Friday, October 26, 2018

Love story পরগব ১৭

1 comment

#গল্পের নতুন মোর
#To_the_power_5_love_story
#Mehjabin_Aysha_Rimi(Neela)
#part_17
আমি:হইছে ফোন রাখ

অনু:তোকে কিন্তু help করতে হবে

আমি:কিসের

অনু:আমি যে নীল কে propose করবো কিভাবে কি করবো তোকে বলতে হবে

আমি:😶

অনু:কিরে কিছু বলিস না কেন

আমি:বজ্জাত মাইয়া ফোন রাখ কালকের টা কাল দেখা যাবে

অনু:হুহ
___________________________
পরদিন সকালে,,
আমি:এখন তো মিহুর বের হওয়ায় time হয়ে গেছে জিজু কে message দিয়ে দিলাম

মেঘ:নীলার message😃but urgent meet😟পরে ভাবা যাবে জলদি বের হয়ে গেলাম
___________________________
মিহু:scuti চালাতে চালাতে সামনে তাকিয়ে দেখি মেঘ ও এদিক কি করে

মেঘ:হাত দিয়ে ইশারা করে scuti থামাতে বললাম

মিহু:আপনি?

মেঘ:আমার ভাই এর সাথে এদিকে আসছিলাম ও রাগ হয়ে আমাকে রেখে চলে গেছে

মিহু; একদম ভালো করছে

মেঘ:হ‍্যা ঠিক বলছো নয়তো তোমার সাথেই আজ দেখা ই হতো না

মিহু:হুহ

মেঘ:এখন lift দাও

মিহু:পারবো না(বলে চলে আসলাম)

মেঘ;( চলে গেলো সামনে তাকিয়ে দেখি আবার back করতিছে😂)

মিহু; উঠুন

মেঘ:আবার আসলে যে

মিহু; আল্লাহ বলছে গরীব দুখী দের help করতে

মেঘ:😂😂তাই নাকি(বলে লাফ দিয়ে বসে পরলাম)

মিহু:☺️☺️
___________________________
আমি:শয়তান,পেত্মি, শাকচুন্নি,বাদরনি, বিলে থাকা জলহস্তীর বউ গুলা surprise এর plan আমার তো কি হইছে আসা যেতো না

নীল;তুই মিহু কে surprise দিবি সব arrangement এর জন‍্য কি তোরা আমাকেই দেখিস কি ব‍্যাপার ওইটা নীলা না আসে পাশে তো কেও নেই কার সাথে বকবক করতিছে😵😵😵

আমি:খোদার গজব পরবে তোদের উপর বেইমান এর বেইমান গুলো ইচ্ছা করতিছে কুচি কুচি করে ময়লা।পানিতে ভাসিয়ে দিতে

নীল:এই মেয়ে কে কি জ্বীন এ ধরলো😵

আমি:আরে ওইটা তো নীল ভাইয়া

নীল:আমি কথা বলার জন‍্য এগুতে লাগলাম

আমি:চুপচাপ উনার দিক এগুতে লাগলাম

নীল:দুজন একদম মুখোমুখি

আমি:যেই কথা বলতে যাবো তখনই কে যেন আমার হাত ধরলো

নীল; হঠাৎ হাতে কারো স্পর্শ পেলাম‌

আমি:পিছন এ তাকিয়ে দেখি আকাশ ভাইয়া

নীল:নেহা তুই

আমি:ভাইয়া কেমন আছেন

আকাশ:হে ভালো এই ভাইয়া বলো কেন
‌।
আমি:তো কি বলবো😒

আকাশ:পরে জানিয়ে দিবো

আমি:এখন বলুন

আকাশ:না এখন বলবো না
___________________________
নীল:(আমি আর নীলা একদম কাছাকাছি পিঠ হয়ে দাঁড়িয়ে আছি একজন ঘুরলেই আর একজন এর সাথে ধাক্কা খাবো এমন)

নেহা:আমি যেন তোকে ওই মেয়েটির সাথে না দেখি

নীল:কেন

নেহা: because I love you

নীল:দেখ তোকে আগেও warning দিসি এখন ও দিতিছি next time থেকে আমার সাথে এইসব নিয়ে কথা বলবি না(নেহা কে টেনে নিয়ে অন‍্য জায়গায় দাঁড়িয়ে)

নেহা:দেখ নীল please আমাকে বোঝ একটু

নীল:কিছু শুনতে চাই না তুই যা এখান থেকে

নেহা:কেও কখনো আমাকে এইভাবে বলে নি এইটার বদলা আমি নিয়েই ছারবো হয়তো তোর থেকে নয়তো তোর নীলার থেকে আর যদি এক ঢিলে দুটি পাখি শিকার করতে পারি তাহলে তো ভালোই

নীল:দেখ তোর যত prblm আমাকে নিয়ে নীলা কে কেন টানতিছিস

নেহা:(কিছু না বলে চলে এলাম)
___________________________________________
আমি:ভাইয়া আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি সরি next time থেকে আমার সাথে এসব কথা বলবেন না(বলে চলে আসলাম)

আকাশ:(তুমি আমাকে চিনো নি এখন দেখবা আমি কি করি আমাকে reject)

নীল:নীলা কোথায় গেলো
_______________________________________
আমি:যাক বাবা at least shopping শেষ হলো কি আজব একটা গাড়ি ও নাই কেমন টা লাগে

নীল:আরে ওই যে জিন এর বউ থুক্বু নীল এর বউ

আমি:আল্লাহ আসতিছে এই খবিস টার সাথে আমারই কেন দেখা হয়

নীল:কি গাড়ির জন‍্য wait

আমি:দেখেন না অন্ধ নাকি

নীল:চলো drop করে দেই

আমি:লাগবে না

নীল:ওকে টাটা

আমি:(আরে আরে যায় কই দৌড়িয়ে উনার গাড়ি তে উঠলাম)।

নীল:😂😂😂

আমি:হুহ চলেন

কিছুক্ষন পর,,,
আমি:কি হলো থামলেন কেন

নীল:may b problem দেখা দিতিছে

আমি:আপনি always নষ্ট গাড়ি নিয়ে ঘুরেন কেন

নীল:তুমি কুফা তুমি সাথে থাকলেই এমন হয়

আমি:ওই কি বললেন

নীল:চুপ দেখো আকাশ এর অবস্থা একদম ভালো না (বলতে না বলতেই বৃষ্টি শুরু)

আমি:wow বৃষ্টি না এখন ভেজা যাবে না জিনিস আছে সাথে সাথে ছাতা বের করলাম

নীল:তোমার কাছে ছাতা আছে

আমি:হুম তো share করতে পারবো না

নীল:দাও বলতিছি(এই বলে ছাতা নিয়ে টানাটানি করতে লাগলাম)

আমি:খোদার গজব পরবে একদম ছাতা নিয়ে টানাটানি করবেন না

নীল:ধ‍্যাত(বলে ছাতা ভেঙ্গে ফেললাম)

আমি:আমার favourite ছাতা
বি.দ্র: এই Part এখনও শেষ হয়নি। Extra part বের হবে

1 comment :

  1. আরো নতুন নতুন গল্প, কবিতা,জোকস পড়তে চাইলে আমার সাইটে ভিজিট করুন
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete