা তো নীলা ওর চোখ দুটো লাল হয়ে আছে)

আয়াত: উনাকে ধাক্কা দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম

নীল:তুমি?

আয়াত:what?

নীল: নীলা????

আয়াত:excuse me who is neela I am ayat

নীল: sit down

আয়াত:no need (বলে বেরিয়ে যেতে নিলাম)

নীল:i said sit down

আয়াত:লাফ দিয়ে সিট এ বসে পরলাম

নীল:So students attention please(নীলা বেঁচে আছে নীলা মারা যায় নি নীলা বেঁচে আছে আমি ভাবতেও পারছি না আমি আজই মেঘ কে জানাবো না না ওদের surprise দিবো)

লিসা:(আয়াত এর ফ্রেন্ড)ওয়াও দোস্ত দেখছিস আমাদের professor কি handsome 😍😍

আয়াত: চুপ কর তো ক্লাস এ মনোযোগ দে

লিসা: দোস্ত দেখ sir বারবার তোর দিকে তাকাচ্ছে কোনো connection আছে নাকি তোদের (আয়াতের পিঠে ধাক্কা দিয়ে)

আয়াত:স্টপ ইট 😡😡 চুপচাপ ক্লাস কর আর একটাও কথা বলবি না আর উনি আস্তো একটা লুচু তাই বারবার আমার দিকে তাকাচ্ছে

লিসা:আচ্ছা এই নীলা টা কে?

আয়াত:কে জানে কার কথা বলছে

লিসা:তোকেই কেন বললো অন‍্য কাও কে তো বললো না

নীল:(নীলার টেবিল এ বারি দিয়ে)স্টপ নীলা আর তুমি একটু চুপ থাকো

আয়াত: আপনার মাথায় কি প্রবলেম আছে কয়বার বলবো আমার নাম আয়াত

নীল:(এতো টা চেঞ্জ নাম টাও চেন্জ করে ফেলসো)

আয়াত:sir

নীল:sit down

ক্লাস শেষে,,,
আয়াত:(ক্লাস থেকে সবাই বের হয়ে গেছে আমি বের হতে নিলাম হাতে টান অনুভব করলাম) পিছনে তাকিয়ে দেখি sir

নীল:নীলা তুমি বেঁচে আছো (বলে জরিয়ে ধরলাম)

লিসা: shocked 😨

আয়াত: ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম sir হয়ে student এর সাথে এমন করতে আপনার একবারো লজ্জা লাগলো না 😡

নীল:মিথ্যা কেন বলছো তোমার নাম নীলা আর এই আয়াত টা কে ওর দু বাহু ধরে

আয়াত: আপনার মাথায় কি প্রবলেম আছে 😡 আমি ই আয়াত আর আমাকেই বলছেন আয়াত কে?

নীল:দেখো নীলা প্লিজ আমার কথা টা শুনো

আয়াত: আমি আপনার কোনো কথা শুনতে চাই না (বলে লিসার হাত ধরে বেরিয়ে গেলাম)
_____________________________________
নীল:জলদি বাসায় পৌছে গেলাম রাইয়ান এই রাইয়ান (নীল এর body gourd)

রাইয়ান:জি sir

নীল: নীলা বেঁচে আছে (excited হয়ে)

রাইয়ান: এইটা তো খুশির খবর আপনি wait করুন আমি এখনি জানিয়ে দিচ্ছি

নীল:না ওদের আমি surprise দিবো

রাইয়ান: এখন

নীল: আমার মনে হয় না ও এতো সহজে মানবে এখন থেকে শুরু হবে ওর torture

রাইয়ান:sir torture মানে?কেমন?

নীল:তুমি বুঝবে না ওর address বের করো আর ও যেখানে থাকবে সেখানেই একটা ফ্ল্যাট কিনে নিবে ওকে?

রাইয়ান: ওকে sir আমি ৫ ঘন্টার মধ্যে আপনাকে সব জানাচ্ছি

নীল: রাইয়ান কে জরিয়ে ধরে আমি যে কি খুশি বলে বোঝাতে পারবো না

রাইয়ান:sir আমি ও আজ অনেক খুশি(বলে বের হয়ে গেলাম)

নীল:(এইবার দেখো আমি তোমার কি করি)

বি.দ্র: বুঝলাম না কাল সবার একই comment ছিলো নীলা কে ফিরিয়ে আনো আরে আমি তো কাল আয়াত নাম এর একজন কে ঢুকিয়ে ছিলাম আপনাদের মধ্যে কি কারো এই question টা মাথায় ঘুরে নি যে এই আয়াত টা কে মাত্র দুই তিন জন ছাড়া কেও আমাকে এই প্রশ্ন করে নি আমি তো আপনাদের এই hints টাও দিয়ে ছিলাম যে নীল এর কথায় "এইটা তো নীলার voice" তারপরও কেও বুঝেন নি হায় আল্লাহ 😧

1 comment :

  1. আরো নতুন নতুন গল্প, কবিতা,জোকস পড়তে চাইলে আমার সাইটে ভিজিট করুন
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete