#গল্পের নতুন মোর
#To_the_power_5_love_story
#Mehjabin_Aysha_Rimi(Neela)
#part_17
আমি:হইছে ফোন রাখ
।
অনু:তোকে কিন্তু help করতে হবে
।
আমি:কিসের
।
অনু:আমি যে নীল কে propose করবো কিভাবে কি করবো তোকে বলতে হবে
।
আমি:😶
।
অনু:কিরে কিছু বলিস না কেন
।
আমি:বজ্জাত মাইয়া ফোন রাখ কালকের টা কাল দেখা যাবে
।
অনু:হুহ
___________________________
পরদিন সকালে,,
আমি:এখন তো মিহুর বের হওয়ায় time হয়ে গেছে জিজু কে message দিয়ে দিলাম
।
মেঘ:নীলার message😃but urgent meet😟পরে ভাবা যাবে জলদি বের হয়ে গেলাম
___________________________
মিহু:scuti চালাতে চালাতে সামনে তাকিয়ে দেখি মেঘ ও এদিক কি করে
।
মেঘ:হাত দিয়ে ইশারা করে scuti থামাতে বললাম
।
মিহু:আপনি?
।
মেঘ:আমার ভাই এর সাথে এদিকে আসছিলাম ও রাগ হয়ে আমাকে রেখে চলে গেছে
।
মিহু; একদম ভালো করছে
।
মেঘ:হ্যা ঠিক বলছো নয়তো তোমার সাথেই আজ দেখা ই হতো না
।
মিহু:হুহ
।
মেঘ:এখন lift দাও
।
মিহু:পারবো না(বলে চলে আসলাম)
।
মেঘ;( চলে গেলো সামনে তাকিয়ে দেখি আবার back করতিছে😂)
।
মিহু; উঠুন
।
মেঘ:আবার আসলে যে
।
মিহু; আল্লাহ বলছে গরীব দুখী দের help করতে
।
মেঘ:😂😂তাই নাকি(বলে লাফ দিয়ে বসে পরলাম)
।
মিহু:☺️☺️
___________________________
আমি:শয়তান,পেত্মি, শাকচুন্নি,বাদরনি, বিলে থাকা জলহস্তীর বউ গুলা surprise এর plan আমার তো কি হইছে আসা যেতো না
।
নীল;তুই মিহু কে surprise দিবি সব arrangement এর জন্য কি তোরা আমাকেই দেখিস কি ব্যাপার ওইটা নীলা না আসে পাশে তো কেও নেই কার সাথে বকবক করতিছে😵😵😵
।
আমি:খোদার গজব পরবে তোদের উপর বেইমান এর বেইমান গুলো ইচ্ছা করতিছে কুচি কুচি করে ময়লা।পানিতে ভাসিয়ে দিতে
।
নীল:এই মেয়ে কে কি জ্বীন এ ধরলো😵
।
আমি:আরে ওইটা তো নীল ভাইয়া
।
নীল:আমি কথা বলার জন্য এগুতে লাগলাম
।
আমি:চুপচাপ উনার দিক এগুতে লাগলাম
।
নীল:দুজন একদম মুখোমুখি
।
আমি:যেই কথা বলতে যাবো তখনই কে যেন আমার হাত ধরলো
।
নীল; হঠাৎ হাতে কারো স্পর্শ পেলাম
।
আমি:পিছন এ তাকিয়ে দেখি আকাশ ভাইয়া
।
নীল:নেহা তুই
।
আমি:ভাইয়া কেমন আছেন
।
আকাশ:হে ভালো এই ভাইয়া বলো কেন
।
আমি:তো কি বলবো😒
।
আকাশ:পরে জানিয়ে দিবো
।
আমি:এখন বলুন
।
আকাশ:না এখন বলবো না
___________________________
নীল:(আমি আর নীলা একদম কাছাকাছি পিঠ হয়ে দাঁড়িয়ে আছি একজন ঘুরলেই আর একজন এর সাথে ধাক্কা খাবো এমন)
।
নেহা:আমি যেন তোকে ওই মেয়েটির সাথে না দেখি
।
নীল:কেন
।
নেহা: because I love you
।
নীল:দেখ তোকে আগেও warning দিসি এখন ও দিতিছি next time থেকে আমার সাথে এইসব নিয়ে কথা বলবি না(নেহা কে টেনে নিয়ে অন্য জায়গায় দাঁড়িয়ে)
।
নেহা:দেখ নীল please আমাকে বোঝ একটু
।
নীল:কিছু শুনতে চাই না তুই যা এখান থেকে
।
নেহা:কেও কখনো আমাকে এইভাবে বলে নি এইটার বদলা আমি নিয়েই ছারবো হয়তো তোর থেকে নয়তো তোর নীলার থেকে আর যদি এক ঢিলে দুটি পাখি শিকার করতে পারি তাহলে তো ভালোই
।
নীল:দেখ তোর যত prblm আমাকে নিয়ে নীলা কে কেন টানতিছিস
।
নেহা:(কিছু না বলে চলে এলাম)
___________________________________________
আমি:ভাইয়া আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি সরি next time থেকে আমার সাথে এসব কথা বলবেন না(বলে চলে আসলাম)
।
আকাশ:(তুমি আমাকে চিনো নি এখন দেখবা আমি কি করি আমাকে reject)
।
নীল:নীলা কোথায় গেলো
_______________________________________
আমি:যাক বাবা at least shopping শেষ হলো কি আজব একটা গাড়ি ও নাই কেমন টা লাগে
।
নীল:আরে ওই যে জিন এর বউ থুক্বু নীল এর বউ
।
আমি:আল্লাহ আসতিছে এই খবিস টার সাথে আমারই কেন দেখা হয়
।
নীল:কি গাড়ির জন্য wait
।
আমি:দেখেন না অন্ধ নাকি
।
নীল:চলো drop করে দেই
।
আমি:লাগবে না
।
নীল:ওকে টাটা
।
আমি:(আরে আরে যায় কই দৌড়িয়ে উনার গাড়ি তে উঠলাম)।
।
নীল:😂😂😂
।
আমি:হুহ চলেন
।
কিছুক্ষন পর,,,
আমি:কি হলো থামলেন কেন
।
নীল:may b problem দেখা দিতিছে
।
আমি:আপনি always নষ্ট গাড়ি নিয়ে ঘুরেন কেন
।
নীল:তুমি কুফা তুমি সাথে থাকলেই এমন হয়
।
আমি:ওই কি বললেন
।
নীল:চুপ দেখো আকাশ এর অবস্থা একদম ভালো না (বলতে না বলতেই বৃষ্টি শুরু)
।
আমি:wow বৃষ্টি না এখন ভেজা যাবে না জিনিস আছে সাথে সাথে ছাতা বের করলাম
।
নীল:তোমার কাছে ছাতা আছে
।
আমি:হুম তো share করতে পারবো না
।
নীল:দাও বলতিছি(এই বলে ছাতা নিয়ে টানাটানি করতে লাগলাম)
।
আমি:খোদার গজব পরবে একদম ছাতা নিয়ে টানাটানি করবেন না
।
নীল:ধ্যাত(বলে ছাতা ভেঙ্গে ফেললাম)
।
আমি:আমার favourite ছাতা
বি.দ্র: এই Part এখনও শেষ হয়নি। Extra part বের হবে
Friday, October 26, 2018
Love story পরগব ১৭
Subscribe to:
Post Comments
(
Atom
)
আরো নতুন নতুন গল্প, কবিতা,জোকস পড়তে চাইলে আমার সাইটে ভিজিট করুন
ReplyDeletewww.valobasargolpo2.xyz